Wednesday, December 26, 2018

রংপুর (Rangpur) জেলা

রংপুর জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৭৭২ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৪০০.৫৬ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: রংপুর জেলার পূর্বে কুড়িগ্রাম, পশ্চিমে দিনাজপুর জেলা, উত্তরে লালমনিরহাট ও নীলফামারী জেলা ও তিস্তা নদী এবং দক্ষিণে গাইবান্ধা জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৮টি- রংপুর সদর, গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর, বদরগঞ্জ, তারাগঞ্জ ও পীরগঞ্জ।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- হারাগাছ, বদরগঞ্জ ও পীরগঞ্জ।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৭৬টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৪৮২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: দীপান্বিতা।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: তিস্তা, ঘাঘট প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: কারমাইকেল কলেজ, তিস্তা বাঁধ প্রকল্প, পায়রাবন্দ বেগম রোকেয়ার বাড়ি, মন্থনার জমিদার বাড়ি, কেরামতিয়া মসজিদ, রংপুর জাদুঘর, মাওলানা কেরামত আলী জৈনপুরীর মাজার প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম (সাবেক রাষ্ট্রপতি), লে. জে. হুসাইন মুহাম্মদ এরশাদ (সাবেক রাষ্ট্রপতি), কবি হায়াৎ মাহমুদ, আবু হোসেন সরকার (রাজনীতিবিদ), এম. এ ওয়াজেদ মিয়া (পরমাণু বিজ্ঞানী), বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন (সাহিত্যিক), শাহ আবদুল হামিদ (সাবেক স্পিকার) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- ১৯. রংপুর-১, ২০. রংপুর-২, ২১. রংপুর-৩, ২২. রংপুর-৪, ২৩. রংপুর-৫ ও ২৪. রংপুর-৬।

No comments:

Post a Comment