Thursday, March 19, 2020

মৃত ৯ হাজার, আক্রান্ত ২ লাখ ১৯ হাজার, ছড়িয়েছে ১৭৩ দেশে


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দিনকে দিন ভারী হচ্ছে। মুহূর্তের ব্যবধানে মানুষগুলো হয়ে যাচ্ছে স্রেফ সংখ্যা। সবশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯ হাজারে। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ২৩৭ জন। ছড়িয়ে পড়েছে ১৭৩টি দেশে।

আশার কথা হলো, এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৭৪২ জন। বর্তমানে আক্রান্ত আছেন ১ লাখ ২৪ হাজার ৫২৮ জন। আক্রান্তদের মধ্যে খুব খারাপ অবস্থায় আছেন ৬ হাজার ৮১৫ জন, যাদের সুস্থ হওয়ার ব্যাপারে চিকিৎসকরা খুব বেশি আশাবাদী নন।


যথারীতি সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা চীনে, ৮০ হাজার ৯২৮ জন। এরপরই ইতালি, ৩৫ হাজার ৭১৩ জন। ইরানে ১৭ হাজার ৩৬১ জন। স্পেনে ১৪ হাজার ৭৬৯ জন। জার্মানিতে ১২ হাজার ৩২৭ জন।

মৃতের সংখ্যার দিক থেকে তালিকাটা প্রায় একই। তবে জার্মানিতে আক্রান্তের তুলনায় মৃত্যুর সংখ্যা খুবই কম। ১২ হাজার ৩২৭ জনের আক্রান্ত হওয়ার বিপরীতে মারা গেছে ২৮ জন। এছাড়া চীনে মৃত্যু ৩ হাজার ২৪৫ জনের। ইতালিতে ২ হাজার ৯৭৮ জন। ইরানে ১ হাজার ১৩৫ জন। স্পেনে ৬৩৮ জন।

খুব সংকটাপন্ন অবস্থায় থাকা রোগীদের সংখ্যা বেশি চীন ও ইতালিতে। তাই এই দুই দেশে মৃতের সংখ্যা আরো অনেক বাড়বে বলে মনে করছেন চিকিৎসকরা। চীনে এমন রোগী আছে ২ হাজার ২৭৪ জন এবং ইতালিতে আছে ২ হাজার ২৫৭ জন। এসব আক্রান্তদের ফিরে আসার ব্যাপারে চিকিৎসকরা আশাবাদী নন।

No comments:

Post a Comment