সেনাবাহিনীর সংগঠন-এ
বিভিন্ন পদে মোট ৬৬৯ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে।
১)
প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরম অনুযায়ী নিজ স্বাক্ষর পূর্বক
আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত
যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব
সনদের অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।
২)
প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক
প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রশিদ থাকতে হবে এবং নিয়োগপত্র প্রদানের পূর্বে অবশ্যই জাতীয়
পরিচয়পত্র দাখিল করতে হবে।
৩)
প্রার্থীর বয়স ৩১/১/২০১৯ তারিখে ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর
পর্যন্ত শিথিলযোগ্য।
৪)
ল্যাবরেটরি এ্যাটেনডেন্ট, হেড মেকানিক, অফিস করণিক, স্টোরম্যান, ভিউয়ার, ট্রেসার, ড্রাইভার
(ট্রাক্টর/এমটি/সিএমডি), ওয়েল্ডার, বার্তাবাহক, নিরাপত্তা প্রহরী, মেশিনিস্ট এবং পরিচ্ছন্নতা
কর্মী পদে সশস্ত্র বাহিনীর অব্যাহতি/অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে তিন সামরিক বাহিনীতে
যতদিন চাকরি করেছেন ততদিনের জন্য স্বাভাবিক অবসরের বয়স পর্যন্ত বয়সসীমা শিথিলযোগ্য।
কিন্তু অবসর গ্রহণযোগ্য বয়সে উপনীত হলে আর নিয়োগের জন্য বিবেচিত হবে না কিংবা বেসামরিক
পদে বহাল থাকবেন না।
৫)
মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র
দাখিল করতে হবে।
৬)
আবেদনের শেষ তারিখ: ৬/২/১৯
বিস্তারিত
জানতে ভিজিট করুন: www.army.mill.bd
No comments:
Post a Comment