উদাহরণ:
১) 
বার্ষিক
শতকরা ৮ টাকা মুনাফায় ৬২৫০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় কর। 
ভিডিও লেকচার দেখুন:
ভিডিও লেকচার দেখুন:
সমাধান:
এখানে,
প্রারম্ভিক
মূলধন, P = ৬২৫০০ টাকা
বার্ষিক
মুনাফার হার, r = ৮% = ৮/১০০ 
সময়,
n = ৩ বছর 
চক্রবৃদ্ধি
মূলধন, C = ? 
আমরা
জানি, 
C
= P(1+r)n = ৬২৫০০×(১+৮/১০০)৩ = ৬২৫০০×(১.০৮)৩ =
৬২৫০০×১.২৫৯৭১২ = ৭৮৭৩২ টাকা 
সুতরাং
চক্রবৃদ্ধি মূলধন ৭৮৭৩২ টাকা। 
উদাহরণ:
২) 
বার্ষিক
১০.৫০% মুনাফায় ৫০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। 
সমাধান:
প্রথমে
চক্রবৃদ্ধি মুলধন নির্ণয় করতে হবে। 
এখানে,
প্রারম্ভিক
মূলধন, P = ৫০০০ টাকা
বার্ষিক
মুনাফার হার, r = ১০.৫০% = ১০.৫০/১০০ 
সময়,
n = ২ বছর 
চক্রবৃদ্ধি
মূলধন, C = ? 
আমরা
জানি, 
C
= P(1+r)n = ৫০০০×(১+১০.৫০/১০০)২ = ৫০০০×(১.১০৫)২
= ৫০০০×১.২২১০২৫ = ৬১০৫.১৩ টাকা (প্রায়) 
সুতরাং
চক্রবৃদ্ধি মুনাফা = C – P = ৬১০৫.১৩ – ৫০০০ = ১১০৫.১৩ টাকা (প্রায়) 
উদাহরণ:
৩) 
একটি
ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্বৃত্ত ২০০০০০ টাকা ব্যাংকে
ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফাভিত্তিক স্থায়ী আমানত রাখলেন। মুনাফার হার বার্ষিক ১২
টাকা হলে, ছয় মাস পর ঐ সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে? এক বছর পর চক্রবৃদ্ধি
মূলধন কত হবে? 
সমাধান:
এখানে,
মূলধন,
P = ২০০০০০ টাকা
বার্ষিক
মুনাফার হার, r = ১২% = ১২/১০০ 
সময়,
n = ৬ মাস বা ১/২ বছর 
সুতরাং
মুনাফা = Prn = ২০০০০০×১২/১০০×১/২ = ১২০০০ টাকা 
প্রথম
৬ মাস পর চক্রবৃদ্ধি মূলধন = ২০০০০০+১২০০০ = ২১২০০০ টাকা 
এখন
পরবর্তী ৬ মাসের মুনাফা = ২১২০০০×১২/১০০×১/২ = ১২৭২০ টাকা 
সুতরাং
১ বছর পর চক্রবৃদ্ধি মূলধন হয় ২১২০০০+১২৭২০ = ২২৪৭২০ টাকা। 
উদাহরণ:
৪) 
কোনো
শহরের বর্তমান জনসংখ্যা ৮০ লক্ষ। ঐ শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ হলে,
৩ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে? 
সমাধান:
এখানে,
শহরটির
বর্তমান জনসংখ্যা, P = ৮০০০০০০
জনসংখ্যা
বৃদ্ধির হার, r = ৩০/১০০০ = ৩/১০০ 
সময়,
n = ৩ বছর 
জনসংখ্যা
বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। 
সুতরাং,
C
= P(1+r)n = ৮০০০০০০×(১+৩/১০০)৩ = ৮০০০০০০×(১.০৩)৩
= ৮০০০০০০×১.০৯২৭২৭ = ৮৭৪১৮১৬ 
সুতরাং
৩ বছর পর শহরটির জনসংখ্যা হবে ৮৭৪১৮১৬ 
উদাহরণ:
৫) 
মনোয়ারা
বেগম তার পারিবারিক প্রয়োজনে ৬% হারে X টাকা এবং ৪% হারে Y টাকা ঋণ নিল। সে মোট ৫৬০০০
টাকা ঋণ নিল এবং বছর শেষে ২৮৪০ টাকা মুনাফা শোধ করল। 
ক)
সম্পূর্ণ ঋণের উপর ৫% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত? 
খ)
X এবং Y এর মান নির্ণয় কর। 
গ)
সম্পূর্ণ ঋণের উপর ৫% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে ২ বছর পর মনোয়ারা বেগমকে কত টাকা
মুনাফা পরিশোধ করতে হবে? 
সমাধান:
ক)
এখানে,
মোট
ঋণের পরিমাণ, P = ৫৬০০০ টাকা
বার্ষিক
মুনাফার হার, r = ৫% = ৫/১০০ = ১/২০
সময়,
n = ১ বছর
সুতরাং
নির্ণেয় বার্ষিক মুনাফা I = Pnr = ৫৬০০০×১×১/২০ = ২৮০০ টাকা 
খ)
৬%
হারে X টাকার বার্ষিক মুনাফা = (X×১×৬/১০০) = ৬X/১০০
আবার
৪%
হারে Y টাকার বার্ষিক মুনাফা = (Y×১×৪/১০০) = ৪Y/১০০
তথ্য
অনুসারে, 
X
+ Y = ৫৬০০০ ....... (১) 
৬X/১০০
+ ৪Y/১০০ = ২৮৪০
(৬X+৪Y)/১০০
= ২৮৪০
৬X
+ ৪Y = ২৮৪০০০
৩X
+ ২Y = ১৪২০০০ ....... (২) 
(১)
নং সমীকরণকে ৩ দ্বারা গুণ করে গুণফল থেকে (২) নং সমীকরণ বিয়োগ করি, 
৩X
+ ৩Y - ৩X - ২Y  = ১৬৮০০০ – ১৪২০০০
Y
= ২৬০০০
Y
এর মান (১) নং সমীকরণে বসিয়ে পাই, 
X
= ৩০০০০
সুতরাং,
X = ৩০০০০ এবং Y = ২৬০০০
গ)
এখানে,
মোট
ঋণের পরিমাণ, P = ৫৬০০০ টাকা
বার্ষিক
মুনাফার হার, r = ৫% = ৫/১০০ = ১/২০
সময়,
n = ২ বছর
সুতরাং
২ বছর পর মনোয়ারার চক্রবৃদ্ধিমূল = P(1+r)n = ৫৬০০০×(১+১/২০)২
= ৫৬০০০×(১.০৫)২ = ৫৬০০০×১.১০২৫ = ৬১৭৪০
মনোয়ারা
মুনাফা পরিশোধ করবেন ৬১৭৪০-৫৬০০০ = ৫৭৪০ টাকা 

No comments:
Post a Comment