সাধারণ জ্ঞান মডেল টেস্ট-৯
১) ‘সূর্যাস্ত আই ‘ চালু হয় কোন্ সালে?
ক) ১৭৯৩ সালে খ) ১৮৯৩ সালে গ) ১৭৯২ সালে ঘ) ১৮৯২ সালে
২) সংসদে ‘কাস্টিং ভোট’ বলা হয় কোনটিকে?
ক) প্রধানমন্ত্রীর ভোট খ) রাষ্ট্রপতির ভোট গ) স্পিকারের ভোট
ঘ) চিফ হুইপের ভোট
৩) ১ টাকা ও ২ টাকার নোট কে স্বাক্ষর করেন?
ক) বাংলাদেশ ব্যাংকের গভর্নর খ) অর্থসচিব গ) অর্থমন্ত্রী ঘ)
অর্থ প্রতিমন্ত্রী
৪) স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়-
ক) ১১ মার্চ ১৯৭২ সালে খ) ১০ জানুয়ারি ১৯৭৩ সালে গ) ৭ মার্চ
১৯৭৩ সালে ঘ) ৭ মার্চ ১৯৭৪ সালে
৫) বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
ক) পদ্মা খ) মেঘনা গ) যমুনা ঘ) সুরমা
৬) বাংলাদেশের ‘VAT’ কখন চালু হয়?
ক) ১ জুলাই ১৯৯১ সালে খ) ১ জুন ১৯৯১ সালে গ) ১ জুলাই ১৯৯২ সালে
ঘ) ১ জুলাই ১৯৯০ সালে
৭) ইংরেজি কোন্ সালে ছিয়াত্তরের মন্বন্তর হয়?
ক) ১৭৭৬ সালে খ) ১৭৭০ সালে গ) ১৫৭০ সালে ঘ) ১২৭৬ সালে
৮) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ক) নভেরা আহমেদ খ) লুই আইকান গ) মঈনুল হোসেন ঘ) হামিদুর রহমান
৯) দর্শন শাস্ত্রের জনক কে?
ক) এ্যারিস্টটল খ) প্লেটো গ) সক্রেটিস ঘ) জন মিল্টন
১০) ‘বায়তুল হিকমা’ কি?
ক) গবেষণাগার খ) ইসলামী শিক্ষা কেন্দ্র গ) ইবাদত খানা ঘ) অর্থভাণ্ডার
১১) কোনটি ভাইরাসজনিত রোগ?
ক) জলাতঙ্ক খ) যক্ষ্মা গ) টাইফয়েড ঘ) ক্যান্সার
১২) CD পুরো লিখলে হয়-
ক) Control Disc খ) Colour Disc গ) Compact Disc ঘ)
Computer Disc
১৩) ক্যালিগ্রাফী কি?
ক) আরব্য উপন্যাস খ) মিশরীয় ভাস্কর্য গ) আরবি বর্ণমালা ঘ) লিখন
পদ্ধতির শৈল্পিক রূপ
১৪) তুলি প্রথম কোথায় আবিষ্কার হয়?
ক) ভারত খ) জাপান গ) চীন ঘ) নেপাল
১৫) ‘জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে’ এটি কার উক্তি?
ক) ম্যালথাস খ) পল এডামস গ) অ্যাডাম স্মীথ ঘ) অমর্ত্য সেন
১৬) ‘ওয়ানগালা’ কাদের ধর্মীয় উৎসব?
ক) চাকমা খ) গারো গ) মারমা ঘ) রাখাইন
১৭) গণতন্ত্রের স্মৃতিকাগার বলা হয়-
ক) গ্রিসকে খ) ব্রিটেনকে গ) যুক্তরাষ্ট্রকে ঘ) আত্মজীবনী
১৮) ‘Fifth Column’ কী অর্থে ব্যবহৃত হয়?
ক) সাংবাদিকতা খ) আমলাতন্ত্র গ) সুশীল সমাজ ঘ) বিশ্বাসঘাতকতা
১৯) কোন্ শহরটি ‘হলি সিটি’ নামে পরিচিত?
ক) জেরুজালেম খ) ভ্যাটিকান সিটি গ) অযোদ্ধা ঘ) অজন্তা
২০) লালন ফকিরের জীবন নিয়ে নির্মিতব্য ‘মনের মানুষ’ চলচ্চিত্রের
পরিচালক কে?
ক) তানভীর মোকাম্মেল খ) তারেক মাসুদ গ) গৌতম ঘোষ ঘ) হুমায়ুন
আহমেদ
উত্তর: ১. ক, ২. গ, ৩. খ, ৪. গ, ৫. খ, ৬. ক, ৭. ক, ৮. ক, ৯.
ঘ, ১০. ক, ১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. গ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. ক, ১৮. ঘ, ১৯. গ, ২০. গ
No comments:
Post a Comment