লর্ড কর্নওয়ালিস ও চিরস্থায়ী
বন্দোবস্ত
প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্তের
আগে কর্নওয়ালিস রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোন্ নীতি গ্রহণ করেন?
উত্তর: দশসনা বন্দোবস্ত।
প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্তে
জমির মালিক কে হয়?
উত্তর: জমিদারগণ।
প্রশ্ন: কোন্ আইনবলে নির্দিষ্ট
দিনে রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে বহু পুরাতন জমিদার তাদের জমিদারি হারায়?
উত্তর: সূর্যাস্ত আইন।
প্রশ্ন: কে কখন নামসর্বস্ব
নবাবী শাসনের সম্পূর্ণরূপে অবসান ঘটান?
উত্তর: কর্নওয়ালিস, ১৭৯০
সালে।
প্রশ্ন: কর্নওয়ালিস কোড
কখন চালু করা হয়?
উত্তর: ১মে ১৭৯৩।
প্রশ্ন: কোন্ গভর্নর জেনারেল
সর্বপ্রথম একচেটিয়াভাবে ইউরোপীয় কর্তৃক পরিচালিত শাসনব্যবস্থার প্রবর্তন করেন?
উত্তর: কর্নওয়ালিস।
প্রশ্ন: জেলা কালেক্টরের
হাত থেকে বিচার ক্ষমতা প্রত্যাহার করে কার হাতে ন্যস্ত করা হয়?
উত্তর: জেলা জজ।
প্রশ্ন: ফৌজদারি ও দেওয়ানি
দুই বিভাগের সর্বোচ্চ আদালতের নাম কি?
উত্তর: সদর নিজামত আদালত
ও সদর দেওয়ানি আদালত।
প্রশ্ন: কোন্ সন্ধির মাধ্যমে
তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের (১৭৯০-৯২) সমাপ্তি ঘটে?
উত্তর: শ্রীরঙ্গপত্তমের
সন্ধি (মার্চ ১৭৯২)।
প্রশ্ন: তৃতীয় ইঙ্গ-মহীশূর
যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন কে?
উত্তর: কর্নওয়ালিস।
প্রশ্ন: কর্নওয়ালিস কখন
পূর্ণাঙ্গ শাসনতন্ত্র ঘোষণা করেন?
উত্তর: ১৭৯৩ সালের মে
মাসে।
প্রশ্ন: কর্নওয়ালিস দ্বিতীয়
মেয়াদে কতদিন ক্ষমতায় ছিলেন?
উত্তর: তিন মাস (৩০ জুলাই
১৮০৫- ৫ অক্টোবর ১৮০৫)।
প্রশ্ন: ফোর্ট উইলিয়াম
কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৮০০ সালে।
লর্ড ওয়েলেসলি
প্রশ্ন: সাম্রাজ্য বিস্তারের
জন্য ওয়েলেসলি কর্তৃক গৃহীত নীতির নাম কি?
উত্তর: অধীনতামূলক মিত্রতা
নীতি।
প্রশ্ন: ‘ইংরেজদের লৌহ-শৃঙ্গল
থেকে আপনাকে মুক্ত করার জন্য আমি উদগ্রীব’ – এ কথা কে, কাকে লিখেছিলেন?
উত্তর: মিশরে অভিযান চালানোর
সময় নেপোলিয়ন (কায়রো থেকে) টিপু সুলতানকে লিখেছিলেন।
প্রশ্ন: ভারতে ওয়েলেসলির
রাজত্বকালের সমসাময়িক ইউরোপে এক প্রচণ্ড প্রতাপশালী শাসক ছিলেন-তার নাম কি?
উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট।
প্রশ্ন: ক্ষমতা গ্রহণের
পুর্বেকার অভিজ্ঞতা সম্বন্ধে ওয়েলেসলির সাথে কোন্ বড় লাটের তুলনা করা হয়?
উত্তর: লর্ড কার্জন।
প্রশ্ন: মহীশূরের রাজধানীর
নাম কি ছিল?
উত্তর: শ্রীরঙ্গপত্তম।
প্রশ্ন: কোন্ যুদ্ধে পরাজয়ের
মাধ্যমে টিপু সুলতান নিহত হন এবং মহীশূরের স্বাধীনতা বিলুপ্ত হয়?
উত্তর: চতুর্থ ইঙ্গ-মহীশূর
যুদ্ধ (১৭৯৯)।
প্রশ্ন: টিপু সুলতান পরবারবর্গের
সমাধি কোথায়?
উত্তর: কলকাতার টালিগঞ্জ
ও কালিঘাটের কাছে।
প্রশ্ন: টিপু সুলতানকে
কোথায় সমাহিত করা হয়?
উত্তর: মহীশূরের লালবাগে
পিতা হায়দার আলীর সমাধির পাশে।
প্রশ্ন: গভর্নর জেনারেল
ওয়েলেসলির ভ্রাতা আর্থার ওয়েলেসলি কোন্ যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করেন?
উত্তর: ওয়াটার লু যুদ্ধে
(১৮১৫)।
প্রশ্ন: ১৮০২ সালে পেশোয়া
দ্বিতীয় বাজীরাও ও ইংরেজদের মধ্যে যে মিত্রতা চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম কি?
উত্তর: ব্যাসিন চুক্তি।
লর্ড বেন্টিঙ্ক ও সতীদাহ
প্রথা রহিত
প্রশ্ন: নেপোলিয়নের বিরুদ্ধে
সংঘটিত যুদ্ধে বেন্টিঙ্ক কার অধীনে যুদ্ধ করেন?
উত্তর: ব্রিটিশ সেনাপতি
ডিউক অব ওয়েলিংটন।
প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া
কোম্পানির প্রশাসক হিসেবে বেন্টিঙ্ক কোন্ কোন্ পদে নিযুক্ত ছিলেন?
উত্তর: মাদ্রাজের গভর্নর
(১৮০৩-১৮০৭) এবং গভর্নর জেনারেল (১৮২৮ – ১৮৩৫)।
প্রশ্ন: এলাহাবাদে রাজস্ব
বোর্ড স্থাপন করেন কে?
উত্তর: উইলিয়াম বেন্টিঙ্ক।
প্রশ্ন: বেন্টিঙ্ক সামরিক
কর্মচারীদের কোন্ বিশেষ ভাতা বন্ধ করেন?
উত্তর: যুদ্ধ যথন চলত
না অর্থাৎ শান্তির সময়েও সামরিক কর্মচারীরা যে অতিরিক্ত ভাতা পেত।
প্রশ্ন: বেন্টিঙ্ক উত্তর-পশ্চিম
প্রদেশে রাজস্ব বৃদ্ধির জন্য কি ব্যবস্থা চালু করেন?
উত্তর: ৩০ বছরের মহালওয়ারী
বন্দোবস্ত।
প্রশ্ন: বেন্টিঙ্ক কোম্পানির
কর্মচারীদের দক্ষতা ও কার্যকলাপ সম্পর্কে জানার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেন?
উত্তর: সংশ্লিষ্ট উর্ধ্বতন
কর্তৃপক্ষের নিকট থেকে গোপনে রিপোর্ট গ্রহণের ব্যবস্থা। বর্তমানে এটা ACR (Annual
Comfidential Report) নামে পরিচিত।
প্রশ্ন: ১৮১৩ সালের চার্টার
আইনে ভারতীয়দের শিক্ষার জন্য কত টাকা বরাদ্দ দেয়া হয়েছিল?
উত্তর: এক লক্ষ টাকা
(বার্ষিক)।
প্রশ্ন: সতীদাহ প্রথা
কি?
উত্তর: স্বামীর মৃত্যু
হলে হিন্দু বিধবা স্ত্রী স্বামীর চিতায় আত্মাহুতি দিত অর্থাৎ সহমরণে যেত। এ নিষ্ঠুর
ব্যবস্থাই সতীদাহ প্রথা নামে পরিচিত।
প্রশ্ন: কোন্ আইনের ফলে
কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়?
উত্তর: ১৮৩৩ সালের চার্টার
অ্যাক্ট।
প্রশ্ন: কোম্পানির ভারতীয়
সাম্রাজ্যের সার্বভৌম ক্ষমতা ইংল্যান্ডের রাজার হাতে থাকবে-এটা কোন্ আইনে প্রথম বলা
হয়?
উত্তর: ১৮৩৩ সালের চার্টার
আইনে।
প্রশ্ন: কে ঠগীদের দমন
করেন?
উত্তর: কর্নেল স্লিম্যান।
প্রশ্ন: লর্ড মেকলে কত
সালে ভারতীয়দের জন্য তার শিক্ষানীতি প্রণয়ন করেন?
উত্তর: ১৮৩৫ সালে।
প্রশ্ন: কোন্ কমিশন প্রথম
ইন্ডিয়ান পেনাল কোড রচনা করেন?
উত্তর: লর্ড মেকলের নেতৃত্বাধীন
আইন কমিশন।
প্রশ্ন: ইন্ডিয়ান পেনাল
কোড প্রণীত হয় কখন?
উত্তর: ১৮৬০ সালে।
প্রশ্ন: ইংল্যান্ডের
Rform Act বা সংশোধিত ভোটাধিকার আইন পাস হয় কত সালে?
উত্তর: ১৮৩২ সালে।
প্রশ্ন: বাংলার গভর্নর
জেনারেল পদ কথন ভারতের গভর্নর জেনারেল পদে পরিণত হয়?
উত্তর: ১৮৩৩ সালে (চার্টার
আইন অনুসারে)।
প্রশ্ন: মুম্বাই, মাদ্রাজ
ও কলিকাতা প্রেসিডেন্সির প্রধান শাসককে কি বলা হতো?
উত্তর: গভর্নর।
প্রশ্ন: কোন্ আইনে গভর্নর
জেনারেল ও তার কাউন্সিলকে ভারতীয় সাম্রাজ্যের জন্য আইন প্রণয়নের ক্ষমতা দেয়া হয়?
উত্তর: ১৮৩৩ সালের চার্টার
অ্যাক্টে।
প্রশ্ন: গভর্নর জেনারেল
বেন্টিঙ্কের কাউন্সিলের আইন বিষয়ক প্রথম সদস্য কে নিযুক্ত হন?
উত্তর: লর্ড মেকলে।
প্রশ্ন: কলকাতা পাবলিক
লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৮৩৬ সালে।
No comments:
Post a Comment