প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। যা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত জারি থাকবে। দেশটিতে সব ধরনের বাস, রেল ও বিমান চলাচল বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে আটকে পড়েছেন প্রায় আড়াই হাজার বাংলাদেশি।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে প্রায় ২ হাজার ৫০০ জন বাংলাদেশি আটকে আছেন। যারা লকডাউন শুরু হওয়ার আগে বিভিন্ন কারণে সেখানে গিয়েছিলেন। এর মধ্যে এক হাজারের বেশি শিক্ষার্থী।
এতে আরো বলা হয়, ভারতে আটকে পড়া এসব প্রবাসীর আর্থিক বা অন্য কোনো সমস্যার সমাধানে হাইকমিশনসহ অন্যান্য বাংলাদেশি মিশনগুলো সর্বদা সচেষ্ট আছে এবং সজাগ দৃষ্টি রাখছে। পাশাপাশি এসব বাংলাদেশি প্রবাসীর সঙ্গে সার্বক্ষণিক টেলিফোন, হটলাইনসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রাখছে।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট এ পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতসহ বিশ্বের অন্য যেসব দেশে বাংলাদেশি প্রবাসীরা আটকে আছেন তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
লকডাউন জারি থাকা সময়ের মধ্যে প্রবাসী ভারতীয়সহ কোনো বিদেশি নাগরিক দেশটিতে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি সেখানে অবস্থান করা বিদেশি নাগরিকদেরও দেশত্যাগে নিরুৎসাহিত করছে ভারত সরকার। দেশটিতে বর্তমানে আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ ব্যবস্থাও বন্ধ রয়েছে।
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৫৬৭ জন। এর মধ্যে মারা গেছেন ৭২ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯২ জন।
No comments:
Post a Comment