Sunday, November 25, 2018

ভাষা আন্দোলন


প্রশ্ন: তমদ্দুন মজলিস কি? এটি কবে গঠিত হয়?
উত্তর: একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান; ১ সেপ্টেম্বর ১৯৪৭।

প্রশ্ন: বাংলা ভাষা-আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন্ সংগঠন?
উত্তর: তমুদ্দিন মজলিস।

প্রশ্ন: ‘তমুদ্দিন মজলিস’ নামক সাংস্কৃতিক সংগঠন কার নেতৃত্বে গঠিত হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাসেম।

প্রশ্ন: তমুদ্দিন মজলিস কবে কার সভাপতিত্বে ঢাকা কলেজে ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা-না উর্দু?’ শীর্ষক সেমিনার আয়োজন করে?
উত্তর: ১৫ সেপ্টেম্বর ১৯৪৭; ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে।

প্রশ্ন: ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম কি?
উত্তর: পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা-না উর্দু?

প্রশ্ন: ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা-না উর্দু?’ পুস্তিকার লেখক কত জন?
উত্তর: ৩ জন। (অধ্যাপক আবুল কাসেম, ড. কাজী মোতাহার হোসেন ও আবুল মনসুর আহমদ)।

প্রশ্ন: ‘তমদ্দুন মজলিস’ ভাষা আন্দোলন বিষয়ক যে পুস্তিকা প্রকাশ করে তার নাম কি?
উত্তর: ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা-না উর্দু?’ (প্রকাশকাল ১৫ সেপ্টেম্বর ১৯৪৭)

প্রশ্ন: প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়, এর আহ্বায়ক কে ছিলেন?
উত্তর: অক্টোবর ১৯৪৭; নূরুল হক ভুঁইয়া।

প্রশ্ন: উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয়?
উত্তর: ডিসেম্বর ১৯৪৭; করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে।

প্রশ্ন: পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলার দাবি জানান কে?
উত্তর: কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত (২৩ ফেব্রুয়ারি ১৯৪৮)।

প্রশ্ন: পাকিস্তান গণপরিষদের কোন্ অধিবেশনে উর্দু ও ইংরেজির সাথে বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়?
উত্তর: প্রথম অধিবেশনে; ফ্রেব্রুয়ারি ১৯৪৮।

প্রশ্ন: ‘State Language of Pakistan is going to be Urdu & no other Language.’ (উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা-অন্য কোনো ভাষা নয়)- কে, কবে, কোথায় এ ঘোষণা দেন?
উত্তর: মুহাম্মদ আলী জিন্নাহ, ২১ মার্চ ১৯৪৮ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।

প্রশ্ন: ‘Urdu & only Urdu shall be the state Language of Pakistan.’ (উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা)- কে, কবে, কোথায় এ ঘোষণা দেন?
উত্তর: মুহাম্মদ আলী জিন্নাহ, ২৪ মার্চ ১৯৪৮ সালে কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে।

প্রশ্ন: ভাষা আন্দোলনের মুখপত্র ছিল কোন্ পত্রিকা?
উত্তর: সাপ্তাহিক সৈনিক।

প্রশ্ন: তমদ্দুন মজলিসের উদ্যোগে কবে প্রথম সাপ্তাহিক সৈনিক প্রকাশিত হয়?
উত্তর: ১৪ নভেম্বর ১৯৪৮।

প্রশ্ন: ১৯৪৮ সালে করাচিতে অনুষ্ঠিত নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলনে কি প্রস্তাব করা হয়?
উত্তর: আরবি হরফে বাংলার প্রচলন করা।

প্রশ্ন: পূর্ব বাংলা সরকার বাংলা ভাষা সংস্কারের নামে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করে কবে?
উত্তর: ৯ মার্চ ১৯৪৯ (সভাপতি মাওলানা আকরম খাঁ)। [সূত্র: বাংলাদেশ ও প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস, নবম ও দশম শ্রেণি]

প্রশ্ন: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ‘বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ গঠিত হয় কবে?
উত্তর: ১১ মার্চ ১৯৫০। [সূত্র: শিশু বিশ্বকোষ, ৪র্থ খণ্ড]

প্রশ্ন: পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কবে ঘোষণা করেন ‘উর্দুই পাকিস্তানের জাতীয় ভাষা হবে’?
উত্তর: ১৯৫০ সালে।

প্রশ্ন: পাকিস্তানের প্রধানমন্ত্রী নাজিম উদ্দীন কবে, কোথায় ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ ঘোষণা দেন?
উত্তর: ২৬ জানুয়ারি ১৯৫২; ঢাকায়। [সূত্র: www.albd.org]

প্রশ্ন: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয় কবে?
উত্তর: ৩০ জানুয়ারি ১৯৫২। [সূত্র: www.albd.org]

প্রশ্ন: নুরুল আমীন সরকার কবে ছাত্র আন্দোলনের ভয়ে ১৪৪ ধারা জারি করে মিছিল ও জনসমাবেশ নিষিদ্ধ করে?
উত্তর: ২০ ফেব্রুয়ারি ১৯৫২।

প্রশ্ন: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি বার ছিল?
উত্তর: বৃহস্পতিবার।

প্রশ্ন: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সনের কত তারিখ ছিল?
উত্তর: ৮ ফাল্গুন ১৩৫৮।

প্রশ্ন: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা মেডিকেল কলেজের আমতলায় কার সভাপতিত্বে ছাত্র যুবক সমাবেশ করে?
উত্তর: ভাষা সৈনিক আ ন ম গাজীউল হক।

প্রশ্ন: তৎকালীন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মাতৃভাষা কি ছিল?
উত্তর: বাংলা (৫৬%)।

প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলায় বক্তৃতা দেন কে?
উত্তর: অধ্যাপক আবুল কাসেম।

প্রশ্ন: গণপরিষদে প্রথম বাংলায় বক্তৃতা দেন কে?
উত্তর: মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ (১২ আগস্ট ১৯৫৫)।

প্রশ্ন: ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়?
উত্তর: বাংলা একাডেমি।

প্রশ্ন: ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে?
উত্তর: আবুল বরকত (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)।


বাংলা ভাষার সাংবিধানিক স্বীকৃতি

প্রশ্ন: পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি বা মর্যাদা দেয়া হয় কবে?
উত্তর: ৭ মে ১৯৫৪। [ সূত্র: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, প্রথম খণ্ড (পৃষ্ঠা ৩৯৫)]

প্রশ্ন: বাংলা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পায় কবে?
উত্তর: ২৯ ফেব্রুয়ারি ১৯৫৬।

প্রশ্ন: সংবিধানের কোন্ অনুচ্ছেদে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
উত্তর: ২১৪(১) অনুচ্ছেদ।

প্রশ্ন: ২১৪(১) অনুচ্ছেদে রাষ্ট্রভাষা সম্পর্কে কি বলা হয়েছিল?
উত্তর: The State Language of Pakistan shall be Urdu & Bengali [পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং বাংলা]।

প্রশ্ন: পাকিস্তানের দ্বিতীয় সংবিধানে জাতীয় ভাষা হিসেবে ‘বাংলা’ স্বীকৃতি পায় কবে?
উত্তর: ১ মার্চ ১৯৬২।

প্রশ্ন: পাকিস্তানের দ্বিতীয় সংবিধানের কোন্ অনুচ্ছেদে ‘বাংলা’ কে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
উত্তর: ২১৫(১) অনুচ্ছেদ।

প্রশ্ন: সংবিধানের ২১৫(১) অনুচ্ছেদে রাষ্ট্রভাষা সম্পর্কে কি বলা হয়েছিল?
উত্তর: পাকিস্তানের জাতীয় ভাষা হবে উর্দু ও বাংলা।


ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য

প্রশ্ন: একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ – এর রচয়িতা কে?
উত্তর: মাহবুব-উল-আলম।

প্রশ্ন: একুশের প্রথম উপন্যাস ‘আরেক ফাল্গুন’ – এর রচয়িতা কে?
উত্তর: জহির রায়হান।

প্রশ্ন: একুশের প্রথম নাটক ‘কবর’ – এর রচয়িতা কে?
উত্তর: মুনীর চৌধুরী (রচনাকাল ১৭ জানুয়ারি ১৯৫৩)।

প্রশ্ন: ভাষা আন্দোলনের প্রথম গান ‘শোনেন হুজুর, বাঘের জাত এই বাঙালেরা’-এর রচয়িতা কে?
উত্তর: অধ্যাপক আনিসুল হক চৌধুরী।

প্রশ্ন: ১৯৫৩ সালে শহিদ দিবসের প্রথম প্রভাতফেরিতে কোন্ গানটি গাওয়া হয়?
উত্তর: মৃত্যুকে যারা তুচ্ছ করিল / ভাষা বাঁচাবার তরে (রচয়িতা মোশাররফ হোসেন)।

প্রশ্ন: একুশের প্রথম গান ‘ভুলব না, ভুলব না একুশে ফেব্রুয়ারি ভুলবনা’ – এর রচয়িতা কে?
উত্তর: ভাষা সৈনিক আ ন ম গাজীউল হক।

প্রশ্ন: ১৯৫২ সালের ২৪ ফেব্রুয়ারি শহিদ মিনার ধ্বংসের প্রতিবাদে রচিত প্রথম কবিতা ‘স্মৃতিস্তম্ভ’ – এর রচয়িতা কে?
উত্তর: কবি আলাউদ্দিন আল আজাদ (‘স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু আমরা এখনো .. ‘)।

প্রশ্ন: ‘কবর’ নাটকটি প্রথম মঞ্চস্থ হয় কবে?
উত্তর: ২১ ফেব্রুয়ারি ১৯৫৩ (ঢাকা কেন্দ্রীয় কারাগারে)।

প্রশ্ন: ‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা / খোকা তুই কবে আসবি’ – অপেক্ষমাণ মায়ের আকুতিপূর্ণ এই পঙক্তির রচয়িতা কে?
উত্তর: ’৫২ এর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ।

প্রশ্ন: একুশের ওপর সর্বপ্রথম কবিতা রচনা করেন কে?
উত্তর: মাহবুব-উল-আলম চৌধুরী।

No comments:

Post a Comment