দিনাজপুর জেলা |
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৭৮৬ সালে।
প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,৪৪৪.৩০ বর্গকিলোমিটার।
প্রশ্ন: সীমা কি?
উত্তর: দিনাজপুর জেলার পূর্বে রংপুর ও নীলফামারী জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ,
উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা, দক্ষিণে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা অবস্থিত।
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১৩টি- দিনাজপুর সদর, কাহারোল, ঘোড়াঘাট, বিরল, খানসামা, পার্বতীপুর, হাকিমপুর,
বিরামপুর, নবাবগঞ্জ, বোঁচাগঞ্জ, বীরগঞ্জ, ফুলবাড়ি ও চিরিরবন্দর।
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৯টি- দিনাজপুর, বিরামপুর, সেতারগঞ্জ, বীরগঞ্জ, পার্বতীপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ী,
হাকিমপুর ও বিরল।
প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১০২টি।
প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,১৩১টি।
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: আলোর দিশারী।
প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: করতোয়া, পুনর্ভবা, আত্রাই, যমুনা, টাঙ্গন, দীপা প্রভৃতি।
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: কান্তজীউ মন্দির, রামসাগর দিঘী, চেহেল গাজী (র)-এর মাজার ও মসজিদ, শালবন
বিহার, সীতাকোট বিহার প্রভৃতি।
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: হাজী মোহাম্মদ দানেশ (সমাজসেবক), অধ্যাপক ইউসুফ আলী (রাজনীতিবিদ), নিতুন
কুণ্ডু (চিত্রশিল্পী, ভাস্কর), মো. নূরুল আমিন (স্বভাব কবি), সামাদ (ফুটবলের জাদুকর)
প্রমুখ।
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ৬. দিনাজপুর-১, ৭. দিনাজপুর-২, ৮. দিনাজপুর-৩, ৯. দিনাজপুর-৪, ১০.
দিনাজপুর-৫ ও ১১. দিনাজপুর-৬।
No comments:
Post a Comment