Monday, May 20, 2019

অষ্টম শ্রেণী: গণিত: চতুর্থ অধ্যায়: বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ: অনুশীলনী:৪.১: লেকচার-০১



অনুশীলনী ৪.১ এর জন্য প্রয়োজনীয় সূত্রাবলি:

1) (a+b)2 = a2 + 2ab + b2
2) (a-b)2 = a2 - 2ab + b2
3) a2+b2 = (a+b)2 – 2ab
4) a2+b2 = (a-b)2 + 2ab
5) (a+b)2 = (a-b)2 + 4ab
6) (a-b)2 = (a+b)2 - 4ab
7) a2-b2 = (a+b)(a-b)
8) (x+a)(x+b) = x2 + (a+b)x + ab
8) 2(a2+b2) = (a+b)2 + (a-b)2
9) 4ab = (a+b)2 - (a-b)2
Or, ab = {(a+b)/2}2 - {(a+b)/2}2
10) (a+b+c)2 = a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca

ভিডিও লেকচার দেখুন:


উদাহরণ-১: 3x+5y এর বর্গ নির্ণয় কর।
সমাধান: (3x+5y)2= (3x)2+2×3x×5y+(5y)2 = 9x2+30xy+25y2

উদাহরণ-২: বর্গের সূত্র প্রয়োগ করে 25-এর বর্গ নির্ণয় কর।
সমাধান: (25)2 = (20+5)2 = (20)2+2×20×5+(5)2 = 400+200+25 = 625

উদাহরণ-৩: 4x-7y এর বর্গ নির্ণয় কর।
সমাধান: (4x-7y)2 = (4x)2-2.4x.7y+(7y)2 = 16x2-56xy+49y2

উদাহরণ-৪: a+b=8 এবং ab=15 হলে a2+b2 এর মান নির্ণয় কর।
সমাধান: a2+b2 = (a+b)2-2ab = (8)2-2.15 = 64-30 = 34

উদাহরণ-৫: a-b=7 এবং ab=60 হলে, a2+b2 এর মান নির্ণয় কর।
সমাধান: a2+b2 = (a-b)2+2ab = (7)2+2.60 = 49+120 = 169

উদাহরণ-৬: x-y=3 এবং xy=10 হলে, (x+y)2 এর মান নির্য়ণয় কর।
সমাধান: (x+y)2 = (x-y)2+4xy = (3)2+4.10 = 9+40 = 49

উদাহরণ-৭: a+b=7 এবং ab=10 হলে, (a-b)2 এর মান নির্য়ণয় কর।
সমাধান: (a-b)2 = (a+b)2-4ab = (7)2-4.10 = 49-40 = 9

উদাহরণ: ৮ x-1/x=5 হলে, (x+1/x)2 এর মান নির্ণয় কর।
সমাধান: (x+1/x)2 = (x-1/x)2+4.x.1/x = (5)2+4 = 29

কাজ:
১) 2a+5b এর বর্গ নির্ণয় কর।
সমাধান: (2a+5b)2 = (2a)2+2.2a.5b+(5b)2 = 4a2+20ab+25b2

২) 4x-7 এর বর্গ নির্ণয় কর।
সমাধান: (4x-7)2 = (4x)2-2.4x.7+(7)2 = 16x2-56x+49

৩) a+b=7 এবং ab=9 হলে, a2+b2 এর মান নির্য়ণয় কর।
সমাধান: a2+b2 = (a+b)2-2ab = (7)2-2.9 = 49-18 = 31

৪) x-y=5 এবং xy=6 হলে, (x+y)2 এর মান নির্য়ণয় কর।
সমাধান: (x+y)2 = (x-y)2+4xy = (5)2-4.6 = 25-24 = 1

1 comment: