গাইবান্ধা জেলা |
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৫ ই ফেব্রুয়ারি ১৯৮৪।
প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,১১৪.৭৭ বর্গকিলোমিটার।
প্রশ্ন: সীমা কি?
উত্তর: গাইবান্ধা জেলার পূর্বে জামালপুর ও কুড়িগ্রাম জেলা, পশ্চিমে রংপুর ও দিনাজপুর
জেলা এবং উত্তরে কুড়িগ্রাম ও রংপুর জেলা, দক্ষিণে বগুড়া জেলা।
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- গাইবান্ধা সদর, সাদুল্যাপুর, গোবিন্দগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ
ও পলাশবাড়ি।
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ ও পলাশবাড়ি।
প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৮২টি।
প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,২৫০টি।
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: বিকশিত।
প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: যমুনা, তিস্তা, আত্রাই, ঘাঘট প্রভৃতি।
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: বর্ধনকুঠি, নলডাঙ্গার জমিদার বাড়ি, মীরের বাগান, শাহ সুলতান গাজীর মসজিদ
প্রভৃতি।
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: আবু হোসেন সরকার (রাজনীতিবিদ), নাট্যকার তুলসী লাহিরী, খাঁন বাহাদুর আব্দুল
মজিদ, মাহমুদুজ্জামান বাবু, বদিউল আলম প্রমুখ।
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ২৯. গাইবান্ধা-১, ৩০. গাইবান্ধা-২, ৩১. গাইবান্ধা-৩, ৩২. গাইবান্ধা-৪
ও ৩৩. গাইবান্ধা-৫।
No comments:
Post a Comment