Sunday, November 11, 2018

ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত শাসন (তৃতীয় পর্ব)


লর্ড অকল্যান্ড ও লর্ড এলেনবরো

প্রশ্ন: কোন ইংরেজ গভর্র জেনারেলের সময়ে সর্বপ্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা করা হয়?
উত্তর: লর্ড এলেনবরো।

প্রশ্ন: ইংরেজদের কাছ থেকে কাশ্মীর ক্রয় করেন কে?
উত্তর: গুলাব সিংহ।

প্রশ্ন: অকল্যান্ডের সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কি?
উত্তর: প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ।

প্রশ্ন: প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধের ফলাফল কি ছিল?
উত্তর: ব্রিটিশদের চরম বিপর্যয়।

প্রশ্ন: দাসপ্রথা উচ্ছেদ ও লটারি নিষিদ্ধ করেন কোন্ গভর্নর জেনারেল?
উত্তর: লর্ড এলেনবরো।

প্রশ্ন: লর্ড অকল্যান্ডের সময়ে ভারতের কোন্ অঞ্চলে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয়?
উত্তর: উত্তর ভারতে।


লর্ড ডালহৌসি

প্রশ্ন: ভারতের শাসনভার গ্রহণের পূর্বে ডালহৌসি কোন্ পদে আসীন ছিলেন?
উত্তর: ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য।

প্রশ্ন: ইচ্ছা থাকা সত্ত্বেও ডালহৌসি দিল্লির দুর্বল মুঘল সম্রাটের উপাধি হরণ করতে পারেননি কেন?
উত্তর: কোম্পানির ডিরেক্টরদের অসম্মতি থাকায়।

প্রশ্ন: স্বত্ববিলোপ নীতি এবং ডালহৌসির সাম্রাজ্যবাদ নীতি কোন্ মহাবিদ্রোহের রসদ যুগিয়েছিল?
উত্তর: ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের।

প্রশ্ন: চার্লস উড শিক্ষা রিপোর্ট উপস্থাপন করা হয় কখন?
উত্তর: ১৮৫৪ সালে।

প্রশ্ন: নানা জনহিতকর কাজ করে ডালহৌসি PWD-কে সংগঠিত করেছিলেন- এই PWD বলতে কি বোঝায়?
উত্তর: গণপূর্ত বিভাগ বা  Public Works Department.

প্রশ্ন: বিথ্যাত গঙ্গা ক্যানাল খনন করা হয় কোন্ সময়ে?
উত্তর: ডালহৌসির সময়ে (১৮৫৪ সালে)।

প্রশ্ন: বাংলায় সর্বপ্রথম রেলপথ তৈরি হয় কোথায়?
উত্তর: কলকাতা-রানীগঞ্জ (১৮৫৪ সালে)।

প্রশ্ন: কোন্ রিপোর্টের সুপারিশ অনুসারে ১৮৫৭ সালে ভারতে তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়?
উত্তর: চার্লসউড শিক্ষা রিপোর্ট (১৮৫৪ সালে)।

প্রশ্ন: ইংরেজ শাসনে ভারতবর্ষে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে সবচেয়ে সুদীর্ঘ যে রেলপথ উত্তর-পশ্চিমে নির্মিত হয়েছিল তার নাম কি?
উত্তর: নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে।

প্রশ্ন: বড়লাট ও ছোটলাট বলা হতো কাকে?
উত্তর: ভারতের গভর্নর জেনারেলকে বলা হতো বড়লাট এবং বাংলার লেফটেন্যান্ট গভর্নরকে বলা হতো ছোটলাট।

প্রশ্ন: ডালহৌসি কখন সিকিমের একাংশ দখল করেন?
উত্তর: ১৮৫০ সালে।

প্রশ্ন: সিপাহী বিদ্রোহের কোন বীরাঙ্গনা ব্রিটিশদের হাতে বন্দি হওয়ার চেয়ে আগুনে পুড়ে আত্মাহুতি দেন?
উত্তর: লক্ষ্মীবাঈ (ঝাঁসির রানী, প্রকৃত নাম মানু)।

প্রশ্ন: লক্ষ্মীবাঈ-এর জন্ম কোথায়?
উত্তর: বারানসীতে (২১ নভেম্বর ১৮৩৫)।

প্রশ্ন: ১৮৫৮ সালে ভারতের ক্ষমতা ব্রিটিশ সরকারের অধীনে নেয়ার ঘোষণা করা হয় কোথা থেকে?
উত্তর: ঢাকার আন্টাঘর থেকে

প্রশ্ন: ঝাঁসি ও মীরাট ভারতের কোন্ প্রদেশে অবস্থিত?
উত্তর: উত্তর প্রদেশে।

প্রশ্ন: কখন ভারতীয় মুদ্রা থেকে মুঘল সম্রাটের নাম প্রত্যাহার করা হয়?
উত্তর: ১৮৩৫ সালে।


লর্ড ক্যানিং

প্রশ্ন: ভারতে কাগজি মুদ্রা চালু করেন কে?
উত্তর: লর্ড ক্যানিং।

প্রশ্ন: কোলকাতা, মুম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট স্থাপিত হয় কখন?
উত্তর: ১৮৬১ সালে।

প্রশ্ন: জমিদারদের হাত থেকে রায়তদের রক্ষার্থে ক্যানিং কোন্ আইন চালু করেন?
উত্তর: টেন্যান্সি অ্যাক্ট বা বঙ্গীয় প্রজাস্বত্ব আইন।

প্রশ্ন: কত সালে ভারতীয় পুলিশ আইন পাস হয়?
উত্তর: ১৮৬১ সালে।

প্রশ্ন: বাংলা প্রদেশে আইন পরিষদ স্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৯৬২ সালে।

প্রশ্ন: ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইন পাস করেন কে?
উত্তর: লর্ড ক্যানিং (১৮৬১ সালে)।

প্রশ্ন: এলাহাবাদ হাইকোর্ট স্থাপিত হয় কখন?
উত্তর: ১৮৬৬ সালে।

প্রশ্ন: ক্যানিং-এর সময় ভারত সচিব কে ছিলেন?
উত্তর: চার্লচ উড।

প্রশ্ন: কোন্ আইনে ভারতের প্রধান সেনাপতিকে গভর্নর কার্যনির্বাহী কাউন্সিলের সদস্য করা হয়?
উত্তর: ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল অ্যাক্ট।


ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ

প্রশ্ন: ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল?
উত্তর: ১৭৫৭ থেকে ১৮০০ সাল পর্যন্ত।

প্রশ্ন: কোন্ সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: ১৭৬৪ সালে।

প্রশ্ন: বক্সারের যুদ্ধে মীর কাসিম কাদের সাহায্য কামনা করেন?
উত্তর: ফকির সন্ন্যাসীদের।

প্রশ্ন: কোন্ সালে ফকিরগণ ইংরেজদের ওপর হামলা করে?
উত্তর: ১৭৬৩ সালে।

প্রশ্ন: ১৭৬৭ ও ১৭৬৯ সালে ইংরেজদের সাথে ফকিরদের সংঘর্ষে কে নিহত হয়?
উত্তর: সেনাপতি মার্টল ও লেফটেন্যান্ট কিথ।

প্রশ্ন: মজনু শাহের নেতৃত্বে ফকিরগণ কোন্ কোন্ স্থানে ইংরেজবিরোধী তৎপরতা শুরু করে?
উত্তর: রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঢাকা।

প্রশ্ন: ১৭৭৬ সালে কারা মহাস্থানে একটি দুর্গ নির্মাণ করে?
উত্তর: ফকিরগণ।

প্রশ্ন: ১৭৮১ সালে মজনু শাহ কোন জঙ্গলে আধিপত্য স্থাপন করেন?
উত্তর: মধুপুর জঙ্গলে।

প্রশ্ন: কার মৃত্যুর পর সুযোগ্য নেতৃত্বের অভাবে ফকির আন্দোলন স্তিমিত হয়ে পড়ে?
উত্তর: মজনু শাহের।

প্রশ্ন: কোন্ সালে মজনু শাহের মৃত্যু হয়?
উত্তর: ১৭৮৭ সালে।

প্রশ্ন: ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে সাহায্যের জন্য মজনু শাহ কোন জমিদারকে পত্র দেন?
উত্তর: নাটোরের রানী ভবানীর কাছে।

প্রশ্ন: সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী পাঠক কখন কিভাবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৭৮৭ সালে ইংরেজ বাহিনীর সাথে জলযুদ্ধে নিহত হন।

প্রশ্ন: কে সর্বপ্রথম সন্ন্যাসী বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেন?
উত্তর: উইলিয়াম হান্টার।

প্রশ্ন: প্রায় সকল বিদ্রোহী সন্ন্যাসীর মুখে যে ধ্বনিটি শোনা যেত, তা হলো-
উত্তর: বন্দে মাতরাম্ (বঙ্কিমচন্দ্র কর্তৃক উদ্ভা্বিত)।

প্রশ্ন: দেবী চৌধুরানী কে ছিলেন?
উত্তর: একজন জমিদার. যার সাথে ভবানী পাঠকের যোগাযোগ ছিল।

প্রশ্ন: বাংলায় সন্ন্যাসী বিদ্রোহের নায়ক ও নায়িকা নামে পরিচিত কারা?
উত্তর: ভবানী পাঠক ও দেবী চৌধুরানী।

প্রশ্ন: যে অত্যাচারী জমিদার রংপুর কৃষক বিদ্রোহের জন্য দায়ী তার নাম কি?
উত্তর: দেবী সিংহ।

প্রশ্ন: ‘ঢিং’ ও ‘বসনিয়া’ কি?
উত্তর: রংপুরে স্থানীয় ভাষায় বিদ্রোহীকে ‘ঢিং’ এবং গ্রামপ্রধানকে ‘বসনিয়া’ বলা হতো।

প্রশ্ন: কোন্ যুদ্ধের মাধ্যমে রংপুরের কৃষক বিদ্রোহ ছত্রভঙ্গ হয়ে পড়ে?
উত্তর: লেফটেন্যান্ট ম্যাকডোনাল্ডের নেতৃত্বে পাটগঞ্জের যুদ্ধে।

প্রশ্ন: চাকমা বিদ্রোহের প্রধান কারণ কি?
উত্তর: মুদ্রা অর্থনীতির প্রচলন।

প্রশ্ন: চাকমা বিদ্রোহের সময় তাদের রাজা কে ছিলেন?
উত্তর: জোয়ান বকশ খান।

প্রশ্ন: মাদারীয়া ফকির সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা জিন্দাশাহ মাদারের দরগা কোথায় অবস্থিত?
উত্তর: বিহারের কানপুর জেলার মাখনপুর গ্রামে।

No comments:

Post a Comment