গণিত মডেল টেস্ট-৮
১) ১২ এর বর্গসংখ্যা কোনটি?
ক) ১২ খ) ১৪৪ গ) ৩ ঘ) ৪
২) দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭, সংখ্যা দুইটি নির্ণয়
কর।
ক) ১৬, ২১ খ) ১৭, ২০ গ) ১৪, ২৩ ঘ) ১৮, ১৯
৩) গ.সা.গু = ?
ক) কমন উৎপাদকগুলোর গুণফল
খ) আন কমন উৎপাদক গুলোর গুণফল
গ) কমন ও আন কমন উৎপাদক গুলোর গুণফল
ঘ) আন কমন উৎপাদক গুলোর গুণফল
৪) ভগ্নাংশের গ.সা.গু = ?
ক) লবগুলোর গ.সা.গু / হরগুলোর ল.সা.গু
খ) লবগুলোর ল.সা.গু / হরগুলোর গ.সা.গা
গ) হরগুলোর ল.সা.গু / লবগুলোর গ.সা.গু
ঘ) হরগুলোর গ.সা.গু / লবগুলোর ল.সা.গু
৫) a4+a2+1=?
ক) (a2-a2+1)(a2+a-1)
খ) (a2+a+1)(a2-a+1)
গ) (a2-a-1)(a2-a-1)
ঘ) (a2+a+1)(a2+a+1)
৬) loga(m/n)কত?
ক) logam+logan
খ) logam-logan গ) logam×logan
ঘ) কোনোটিই নয়
৭) f(a)=a3-3a2b+2b3 হলে
f(b)=?
ক) 1 খ) 0 গ) 2 ঘ) 3
৮) (x,y) = (a,b) হলে নিচের কোন্ সম্পর্কটি সত্য হবে?
ক) x=a, y=b খ) x=y, a=b গ) x=b, y=a ঘ) x=a, a=b
৯) প্রথম 50 টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
ক) 1275 খ) 1295 গ) 1200 ঘ) 1235
১০) 13+23+33+....+n3
কত?
ক) {n(n+1)/2}2 খ) n(n+1)(2n+1)/6 গ) n(n+1)/2 ঘ)
কোনোটিই নয়
১১) একটি চতুর্ভূজের কোণের সমষ্টি = কত সমকোণ?
ক) ১ সমকোণ খ) ২ সমকোণ গ) ৩ সমকোণ ঘ) ৪ সমকোণ
১২) sinθ=?
ক) 1/cosθ খ) 1/tanθ গ)
1/secθ ঘ)
1/cosecθ
১৩) tanθ√1-sin2θ=?
ক) secθ খ) cotθ গ)
sinθ ঘ)
tanθ
১৪) ১ মিলিয়ন = ?
ক) ১০ লক্ষ খ) ১০০ কোটি গ) ১০ কোটি ঘ) ১০০ লক্ষ
১৫) ০.০৯ ও ৭.২ এর ল.সা.গু কত?
ক) ৭২০ খ) ৭২ গ) ৭.২ ঘ) ০.৭
১৬) পনির ও তপনের আয়ের অনুপাত ৪:৩। তপন ও রবিনের আয়ের অনুপাত
৫:৪। পনিরের আয় ১২০ টাকা হলে রবিনের আয় কত?
ক) ৭২ খ) ১২০ গ) ১০০ ঘ) ৬০
১৭) log10x = -2; এর মান কত?
ক) 0.05 খ) 0.01 গ) 0.002 ঘ) 5
১৮) cos00 এর মান নিচের কোনটি?
ক) 1 খ) √3/2 গ) 0 ঘ) ½
১৯) একটি ট্রাপিজিয়াম আকৃতি টিনের
ঘরের চালের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 30cm ও 20cm এবং চালের উচ্চতা 10cm । ঐ চালে
কত বর্গ সে.মি. টিন রয়েছে?
ক) 250 খ) 3000 গ) 400 ঘ) 450
২০) একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয়
করায় ২০% লাভ হলো সাইকেলটির ক্রয়মূল্য কত ছিল?
ক) ৬০০০ টাকা খ) ৫০০০ টাকা গ)
৪০০০ টাকা ঘ) ৬৫০০ টাকা
উত্তর: ১. খ, ২. ঘ, ৩. ক, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯.
ক, ১০. ক, ১১. ঘ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ক, ১৫. গ, ১৬. ক, ১৭. খ, ১৮. ক, ১৯. ক, ২০. ক
No comments:
Post a Comment