Monday, November 26, 2018

ভাষা আন্দোলনভিত্তিক ভাস্কর্য ও স্থাপত্য


প্রশ্ন: দেশের বাইরে প্রথম শহিদ মিনার নির্মিত হয় কোথায়?
উত্তর: টোকিও, জাপান (উদ্বোধন ১৬ এপ্রিল ২০০৬)।

প্রশ্ন: দেশের বাইরে দ্বিতীয় শহিদ মিনার নির্মিত হয় কোথায়?
উত্তর: কানাডা।

প্রশ্ন: মধ্যপ্রাচ্যের কোন্ দেশে প্রথম শহিদ মিনার নির্মিত হয়?
উত্তর: ওমান। (এটি দেশের বাইরে নির্মিত তৃতীয় শহিদ মিনার)

প্রশ্ন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘অমর একুশে/ভাষা অমরতা’ – এর স্থপতি কে?
উত্তর: জাহানারা পারভীন।

প্রশ্ন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘স্মৃতির মিনার’ – এর স্থপতি কে?
উত্তর: হামিদুজ্জামান খান।


প্রথম শহিদ মিনার

প্রশ্ন: ’৫২-এর ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে প্রথম শহিদ মিনার নির্মাণ করা হয় কবে?
উত্তর: ২৩ ফেব্রুয়ারি ১৯৫২ (নকশাকার ডা. বদরুল আলম)।

প্রশ্ন: প্রথম তৈরি ‘শহিদ মিনার’ কে উন্মোচন করেন?
উত্তর: মাহবুবুর রহমান (শহিদ শফিউর রহমানের পিতা)।

প্রশ্ন: প্রথম শহিদ মিনার পুলিশ ভেঙে দেয় কবে?
উত্তর: ২৪ ফেব্রুয়ারি ১৯৫২। [সূত্র: বাংলাদেশ ও প্রাচীন বিশ্বসভ্যতার ইতিহাস, পৃষ্ঠা ১০৮]


কেন্দ্রীয় শহিদ মিনার

প্রশ্ন: কেন্দ্রীয় শহিদ মিনারের অবস্থান কোথায়?
উত্তর: ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে।

প্রশ্ন: কেন্দ্রীয় শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কবে?
উত্তর: ২১ ফেব্রুয়ারি ১৯৫৬।

প্রশ্ন: উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ২১ ফেব্রুয়ারি ১৯৬৩।

প্রশ্ন: কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্বোধক কে?
উত্তর: হাসিনা বেগম (শহিদ বরকতের মা)।

প্রশ্ন: কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?
উত্তর: হামিদুর রহমান।


অমর একুশে

প্রশ্ন: অমর একুশে ভাস্কর্যটির অবস্থান কোথায়?
উত্তর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

প্রশ্ন: ‘অমর একুশে’র ভাস্কর কে?
উত্তর: শিল্পী জাহানারা পারভীন।


সর্বোচ্চ শহিদ মিনার

প্রশ্ন: দেশের সর্বোচ্চ শহিদ মিনারের অবস্থান কোথায়?
উত্তর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।

প্রশ্ন: এ শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কবে?
উত্তর: ৬ নভেম্বর ২০০৪।

প্রশ্ন: এ শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে?
উত্তর: উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান।

প্রশ্ন: এর উচ্চতা কত?
উত্তর: ৭১ ফুট; ব্যাস: ৫১ ফুট।

প্রশ্ন: এ শহিদ মিনারের স্থপতি কে?
উত্তর: রবিউল হুসাইন।


মোদের গরব

প্রশ্ন: ‘মোদের গরব’ – এর অবস্থান কোথায়?
উত্তর: বাংলা একাডেমি চত্বর।

প্রশ্ন: মোদের গরব-এর ভাস্কর কে?
উত্তর: অখিল পাল।

প্রশ্ন: মোদের গরব ভাস্কর্যের নির্মাণ কাজ শুরু হয় কবে?
উত্তর: ১৩ নভেম্বর ২০০৬।

প্রশ্ন: এ ভাস্কর্যের উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ১ ফেব্রুয়ারি ২০০৭।

প্রশ্ন: এ ভাস্কর্যের মডেল কারা?
উত্তর: ভাষা শহিদ সালাম, বরকত, রফিক, জব্বার ও সফিউর।


আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

প্রশ্ন: IMLI এর পূর্ণ রূপ কি?
উত্তর: International Mother Language Institute.

প্রশ্ন: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (IMLI) এর অবস্থান কোথায়?
উত্তর: সেগুনবাগিচা, ঢাকা।

প্রশ্ন: IMLI-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে?
উত্তর: ১৫ মার্চ ২০০১।

প্রশ্ন: IMLI-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে?
উত্তর: তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশ্ন: IMLI – এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে?
উত্তর: জাতিসংঘের মহাসচিব কফি আনান।

প্রশ্ন: এ প্রতিষ্ঠানটির উদ্দেশ্য কি?
উত্তর: বিশ্বের ভাষাকে টিকিয়ে রাখা, পাণ্ডুলিপি সংরক্ষণ ও ভাষার উন্নয়ন।

প্রশ্ন: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ২১ ফেব্রুয়ারি ২০১০।

প্রশ্ন: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিল ২০১০ কবে জাতীয় সংসদে পাস হয়?
উত্তর: ৫ অক্টোবর ২০১০।

No comments:

Post a Comment