Saturday, December 29, 2018

নীলফামারী (Nilphamari) জেলা

নীলফামারী জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৫৪৬.৫৯ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: নীলফামারী জেলার পূর্বে লালমনিরহাট জেলা, পশ্চিমে দিনাজপুর ও পঞ্চগড় জেলা এবং উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে রংপুর জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৬টি- নীলফামারী সদর, কিশোরগঞ্জ, ডোমার, জলঢাকা, ডিমলা ও সৈয়দপুর।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- নীলফামারী, জলঢাকা, সৈয়দপুর ও ডোমার।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬০টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৩৬১টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: চেতনা।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: তিস্তা, ঘঘাট, শিঙ্গীমারী প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: বিরাট দিঘী (বর্তমান নাম নীলসাগর), নীলকুঠি (নীলফামারী সদর), নট সেটেলমেন্ট (কারাগার ১৮৭১), তিস্তা ব্যারেজ, ডিমলা রাজবাড়ি, রাজা ধর্মপালের গড় (দুর্গ) ও তার রাজবাড়ির ধ্বংসাবশেষ (অষ্টাদশ শতাব্দী, জলঢাকা), রাজা হরিশচন্দ্রের রাজবাড়ির ধ্বংসাবশেষ (নবম শতাব্দী, জলঢাকা), তিন গম্বুজবিশিষ্ট ভেড়ভেড়ী জামে মসজিদ (অষ্টাদশ শতাব্দী, কিশোরগঞ্জ উপজেলা) প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মশিহুর রহমান যাদু মিয়া (রাজনীতিবিদ), আসাদুজ্জামান নূর (নাট্যব্যক্তিত্ব ও রাজনীতিবিদ), শাহ কলন্দর (ইসলাম প্রচারক), রথীন্দ্রনাথ রায় (সঙ্গীত শিল্পী) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- ১২. নীলফামারী-১, ১৩. নীলফামারী-২, ১৪. নীলফামারী-৩ ও ১৫. নীলফামারী-৪।

No comments:

Post a Comment