Thursday, March 19, 2020

সেই উহানে স্বস্তি, নেই নতুন রোগী


গত বছরের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের রাজধানী যে উহানে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়, সেখানে কাটলো একটি স্বস্তির দিন। কারণ করোনার উৎপত্তিস্থলে গত ২৪ ঘণ্টায় কোনো আক্রান্তের ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, তবে রাজধানী বেইজিংয়ে বিগত ২৪ ঘণ্টায় ২৩ জনকে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

বেইজিং কর্তৃপক্ষ দাবি করছে, নতুন যারা আক্রান্ত হয়েছেন তারা ব্রিটেন ও স্পেন ভ্রমণ করে এসেছেন। এ নিয়ে আতঙ্কও প্রকাশ করেছেন দেশটির গবেষকরা।

অন্যদিকে, চীনের গুয়াংজো প্রদেশে নতুন করে আরো ৯ জন আক্রান্তের তথ্য জানিয়েছে চীনা স্বাস্থ্য বিভাগ। তাছাড়া সাংহাইতেও নতুন করে দুইজনকে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে শনাক্ত হওয়ার পর থেকে চীনে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৯২৮ জন। মারা গেছে ৩ হাজার ২৪৫ জন। আক্রান্ত ও মৃতের অধিকাংশই উহাদের বাসিন্দা।

No comments:

Post a Comment