ঠাকুরগাঁও জেলা |
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ ফেব্রুয়ারি ১৯৮৪ সালে।
প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৭৮১.৭৪ বর্গকিলোমিটার।
প্রশ্ন: সীমা কি?
উত্তর: ঠাকুরগাঁও জেলার উত্তরে পঞ্চগড় জেলা, দক্ষিণে দিনাজপুর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ,
পূর্বে পঞ্চগড় ও দিনাজপুর জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ঠাকুরগাঁও সদর, রানীশঙ্কাইল, বালিডাঙ্গি, হরিপুর ও পীরগঞ্জ।
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ঠাকুরগাঁও, রানীশঙ্কাইল ও পীরগঞ্জ।
প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৫৩টি।
প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৬৪১টি।
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: সুরভিত।
প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: টাঙ্গন, কুলিক, নাগর প্রভৃতি।
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: রাজা টংকনাথের বাসভবন, তাপবিদ্যুৎ কেন্দ্র, রানীসাগর, রাজভিটা, সানগাঁ শাহী
মসজিদ প্রভৃতি।
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মির্জা রুহুল আমিন (রাজনীতিবিদ), মির্জা ফখরুল ইসলাম আলমগীর (রাজনীতিবিদ),
সুবেদার আহমেদ হোসেন (মুক্তিযোদ্ধা) প্রমুখ।
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ৩. ঠাকুরগাঁও-১, ৪. ঠাকুরগাঁও-২ ও ৫. ঠাকুরগাঁও-৩।
No comments:
Post a Comment