Friday, January 18, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-১


বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-১


১) যে সকল উদ্ভিদে ক্লোরোফিল আছে তারা দেখতে-
ক) সবুজ খ) অসবুজ গ) গাঢ় সবুজ ঘ) সবধরনের

২) নগ্নবীজী উদ্ভিদে বীজ-
ক) আবৃত থাকে খ) অনাবৃত থাকে গ) থাকে না ঘ) থাকে

৩) পরিবহন টিস্যু নেই কোনটির?
ক) শৈবাল খ) গুল্ম গ) বিরুৎ ঘ) ফার্ন

৪) বৈজ্ঞানিক নাম হাতে লিখলে কিভাবে লিখতে হয়?
ক) চিকন অক্ষরে বাঁকা লিখতে হবে খ) বাম দিকে বাঁকা লিখতে হবে গ) গ্রিক অক্ষরে লিখতে হবে ঘ) নামের নিচে দাগ দিতে হবে

৫) জীবদেহে বংশ বিস্তার করে কোনটি?
ক) ভাইরাস খ) ব্যাকটেরিয়া গ) ছত্রাক ঘ) কেঁচো

৬) ব্যাকটেরিয়া হলো-
ক) এককোষী খ) বহুকোষী গ) অকোষী ঘ) এক প্রকার ভাইরাস

৭) নগ্নবীজী উদ্ভিদের ফল না হওয়ার কারণ কী?
ক) ফুলে গর্ভপত্র থাকে না খ) ফুলে গর্ভাশয় থাকে না গ) ফুলে ডিম্বক থাকে না ঘ) সবগুলোই

৮) T2 ফায হলো এক প্রকার-
ক) ছত্রাক খ) ব্যাকটেরিয়া গ) ভাইরাস ঘ) খর্বকায় মানুষ

৯) পাথুরে জায়গায় প্রাণের সূত্রপাত হয়-
ক) মস দ্বারা খ) ফার্ন দ্বারা গ) শৈবাল দ্বারা ঘ) ছত্রাক দ্বারা

১০) কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়?
ক) টাইফয়েড খ) যক্ষা গ) বসন্ত ঘ) কুষ্ঠ

১১) বৃহস্পতি গ্রহে প্রেরিত নভোযানের নাম-
ক) ভাইকিং খ) স্টিভিং গ) গ্যালিলিও ঘ) ম্যাকাও

১২) সত্যেন বোস কোন্ দেশের বিজ্ঞানী?
ক) বাংলাদেশ খ) পাকিস্তান গ) মিশর ঘ)সুইজারল্যান্ড

১৩) কত সালে আইনস্টাইন নোবেল পুরস্কার পান?
ক) ১৯২১ সালে খ) ১৯২২ সালে গ) ১৮২১ সালে ঘ) ১৯২০ সালে

১৪) এরিস্টটল কোন্ দেশের নাগরিক ছিলেন?
ক) ভারত খ) ইতালি গ) গ্রিক ঘ) মিশর

১৫) OMR এর পূর্বরূপ হল-
ক) Optical mark reader খ) Optical memory reader গ) Optical maximum reader ঘ) Optical mind reader

১৬) HTML –
ক) high text markup language খ) hyper trust markup language গ) hyper text markup language ঘ) hyper text markup line

১৭) সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
ক) হাইড্রোজেন খ) হিলিয়াম গ) নাইট্রোজেন ঘ) আর্গন

১৮) PH এর মান দ্বারা পানিতে কী পরিমাপ করা হয়?
ক) ম্যাগনেসিয়াম খ) হাইড্রোজেন গ) ক্যালসিয়াম ঘ) কোনটাই না

১৯) ড্রাইসেল ব্যাটারির তড়িচ্চালক বল কত?
ক) 1.5 Volt খ) 1.1 Volt গ) 2 Volt ঘ) 5 Volt

২০) ক্যাথোডকে কী বলে?
ক) ঋণাত্মক তড়িৎদ্বার খ) ধনাত্মক তড়িৎদ্বার গ) অ্যামিটার ঘ) নিরপেক্ষ তড়িৎদ্বার


  
উত্তর: ১. ক, ২. খ, ৩. ক, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ক, ১০. ঘ, ১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. গ, ১৫. ক, ১৬. গ, ১৭. ক, ১৮. খ, ১৯. ক, ২০. ক

No comments:

Post a Comment