Tuesday, November 20, 2018

পাকিস্তান আমল (১৯৪৭-১৯৭১)


পাকিস্তান

প্রশ্ন: কে প্রথম ‘পাকিস্তান’ শব্দটি তৈরি করেন?
উত্তর: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী।

প্রশ্ন: স্বাধীন সার্বভৌম পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কবে?
উত্তর: ১৪ আগস্ট ১৯৪৭।

প্রশ্ন: কোন্ ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?
উত্তর: দ্বি-জাতিতত্ত্বের (স্বতন্ত্র সত্ত্বা ও আত্মনিয়ন্ত্রণাধীনের)।

প্রশ্ন: পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় কবে?
উত্তর: ১৪ অক্টোবর ১৯৫৫।

প্রশ্ন: সাংবিধানিকভাবে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় কবে?
উত্তর: ২৯ জানুয়ারি ১৯৫৬ (যা ২৩ মার্চ ১৯৫৬ সংবিধান কার্যকরের মাধ্যমে চূড়ান্ত রূপ লাভ করে)।

প্রশ্ন: পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয় কবে?
উত্তর: ৭ অক্টোবর ১৯৫৮।

প্রশ্ন: পাকিস্তানে দ্বিতীয়বার সামরিক শাসন জারি হয় কবে?
উত্তর: ২৫ মার্চ ১৯৬৯।

প্রশ্ন: মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন কে?
উত্তর: কবি আল্লামা ইকবাল।

প্রশ্ন: পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তর: ইস্কান্দার আলী মির্জা।

প্রশ্ন: পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: লিয়াকত আলী খান।


বাংলাদেশ আওয়ামী লীগ

প্রশ্ন: পূর্ব পাকিস্তানের প্রথম বিরোধী দল ছিল কোনটি?
উত্তর: পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলীম লীগ।

প্রশ্ন: পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২৩ জুন ১৯৪৯।

প্রশ্ন: পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের বর্তমান নাম কি?
উত্তর: বাংলাদেশ আওয়ামী লীগ।

প্রশ্ন: আওয়ামী মুসলিম লীগ কোথায় গঠিত হয়?
উত্তর: ঢাকার কে এম দাস লেনের রোজগার্ডেনে এক কর্মী সম্মেলনে।

প্রশ্ন: কবে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয়?
উত্তর: ২১-২৩ অক্টোবর ১৯৫৫; দলের তৃতীয় কাউন্সিলে।


ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)

প্রশ্ন: ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কবে কোথায় গঠিত হয়?
উত্তর: ২৪-২৫ জুলাই ১৯৫৭; ঢাকা রূপমহল সিনেমা হলে কর্মী সম্মেলনে।

প্রশ্ন: ন্যাপের সভাপতি কে?
উত্তর: মওলানা আবদুল হামিদ খান ভাসানী (সাধারণ সম্পাদক মাহমুদুল হক ওসমানী)।

প্রশ্ন: কাগমারি সম্মেলন কি?
উত্তর: ৬-১০ ফেব্রুয়ারি ১৯৫৭ টাঙ্গাইলের কাগমারিতে আওয়ামী লীগের কাউন্সিল ও সাংস্কৃতিক সম্মেলন হলো কাগমারি সম্মেলন।


পূর্ব বাংলার প্রাদেশিক শাসন

প্রশ্ন: পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে হন?
উত্তর: খাজা নাজিম উদ্দীন।

প্রশ্ন: ‍যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কবে, কার নেতৃত্বে গঠিত হয়?
উত্তর: ৩ এপ্রিল ১৯৫৪; শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে।

প্রশ্ন: যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষণা করা হয় কবে?
উত্তর: ২৯ মে ১৯৫৪।

প্রশ্ন: যুক্তফ্রন্ট ক্ষমতাসীন থাকাকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর কে ছিলেন?
উত্তর: চৌধুরী খালিকুজ্জামান।


পাকিস্তানের প্রথম সংবিধান

প্রশ্ন: দ্বিতীয় গণপরিষদ কবে, কে গঠন করেন?
উত্তর: ১৯৫৫ সালে, গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ।

প্রশ্ন: দ্বিতীয় গণপরিষদ গঠিত হয় কতজন সদস্য নিয়ে?
উত্তর: ৮০ জন (৪০ জন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইনসভার এবং ৪০ জন পশ্চিম পাকিস্তানের বিভিন্ন প্রদেশের আইনসভার)।

প্রশ্ন: দ্বিতীয় গনপরিষদের আসন সংখ্যা কত?
উত্তর: ৮০ (মুসলিম লীগ-২৬, যুক্তফ্রন্ট-১৬, আওয়ামী লীগ-১৩, কংগ্রেস-৪, তফসিলি সম্প্রদায় ফেডারেশন ৩, ইউনাইটেড প্রোগ্রেসিভ পার্টি-২, অন্যান্য-১৬)।

প্রশ্ন: দ্বিতীয় গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে?
উত্তর: ৭ জুলাই ১৯৫৫।

প্রশ্ন: প্রথম সংবিধান বিল দ্বিতীয় গণপরিষদে উত্থাপন করা হয় কবে?
উত্তর: ৮ জানুয়ারি ১৯৫৬।

প্রশ্ন: প্রথম সংবিধান বিল দ্বিতীয় গণপরিষদে গৃহীত হয় কবে?
উত্তর: ২৯ ফেব্রুয়ারি ১৯৫৬।

প্রশ্ন: প্রথম সংবিধান বিল কার্যকর হয় কবে?
উত্তর: ২৩ মার্চ ১৯৫৬ (গভর্নর জেনারেল বিলে সম্মতি দেন ২ মার্চ ১৯৫৬)।

প্রশ্ন: কে, কবে সামরিক আইন জারি করে প্রথম সংবিধান বাতিল করে?
উত্তর: প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা; ৭ অক্টোবর ১৯৫৮।


পাকিস্তানের দ্বিতীয় সংবিধান

প্রশ্ন: সংবিধান প্রণয়নের লক্ষ্যে ‘মৌলিক গণতন্ত্র’ অধ্যাদেশ কে কবে জারি করেন?
উত্তর: প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান; ২৭ অক্টোবর ১৯৫৯।

প্রশ্ন: দ্বিতীয় সংবিধান প্রণয়নের লক্ষ্যে কে, কবে সংবিধান কমিশন গঠন করেন?
উত্তর: প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান; ১৭ ফেব্রুয়ারি ১৯৬০।

প্রশ্ন: সংবিধান কমিশনের প্রধান কে ছিলেন?
উত্তর: বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিন (১৯ সদস্য বিশিষ্ট)।

প্রশ্ন: শাহাবুদ্দিন কমিশন কবে রিপোর্ট প্রদান করে?
উত্তর: ৬ মে ১৯৬১।

প্রশ্ন: শাহাবুদ্দিন কমিশনের রিপোর্ট পর্যালোচনার লক্ষ্যে কবে খসড়া কমিটি গঠন করা হয়?
উত্তর: ৩১ অক্টোবর ১৯৬১।

প্রশ্ন: দ্বিতীয় সংবিধান কবে অনুমোদন করা হয়?
উত্তর: ১ মার্চ ১৯৬২।

প্রশ্ন: দ্বিতীয় সংবিধান অনুযায়ী পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার নাম কি ছিল?
উত্তর: জাতীয় পরিষদ।

প্রশ্ন: জাতীয় পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর: ৩১০ জন (৩০০ জন নির্বাচিত, ১০টি ছিল সংরক্ষিত নারী আসন)।

প্রশ্ন: জাতীয় পরিষদের আসন বিন্যাস ছিল কিরূপ?
উত্তর: পূর্ব পাকিস্তানের জন্য ১৫৫ এবং পশ্চিম পাকিস্তানেরা জন্য ১৫৫।


পাকিস্তান গণপরিষদ

প্রশ্ন: পাকিস্তানের সংবিধান প্রণয়নের লক্ষ্যে পাকিস্তান গণপরিষদ গঠিত হয় কবে?
উত্তর: ১৯৪৭ সালে (ইন্ডিয়ান ইন্ডিপেডেন্স অ্যাক্ট ১৯৪৭ অনুযায়ী)।

প্রশ্ন: কে, কবে পাকিস্তান গণপরিষদের সভাপতি হন?
উত্তর: মুহাম্মদ আলী জিন্নাহ; ১ আগস্ট ১৯৪৭ [সূত্র: বাংলাপিডিয়া]।

প্রশ্ন: পাকিস্তানে প্রথম গণপরিষদের সদস্য ছিল কতজন?
উত্তর: ৬৯ জন।

প্রশ্ন: কে, কবে জরুরি অবস্থা জারি করে গণপরিষদ বাতিল ঘোষণা করে?
উত্তর: প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ; ১৯৫৪ সালের অক্টোবরে।

প্রশ্ন: পাকিস্তানের প্রথম রাজধানী কোথায় ছিল?
উত্তর: করাচি।

প্রশ্ন: পূর্ব বাংলায় কত সাল থেকে কেন্দ্রীয় শাসন জারি করে?
উত্তর: ১৯৫৪ সাল।

প্রশ্ন: পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
উত্তর: ১৯৫০ সালে।

প্রশ্ন: পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে?
উত্তর: ঢাকায়।

প্রশ্ন: কে, কবে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করে?
উত্তর: ইস্কান্দার মির্জা, ৭ অক্টোবর ১৯৫৮। [সূত্র: www.albd.org]

No comments:

Post a Comment