Saturday, January 19, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: সাধারণ জ্ঞান মডেল টেস্ট-১


সাধারণ জ্ঞান মডেল টেস্ট-১ 


১) ‘Ninety East Ridge’ বাংলাদেশে কোন্ অংশের সাথে সম্পর্কিত?
ক) মধুপুর-বরেন্দ্র অঞ্চল খ) জয়ন্তিয়া পাহাড় গ) বঙ্গোপসাগর ঘ) তিন বিঘা করিডোর

২) গ্রিন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন্ ধরনের ক্ষতি হতে পারে?
ক) নিম্নভূমি নিমজ্জিত হবে খ) ক্রমশ উত্তাপ বেড়ে যাবে গ) বৃষ্টিপাত কমে যাবে ঘ) বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে

৩) পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
ক) ৩টি খ) ৫টি গ) ৭টি ঘ) ৯টি

৪) চলন বিল কোথায় অবস্থিত?
ক) রাজশাহী খ) রাজশাহী ও নওগাঁ গ) পাবনা ও নাটোর ঘ) নাটোর ও নওগাঁ

৫) বাংলাদেশে দিবালোকে সংরক্ষণ সময়সূচি প্রবর্তিত হয়েছে-
ক) ১৭ জুন ২০০৯ খ) ১৯ জুন ২০০৯ গ) ২০ জুন ২০০৯ ঘ) ৩০ জুন ২০০৯

৬) বাংলাদেশের ‘কৃষিদিবস’-
ক) পহেলা কার্তিক খ) পহেলা অগ্রহায়ণ গ) পহেলা পৌষ ঘ) পহেলা আষাঢ়

৭) বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়-
ক) সিলেটের মালনিছড়ায় খ) সিলেটের তামাবিলে গ) খাগড়াছড়িতে ঘ) সিলেটের জাফনায়

৮) আধুনিক অলিম্পিকের জনক কে ছিলেন?
ক) বেডেন পাওয়েল খ) ব্যরন পিয়ারে দ্য কুবর্তা গ) পেরেজ দ্য কুয়েলার ঘ) জুয়ান এন্টানিও সামারাঞ্চ

৯) বাংলাদেশের নিম্নের কোথায় প্রথম কয়লার খনি আবিষ্কার হয়?
ক) কোলাবিল খ) পত্নীতলা গ) কুচুমা ঘ) দীঘিপাড়া

১০) জিয়া সারকাখানায় উৎপাদিত সারের নাম-
ক) অ্যামোনিয়া খ) টি এস পি গ) ইউরিয়া ঘ) সুপার ফসফেট

১১) দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?
ক) গজারিয়া খ) গাজীপুর গ) সাভার ঘ) ভালুকা

১২) যে সংস্থা গ্রাম বাংলায় বিদ্যুতায়নের দায়িত্বে সরাসরিভাবে নিয়োজিত-
ক) ডেসা খ) আরইবি গ) পিডিবি ঘ) ওয়াপদা

১৩) খিয়াং সম্প্রদায় যেখানে বসবাস করে-
ক) সিলেট খ) দিনাজপুর গ) কুয়াকাটা ঘ) পার্বত্য চট্টগ্রাম

১৪) আয়তনের দিক থেকে পৃথিবীর ৩য় বৃহত্তম দেশ-
ক) চীন খ) যুক্তরাষ্ট্র গ) অস্ট্রেলিয়া ঘ) ব্রাজিল

১৫) এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
ক) হোয়াংহো খ) ইয়াংসিকিয়াং গ) গঙ্গা ঘ) সিন্ধু

১৬) ঐতিহাসিক বাবরি মসজিদ কোথায় অবস্থিত?
ক) দিল্লি খ) বানারস গ) অযোদ্ধা ঘ) লক্ষ্মৌ

১৭) ভুটানের জাতীয় খেলা-
ক) ফুটবল খ) ক্রিকেট গ) আর্চারি ঘ) টেনিস

১৮) অং সান সুচির রাজনৈতিক দল-
ক) ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ খ) লীগ অব ন্যাশনাল ডেমোক্রেটস্ গ) ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ঘ) ন্যাশনাল লীগ অব ডেমোক্রেটস্

১৯) কারবালা বর্তমানে কোন্ দেশে অবস্থিত?
ক) জর্ডান খ) সিরিয়া গ) সৌদি আরব ঘ) ইরাক

২০) ‘ইন্তিফাদা’ কী?
ক) প্যালেস্টাইন শান্তি বাহিনী খ) প্যালেস্টাইন – ইসরাইল চুক্তি গ) প্যালেস্টাইন জাগরণ ঘ) প্যালেস্টাইন সামরিক ঘাঁটি



উত্তর: ১. গ, ২. ক, ৩. ক, ৪. গ, ৫. খ, ৬. খ, ৭. ক, ৮. খ, ৯. গ, ১০. গ, ১১. ক, ১২. খ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. খ, ১৬. গ, ১৭. গ, ১৮. গ, ১৯. ঘ, ২০. গ

No comments:

Post a Comment