Thursday, March 19, 2020

করোনারোধে গো-আরক: এক ছিপি খেয়েই হাসপাতালে


শরীরে করোনাভাইরাসের জীবাণু থাকলে তা কেটে যাবে এমন বিশ্বাস নিয়ে ‘গোমূত্র’ পান করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলার বাসিন্দা শিবু গরাই। কিন্তু হলো হিতে বিপরীত, প্রচণ্ড বুক ব্যথা নিয়ে ভর্তি হলেন জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে।

হাসপাতালের বিছানায় কাতরাতে কাতরাতে বললেন, ‘খুব ভুল হয়েছে। করোনা ঠেকাতে আমার মতো আর যেন কেউ গোমূত্র পান না করে।’ খবর আনন্দবাজারের।

বাড়ির সামনেই শিবুর কাপড়ের দোকান। স্ত্রী ও দুই সন্তান নিয়ে ছিমছাম সংসার। দিনকয়েক আগে বন্ধুদের সঙ্গে মায়াপুরে বেড়াতে গিয়েছিলেন। ফেরার সময় দেখেন বিক্রি হচ্ছে করোনা তাড়ানোর ওষুধ। শিশির গায়ে লেখা ‘গো-আরক’। বিক্রেতা জানিয়েছিলেন, এটা নিয়মিত খেলে রক্তদোষ কাটবে, মুক্তি মিলবে করোনাসহ সব ধরনের ব্যাধি থেকে। বিশ্বাস করে এক শিশি গো-আরক কিনেছিলেন ১৮০ টাকায়। প্রথম দিন এক ছিপি খেয়েই শিবু এখন হাসপাতালে।

চিকিৎসকরা জানিয়েছেন, শিবুর অবস্থা এখন অনেকখানি স্থিতিশীল।

No comments:

Post a Comment