সাধারণ জ্ঞান মডেল টেস্ট-১০
১) ‘সাগরকন্যা’ বাংলাদেশের কোন্ এলাকার ভৌগলিক নাম?
ক) টেকনাফ
খ) কক্সবাজার
গ) খুলনা
ঘ) পটুয়াখালী
২) ‘ফোর্ট উইলিয়াম দুর্গ’ কোথায় অবস্থিত ছিল?
ক) ঢাকা
খ) কলকাতা
গ) মুর্শিদাবাদ
ঘ) আগ্রা
৩) ‘সতীদাহ প্রথা’ কোন্ সালে রহিত হয়?
ক) ১৮১৯ সালে
খ) ১৮২৯ সালে
গ) ১৮৩৯ সালে
ঘ) ১৮৪৯ সালে
৪) সার্ক এর প্রথম মহাসচিব কে ছিলেন?
ক) আবুল হাসান
খ) নরসিমা রাও
গ) জিপি কৈরালা
ঘ) পিএন হাকঝার
৫) ‘উয়ারি বটেশ্বর’ কোন্ জেলায়?
ক) ঢাকা
খ) সিলেট
গ) নরসিংদী
ঘ) কুমিল্লা
৬) স্থলবন্দর ‘বিরল’ যে জেলায় অবস্থিত-
ক) দিনাজপুর
খ) জয়পুরহাট
গ) সাতক্ষীরা
ঘ) কুড়িগ্রাম
৭) ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হয়েছেন-
ক) জয়নুল আবেদীন
খ) কামরুল হাসান
গ) সোমেন ভট্টাচার্য
ঘ) এম কিবরিয়া
৮) ‘গম্ভীরা’ কোন্ অঞ্চলের সঙ্গীত?
ক) বগুড়া
খ) সিলেট
গ) রাজশাহী
ঘ) চট্টগ্রাম
৯) বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
ক) রাজা মানসিংহ
খ) গোপাল
গ) ধর্মপাল
ঘ) দেবপাল
১০) ‘শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত?
ক) ঢাকা সেনানিবাসে
খ) সোহরাওয়ার্দী উদ্যানে
গ) শেরেবাংলা নগরে
ঘ) সাভারে
১১) ‘স্ট্যাচু অব পিস’ কোন্ দেশে অবস্থিত?
ক) যুক্তরাষ্ট্র
খ) জার্মানি
গ) জাপান
ঘ) যুক্তরাজ্য
১২) লাল আলোতে নীল রঙের সেতু কেমন দেখায়?
ক) বেগুনী
খ) কালো
গ) হলুদ
ঘ) সবুজ
১৩) একটি রাষ্ট্রের কয়টি মৌলিক উপাদান?
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৬টি
১৪) ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন কে?
ক) শচীন টেন্ডুলকার
খ) ব্রায়ান লারা
গ) জয়সুরিয়া
ঘ) রিকি পন্টিং
১৫) উচ্চতা পরিমাপে কোনটি ব্যবহৃত হয়?
ক) অলটিমিটার
খ) কেলভিন স্কেল
গ) ভার্নিয়ার স্কেল
ঘ) স্লাইড ক্যালিপার্স
১৬) কোনটির কারণে মরিচ ঝাল লাগে?
ক) ক্যাপসিন
খ) ভিটামিন-এ
গ) ভিটামিন সি
ঘ) ভিটামিন ই
১৭) আলেপ্পো শহরটি কোন্ দেশের?
ক) লিবিয়ার
খ) সিরিয়ার
গ) ইরাকের
ঘ) ইয়েমেনের
১৮) অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি পদকজয়ী ফেলোপসের স্বর্ণপদকের সংখ্যা কত?
ক) ২৩টি
খ) ২২টি
গ) ২০টি
ঘ) ১৫টি
১৯) প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
ক) বরিশাল
খ) কুতুবদিয়া
গ) হাতিয়া
ঘ) সন্দ্বীপ
২০) চাহিদা বিধি কি?
ক) চাহিদা কমলে দাম বাড়ে
খ) দাম বাড়লে চাহিদা কমে
গ) আয় আড়লে চাহিদা বাড়ে
ঘ) দাম বাড়লে চাহিদা বাড়ে
উত্তর: ১. গ, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. গ, ৮. খ, ৯. গ, ১০. খ, ১১. গ, ১২. খ, ১৩. গ, ১৪. ক, ১৫. ক, ১৬. ক, ১৭. খ, ১৮. ক, ১৯. ক, ২০. খ
No comments:
Post a Comment