সাধারণ জ্ঞান মডেল টেস্ট-৪
১) বঙ্গভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা কে চালু করেন?
ক) মি বার্ড খ) সম্রাট আকবর গ) লর্ড ক্যানিং ঘ) সম্রাট শাহজান
২) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার
দেওয়ানী লাভ করে?
ক) ১৬৯০ সালে খ) ১৭৬৫ সালে গ) ১৯৭৩ সালে ঘ) ১৮২৯ সালে
৩) হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
ক) রাঙ্গামাটি খ) খাগড়াছড়ি গ) বান্দরবান ঘ) সন্দ্বীপ
৪) বাংলাদেশের কোন্ জেলার সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত
রয়েছে?
ক) কক্সবাজার খ) বান্দরবান গ) খাগড়াছড়ি ঘ) রাঙ্গামাটি
৫) বাংলাদেশের জেলাভিত্তিক সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ কোনটি?
ক) ময়মনসিংহ খ) বরিশাল গ) রাজশাহী ঘ) খুলনা
৬) দহগ্রাম ছিটমহল কোন্ জেলায় অবস্থিত?
ক) লালমনিরহাট খ) রংপুর গ) কুষ্টিয়া ঘ) কুড়িগ্রাম
৭) ‘বগা লেক’ কোথায় অবস্থিত?
ক) সুনামগঞ্জ খ) বান্দরবান গ) রাঙ্গামাটি ঘ) কিশোরগঞ্জ
৮) বাংলাদেশের বৃষ্টিপাত কতভাগ বর্ষাকালে হয়?
ক) ৮০ ভাগ খ) ৪০ ভাগ গ) ৫০ ভাগ ঘ) ৭০ ভাগ
৯) গ্রিনিচ মান অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
ক) ৬ ঘণ্টা খ) ৫.৩০ ঘণ্টা গ) ৬.৩০ ঘণ্টা ঘ) ৫ ঘণ্টা
১০) যে সেক্টরে বাংলাদেশের সর্বাধিক জনশক্তি নিয়োজিত-
ক) পোষাক শিল্প খ) মৎস্য গ) কৃষি ঘ) পরিবহন
১১) PLO কত সালে প্রতিষ্ঠিত হয?
ক) ১৯৬৪ সালে খ) ১৯৬৫ সালে গ) ১৯৬৬ সালে ঘ) ১৯৬৭ সালে
১২) জাতিসংঘ দিবস পালিত হয় –
ক) ২৪ ডিসেম্বর খ) ২৪ আগস্ট গ) ২৪ অক্টোবর ঘ) ২৪ নভেম্বর
১৩) ১২ মাসে ১ বছর, ৩০ দিনে ১ মাস এই গণনানীতি কাদের দ্বারা
সূচিত?
ক) গ্রিক খ) মিশরীয় গ) খ্রিস্টান ঘ) ফারসি
১৪) আলেকজান্ডারের শিক্ষক ছিলেন-
ক) সক্রেটিস খ) প্লেটো গ) এরিস্টটল ঘ) হেরাক্লিটাস
১৫) ‘জুলু’ উপজাতি বাস করে-
ক) লাতিন আমেরিকায় খ) দক্ষিণ আফ্রিকা গ) ভারতে ঘ) ফ্রান্সে
১৬) লন্ডনে বিবিসি’র প্রধান কার্যালয়ের নাম-
ক) ব্রডকাস্টিং হাউজ খ) হোয়াইট হল গ) ভিক্টোরিয়া প্যালেস ঘ)
বাকিংহাম প্যালেস
১৭) কোন্ প্রণালি আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?
ক) জিব্রাল্টার প্রণালি খ) বেরিং প্রণালি গ) মালাস্কা প্রণালি
ঘ) ফরমোজা প্রণালি
১৮) কোন্ দেশটি সমুদ্রবন্দরবিহীন দেশ?
ক) প্যারাগুয়ে খ) মিশর গ) বেলজিয়াম ঘ) উরুগুয়ে
১৯) গোবি মরুভূমি কোথায় অবস্থিত?
ক) নাইজেরিয়া খ) ব্রাজিল গ) মঙ্গোলিয়া ও চীন ঘ) সৌদি আরব
২০) কোনটি চির শান্তির শহর নামে পরিচিত?
ক) রোম খ) ভেনিস গ) এথেন্স ঘ) অসলো
উত্তর: ১. গ, ২. খ, ৩. খ, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯.
ক, ১০. গ, ১১. ক, ১২. গ, ১৩. খ, ১৪. গ, ১৫. খ, ১৬. ক, ১৭. ক, ১৮. ক, ১৯. গ, ২০. ক
No comments:
Post a Comment