দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দেশের বেসরকারি হাসপাতালগুলো প্রস্তুত। করোনাভাইরাসের কারণে যেকোনো পরিস্থিতিতে যেকোনো বিষয়ে চিকিৎসাসেবা দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তারা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরি বৈঠক শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ডা. এনামুর রহমান বলেন, আমি একটি ঘোষণা দিতে চাই, আপনারা স্বাস্থ্য ও রোগ সংক্রান্ত বিষয়ে কোনো বিভ্রান্তিতে থাকবেন না। বাংলাদেশের ৬৯টি মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের অধীনে আছে। সেগুলো ২৪ ঘণ্টা খোলা এবং রোগীদের সব ধরনের রোগের চিকিৎসা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, আপনার কোনো সমস্যা হলে বা যদি মনে করেন শরীরে কোনো রোগ বাগড়া দিয়েছে তাহলে নিকটবর্তী হাসপাতালে চলে যাবেন। আপনাদের সবার চিকিৎসা নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন, ভাইরাসের আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিতকরণে দেশের ৬৯টি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল সরকারের সঙ্গে থেকে জনগণকে সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ১১২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩০ জনে। এ ছাড়া একই সময়ে আরো এক জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রচারিত বিশেষ স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানানো হয়। এতে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ১১২ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩৩০। এ ছাড়া নতুন এক জনের মৃত্যু নিয়ে মোট ২১ জন মারা গেলেন।
No comments:
Post a Comment