Monday, April 1, 2019

অষ্টম শ্রেণী: গণিত: দ্বিতীয় অধ্যায়: মুনাফা: লেকচার-০৪ (অনুশীলনীর সমাধান: ৮-১৩)



অনুশীলনী: ২.১


৮) ৬৫০০ টাকা যে হার মুনাফায় ৪ বছরে মুনাফা-আসলে ৮৮৪০ টাকা হয়, ঐ একই হার মুনাফায় কত টাকা ৪ বছরে মুনাফা-আসলে ১০২০০ টাকা হবে?

সমাধান:
এখানে ১ম ক্ষেত্রে,
আসল P = ৬৫০০ টাকা
মুনাফা-আসল A = ৮৮৪০ টাকা
সুতরাং মুনাফা I = A-P = ৮৮৪০-৬৫০০ = ২৩৪০ টাকা
মুনাফার হার r = ?
সময় = ৪ বছর

আমরা জানি,
I = Prn
r = I/Pn = ২৩৪০/(৬৫০০×৪)= ০.০৯ = ০.০৯×১০০(১/১০০) = ৯% [যেহেতু (১/১০০) = %]

২য় ক্ষেত্রে,
আসল P = ?
মুনাফা-আসল A = ১০২০০ টাকা
মুনাফার হার r = ৯% = ৯/১০০
সময় = ৪ বছর

আমরা জানি,
A = P(১+rn)
P = A/(১+rn) = ১০২০০/{১+(৯×৪)/১০০} = ১০২০০/(১+৩৬/১০০) = ১০২০০/(১৩৬/১০০) = (১০২০০×১০০)/১৩৬ = ৭৫০০

উত্তর: ৭৫০০ টাকা।

ভিডিও লেকচার দেখুন: 

৯) রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে ৪ বছর পর ৪৭৬০ টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার ৮.৫০ টাকা হলে, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন?

সমাধান:
এখানে,
আসল P = ?
মুনাফা I = ৪৭৬০ টাকা
মুনাফার হার r = ৮.৫০ = ১৭/২ = ১৭/২০০ %
সময় n = ৪ বছর।

আমরা জানি,
I = Pnr
P = I/nr = ৪৭৬০/(১৭×৪)/২০০ = (৪৭৬০×২০০)/৬৮ = ১৪০০০

উত্তর: ১৪০০০ টাকা।

১০) শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ৬ বছরে মুনাফা-মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা ৪ বছরে মুনাফা-মূলধনে ২০৫০ টাকা হবে?

সমাধান:
১ম ক্ষেত্রে,
আসল P1 = P
মুনাফা আসল A1 = 2P
মুনাফা I1 = A1 – P1 = 2P-P = P
মুনাফার হার r1 = r
সময় n1 = ৬

আমরা জানি,
I1=P1r1n1
P = ৬Pr
r = ১/৬

২য় ক্ষেত্রে,
আসল P2 = ?
মুনাফা আসল A2 = ২০৫০
মুনাফার হার r2 = r = ১/৬
সময় n2 = ৪

আমরা জানি,
A2 = P2(১+rn)
২০৫০ = P2(১+৪/৬)
২০৫০ = P2(১০/৬)
P2 = ১২৩০

উত্তর: ১২৩০ টাকা।

১১) বার্ষিক শতকরা ৬ টাকা মুনাফায় ৫০০ টাকার ৪ বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা ৫ টাকা মুনাফায় কত টাকার ২ বছর ৬ মাসের মুনাফা তত হবে?

সমাধান:
এখানে ১ম ক্ষেত্রে,
আসল P = ৫০০
মুনাফা I = ?
মুনাফার হার r = ৬% = ৬/১০০
সময় n = ৪ বছর।

আমরা জানি,
I = Pnr = ৫০০×৪×৬/১০০ = ১২০

২য় ক্ষেত্রে,
আসল P = ?
মুনাফা I = ১২০ টাকা
মুনাফার হার r = ৫% = ৫/১০০
সময় n = ২(১/২) বছর = ৫/২ বছর

আমরা জানি,
I = Pnr
P = I/nr = ১২০/(৫/২)(৫/১০০) = ১২০×৮ = ৯৬০ টাকা।

উত্তর: ৯৬০ টাকা।

১২) বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হওয়ায় তিশা মারমার আয় ৪ বছরে ১২৮ টাকা বেড়ে গেল। তাঁর মূলধন কত ছিল?

সমাধান:
এখানে,  
আসল P = ?
মুনাফা I = ১২৮ টাকা
মুনাফার হার r =১০% - ৮% = ২% = ২/১০০
সময় n = ৪ বছর।

আমরা জানি,
I = Pnr
P = I/nr = ১২৮/(৪)(২/১০০) = (১২৮×১০০)/৮ = ১৬০০ টাকা

উত্তর: ১৬০০ টাকা।

১৩) কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ১৮৩০ টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় কর।

সমাধান:
১ম ক্ষেত্রে,
আসল P = ?
মুনাফা-আসল A = ১৫৭৮ টাকা
মুনাফার হার r = r
সময় n = ৩ বছর

আমরা জানি,
A = P(১+rn)
১৫৭৮ = P (১+৩r)
P = ১৫৭৮/(১+৩r)

২য় ক্ষেত্রে,
আসল P = ?
মুনাফা-আসল A = ১৮৩০ টাকা
মুনাফার হার r = r
সময় n = ৫ বছর

আমরা জানি,
A = P(১+rn)
১৮৩০ = P (১+৫r)
P = ১৮৩০/(১+৫r)

প্রশ্নানুয়ায়ী,
১৫৭৮/(১+৩r) = ১৮৩০/(১+৫r)
১৫৭৮(১+৫r) = ১৮৩০(১+৩r)
১৫৭৮ + ৭৮৯০ r = ১৮৩০ + ৫৪৯০ r
২৪০০ r = ২৫২
r = ২৫২/২৪০০ = ০.১০৫ = ১০.৫/১০০ = ১০.৫%

সুতরাং, আসল P = ১৫৭৮/{১+৩(১০.৫/১০০)} = ১৫৭৮/{১+৩(১০৫/১০০০)} = ১৫৭৮০০০/১৩১৫ = ১২০০ টাকা।

উত্তর: আসল ১২০০ টাকা এবং মুনাফার হার ১০.৫%

No comments:

Post a Comment