Sunday, May 17, 2020

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: সাধারণ জ্ঞান মডেল টেস্ট-১১

সাধারণ জ্ঞান মডেল টেস্ট-১১

১) বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দেন- 

ক) প্রধানমন্ত্রী

খ) প্রেসিডেন্ট 

গ) স্পিকার

ঘ) আইনমন্ত্রী 


২) জরুরি অবস্থ জারির বিধান কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানে সন্নিবেশিত হয়? 

ক) প্রথম 

খ) দ্বিতীয়

গ) তৃতীয়

ঘ) চতুর্থ 


৩) বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম ছত্রাকের জিনোম ছাড়াও আরও যেসব জিনোম ম্যাপিং করেছেন তা হলো – 

ক) পেঁপে, পাট, রাবার 

খ) পাট, পেয়ারা, রাবার 

গ) পেঁপে, পাট, আম 

ঘ) কোনটিই নয় 


৪) বাংলাদেশের কোন্ জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে? 

ক) রাঙামাটি 

খ) বান্দরবন 

গ) কক্সবাজার

ঘ) পঞ্চগড় 


৫) নিচের কোন্ ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পরিত্যাগ করেন? 

ক) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 

খ) বঙ্গভঙ্গ 

গ) ভারত প্রতিরক্ষা আইন পাস 

ঘ) মহাত্মা গান্ধীকে আটক 


৬) ‘শ্রীকাইল’ গ্যাসক্ষেত্রটি কোথায়? 

ক) কুমিল্লা 

খ) নোয়াখালী 

গ) সুনামগঞ্জ 

ঘ) হবিগঞ্জ 


৭) বাংলাদেশের কোনো নাগরিককে জাতীয় সংসদের সদস্য হতে হলে তার নূন্যতম বয়স হতে হবে- 

ক) ২০ বছর 

খ) ২৫ বছর 

গ) ৩০ বছর 

ঘ) ৩৫ বছর 


৮) বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম- 

ক) অস্তিত্বে আমার দেশ 

খ) গৌরবের দেশ 

গ) সাহসী যোদ্ধা 

ঘ) দামাল ছেলে 


৯) ১৯৭১ সালে বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কে? 

ক) অধ্যাপক ইউসুফ আলী 

খ) সৈয়দ নজরুল ইসলাম 

গ) তাজউদ্দিন আহমেদ 

ঘ) ক্যাপ্টেন মনসুর আলী 


১০) গোবিন্দ চন্দ্র দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন্ বিভাবে অধ্যাপনা করতেন? 

ক) ইতিহাস 

খ) পদার্থবিজ্ঞান 

গ) দর্শন 

ঘ) অর্থনীতি 


১১) ‘হর্ন অব আফ্রিকা’ বলা হয় কোন্ দেশকে? 

ক) সোমালিয়া 

খ) মৌরিতানিয়া 

গ) ইথিওপিয়া 

ঘ) ইরিত্রিয়া 


১২) ‘প্যারা অলিম্পিক’ কাদের জন্য আয়োজন করা হয়? 

ক) মহিলাদের 

খ) শিশুদের 

গ) প্রতিবন্ধীদের 

ঘ) পুরুষদের 


১৩) কোন্ দেশের মুদ্রার নাম ও দেশের নাম একই? 

ক) গাম্বিয়া

খ) জায়ার 

গ) জিম্বাবুয়ে 

ঘ) জাম্বিয়া 


১৪) বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত ‘তক্ষশীলা’ কোন্ দেশে অবস্থিত? 

ক) ভারত 

খ) নেপাল 

গ) ভুটান 

ঘ) পাকিস্তান 


১৫) ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রের পরিচালক কে? 

ক) স্যাম ব্যাসিলি 

খ) স্যাম নিয়ন 

গ) ক্যালিস বাসিল 

ঘ) ফাসিল পেট্রো 


১৬) মুসলিম নারী জাগরণের লেখিকা কে ছিলেন? 

ক) নুরজাহান বেগম 

খ) নবাব ফয়জুন্নেছা 

গ) বেগম রোকেয়া 

ঘ) সামসুন্নাহার 


১৭) ব্রিটিশ শাসন বহির্ভূত কোন্ দেশ কমনওয়েলথের সদস্য? 

ক) মোজাম্বিক 

খ) কেনিয়া 

গ) দক্ষিণ আফ্রিকা 

ঘ) জিম্বাবুয়ে 


১৮) আয়তনের দিক দিয়ে কোন্ শহর সবচেয়ে বড়? 

ক) ঢাকা 

খ) টোকিও 

গ) মস্কো 

ঘ) লন্ডন 


১৯) নিচের কোনটি অন্তরীপ নয়? 

ক) উত্তমাশা 

খ) চার্চিল 

গ) লিসবার্গ 

ঘ) কিনসু 


২০) বর্তমানে তেল রিজার্ভে শীর্ষ দেশ- 

ক) যুক্তরাষ্ট্র 

খ) ভেনেজুয়েলা 

গ) সৌদি আরব 

ঘ) কুয়েত 



উত্তর: ১. খ, ২. খ, ৩. ক, ৪. ক, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯. ক, ১০. গ, ১১. গ, ১২. গ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. গ, ১৭. ক, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. ক

No comments:

Post a Comment