রফিকউদ্দিন আহমদ 
প্রশ্ন: ভাষা আন্দোলনে
প্রথম শহিদ হন কে? 
উত্তর: রফিকউদ্দিন আহমদ।
প্রশ্ন: রফিকউদ্দিন আহমদ
কবে, কোথায় জন্মগ্রহণ করেন? 
উত্তর: ৩০ অক্টোবর ১৯২৬;
পারিল, সিঙ্গাইর, মানিকগঞ্জ। 
প্রশ্ন: রফিকউদ্দিন আহমদ
কবে শহিদ হন? 
উত্তর: ২১ ফেব্রুয়ারি
১৯৫২। 
প্রশ্ন: রফিকউদ্দিন আহমদ
পেশায় কি ছিলেন? 
উত্তর: কমার্শিয়াল প্রেস
পরিচালক। 
প্রশ্ন: রফিকউদ্দিন আহমদকে
কবে একুশে পদকে (মরণোত্তর) ভূষিত করা হয়? 
উত্তর: ২০০০ সালে। 
আবদুল জব্বার 
প্রশ্ন: আবদুল জব্বার
কবে, কোথায় জন্মগ্রহণ করেন? 
উত্তর: ১৯১৯ সালে (২৬
আশ্বিন ১৩২৬ বঙ্গাব্দ); পাচুয়া, ময়মনসিংহ। 
প্রশ্ন: ভাষা আন্দোলনের
দ্বিতীয় শহিদ কে? 
উত্তর: আবদুল জব্বার।
প্রশ্ন: আবদুল জব্বার
চাকরিসূত্রে দীর্ঘদিন কোন দেশে ছিলেন? 
উত্তর: মিয়ানমার। 
প্রশ্ন: তাকে কবে একুশে
পদকে (মরণোত্তর) ভূষিত করা হয়? 
উত্তর: ২০০০ সালে। 
প্রশ্ন: আবদুল জব্বারকে
কোথায় কবর দেয়া হয়? 
উত্তর: আজিমপুর গোরস্তানে।
প্রশ্ন: আবদুল জব্বার
কবে শহিদ হন? 
উত্তর: ২১ ফেব্রুয়ারি
১৯৫২। 
আবুল বরকত (ডাকনাম আবাই)
প্রশ্ন: আবুল বরকত কবে,
কোথায় জন্মগ্রহণ করেন? 
উত্তর: ১৩ জুন ১৯২৭; পশ্চিমবঙ্গের
মুর্শিদাবাদ জেলার বাবলা গ্রামে। 
প্রশ্ন: আবুল বরকত ঢাকা
বিশ্ববিদ্যালয়ের কোন্ বিভাগের ছাত্র ছিলেন? 
উত্তর: রাষ্ট্রবিজ্ঞান;
এমএ। 
প্রশ্ন: আবুল বরকতকে কবে
একুশে পদক (মরণোত্তর) দেয়া হয়? 
উত্তর: ২০০০ সালে। 
প্রশ্ন: আবুল বরকত – এর
সমাধিস্থল কোথায়? 
উত্তর: আজিমপুর পুরাতন
গোরস্থান। 
প্রশ্ন: তিনি কবে শহিদ
হন? 
উত্তর: ২১ ফেব্রুয়ারি
১৯৫২। 
আবদুস সালাম 
প্রশ্ন: আবদুস সালাম কবে,
কোথায় জন্মগ্রহণ করেন? 
উত্তর: ২৭ নভেম্বর ১৯২৫;
লক্ষণপুর, ফেনী। 
প্রশ্ন: আবদুস সালামকে
কবে একুশে পদক (মরণোত্তর) পুরস্কারে ভূষিত করা হয়? 
উত্তর: ২০০০ সালে। 
প্রশ্ন: আবদুস সালাম কবে
মারা যান? 
উত্তর: ৭ এপ্রিল ১৯৫২।
প্রশ্ন: আবদুস সালাম পেশায়
কি ছিলেন? 
উত্তর: সরকারের শিল্প
অধিদপ্তরের পিয়ন। 
শফিউর রহমান
প্রশ্ন: শফিউর রহমান কবে,
কোথায় জন্মগ্রহণ করেন? 
উত্তর: ২৪ জানুয়ারি ১৯১৮;
কোন্নগর, চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। 
প্রশ্ন: শফিউর রহমান পেশায়
কি ছিলেন? 
উত্তর: ঢাকা হাইকোর্টের
হিসাবরক্ষণ শাখার কেরানি। 
প্রশ্ন: শফিউর রহমান কবে
শহিদ হন? 
উত্তর: ২২ ফেব্রুয়ারি
১৯৫২। 
প্রশ্ন: তাকে কোথায় কবর
দেয়া হয়? 
উত্তর: আজিমপুর গোরস্তানে।
প্রশ্ন: তাকে কবে একুশে
পদকে (মরণোত্তর) ভূষিত করা হয়? 
উত্তর: ২০০০ সালে। 
আবদুল আউয়াল 
প্রশ্ন: আবদুল আউয়াল-এর
পিতার নাম কি? 
উত্তর: পিতা মোহাম্মদ
হাশিম। 
প্রশ্ন: তিনি কিভাবে শহিদ
হন? 
উত্তর: ২২ ফেব্রুয়ারি
১৯৫২ বিক্ষোভ মিছিল হাইকোর্টের সামনে পৌঁছলে পুলিশ বাহিনীর ট্রাকের চাপায় তার মৃত্যু
হয়? 
অহিউল্লাহ 
প্রশ্ন: বালক অহিউল্লাহ
কত বছর বয়সে রাষ্ট্রভাষা বাংলার জন্য শহিদ হন? 
উত্তর: মাত্র ৮/৯ বছর
বয়সে (পিতা হাবিবুর রহমান)। 
প্রশ্ন: বালক অহিউল্লাহ
শহিদ হওয়ার সময় কোন্ শ্রেণির ছাত্র ছিলেন? 
উত্তর: তৃতীয় শ্রেণি।
প্রশ্ন: তিনি কবে, কোথায়
শহিদ হন? 
উত্তর: ২২ ফেব্রুয়ারি
১৯৫২ ঢাকার নবাবপুরের খোসমহল রেস্টুরেন্টের সামনে। 
প্রশ্ন: তার শাহাদাতের
খবর কোন্ পত্রিকায় কবে ছাপা হয়? 
উত্তর: দৈনিক আজাদ পত্রিকায়,
২৩ ফেব্রুয়ারি ১৯৫২।