Sunday, November 4, 2018

ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত শাসন (প্রথম পর্ব)


ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত শাসন

প্রশ্ন: লর্ড ক্লাইভ কবে ফোর্ট উইলিয়ামের গভর্নরের দায়িত্ব পালন করেন?
উত্তর: ১৭৫৭-১৭৬০ সাল পর্যন্ত।

প্রশ্ন: নাবালক নবাব নাজিম-উদ-দৌলার অভিভাবক শাসক হিসেবে ইংরেজরা কাকে ডেপুটি দিওয়ান (নায়েব দিওয়ান) নিয়োগ করে?
উত্তর: মুহাম্মদ রেজা খানকে।

প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি প্রদান করা হয়?
উত্তর: ১২ আগস্ট ১৭৬৫ (প্রদান করেন সম্রাট দ্বিতীয় শাহ আলম)।

প্রশ্ন: দ্বৈতশাসন ব্যবস্থার মারাত্মক পরিণতি কি ছিল?
উত্তর: ছিয়াত্তরের মন্বন্তর।

প্রশ্ন: দ্বৈত শাসনের প্রবর্তক কে?
উত্তর: লর্ড ক্লাইভ।

প্রশ্ন: ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বাংলা কত সনে সংঘটিত হয়?
উত্তর: ১১৭৬ বঙ্গাব্দে (১৭৭০ সাল)।

প্রশ্ন: উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।

প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলার দ্বৈতশাসন ব্যবস্থা চালু করে?
উত্তর: ১৭৬৫ সালে।

প্রশ্ন: কোম্পানি কোন্ শর্তে বাংলার দেওয়ানি ক্ষমতা লাভ করে?
উত্তর: বাংলার নবাবকে বার্ষিক ৫৩ লাখ টাকা ও দিল্লির সম্রাট শাহ আলমকে বার্ষিক ২৬ লাখ টাকা কর প্রদানের শর্তে।

প্রশ্ন: কোন চুক্তি অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বৈতশাসন ব্যবস্থা প্রণয়নের সুযোগ পায়?
উত্তর: এলাহাবাদ চুক্তি।

প্রশ্ন: ইংরেজ কর্তৃক নিযুক্ত সেতার রায় কোথাকার নায়েব দিউয়ান ছিলেন?
উত্তর: বিহারের।

প্রশ্ন: কোম্পানির প্রতিনিধি হিসেবে রেজা খানের উপাধি কি ছিল?
উত্তর: নায়েব দিউয়ান।

প্রশ্ন: নবাবের অভিভাবক হিসেবে রেজা খানের উপাধি কি ছিল?
উত্তর: নায়েব নাজিম।

প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালনা কর্তৃপক্ষকে কি বলা হতো?
উত্তর: বোর্ড অব ডিরেক্টরস।

প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিলুপ্ত হয় কবে?
উত্তর: ১৮৫৮ সালে।

প্রশ্ন: ভারতে কোম্পানির শাসন শেষ হয় কার ঘোষণায়?
উত্তর: মহারানী ভিক্টোরিয়ার ঘোষণায়।

প্রশ্ন: ক্লাইভ কিভাবে মৃত্যুবরণ করেন?
উত্তর: আত্মহত্যার মাধ্যমে, ২২ নভেম্বর ১৭৭৪।


ওয়ারেন হেস্টিংস

প্রশ্ন: ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিস্তারের প্রথম সূচনা কে করেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।

প্রশ্ন: বোর্ড অব ডিরেক্টরসের নির্দেশে হেস্টিংস দ্বৈতশাসন ব্যবস্থা বিলুপ্ত করেন কখন?
উত্তর: ১৭৭২ সালে।

প্রশ্ন: ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে কে সর্বপ্রথম প্রশাসনিক সংস্কার করেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।

প্রশ্ন: মুর্শিদাবাদ থেকে রাজকোষ ও রাজধানী কলকাতায় প্রথম কে স্থানান্তর করেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।

প্রশ্ন: দ্বিতীয় ইঙ্গ-মহীশুর যুদ্ধ কখন এবং কার মধ্যে সংঘটিত হয়?
উত্তর: ১৭৮০-৮৪ পর্যন্ত, ইংরেজ বাহিনীর সাথে মহীশুরের শাসনকর্তা হায়দার আলী এবং তার পুত্র টিপু সুলতানের মধ্যে।

প্রশ্ন: ভারত শাসন সংক্রান্ত কোন্ আইন সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়?
উত্তর: রেগুলেটিং অ্যাক্ট-১৭৭৩।

প্রশ্ন: কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তর: স্যার ইলিজা ইম্পে।

প্রশ্ন: ১৭৮৪ সালে ভারত শাসন সংক্রান্ত যে আইন ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় তার নাম কি?
উত্তর: পিট’স ইন্ডিয়া অ্যাক্ট-১৭৮৪।

প্রশ্ন: কার সময়ে এবং কখন কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়?
উত্তর: হেস্টিংসের আমলে, ১৭৮০ সালে।

প্রশ্ন: পুনরায় কখন দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন এবং ফৌজদারি আদালত কলকাতা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করা হয়?
উত্তর: ৩ মার্চ ১৭৭৫ সালে।

প্রশ্ন: রানী ভবানী কখন জমিদারিচ্যুত হন এবং পুনরায় কখন জমিদারিতে অধিষ্ঠিত হন?
উত্তর: ১৭৭৪ সালে, জমিদারিতে অধিষ্ঠিত হন ১৭৭৫ সালে।

প্রশ্ন: ইংল্যান্ডের কোন্ বিখ্যাত বাগ্মী হেস্টিংসকে ব্রিটিশ পার্লামেন্টে ‘মানবজাতির শত্রু’ বলে অভিহিত করেছিলেন?
উত্তর: এডমন্ড বার্ক।

প্রশ্ন: ১৭৮৪ সালে হেস্টিংসের উৎসাহে কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
উত্তর: স্যার উইলিয়াম জোন্স।

প্রশ্ন: ব্রিটিশ নাগরিক উইলিয়াম জোন্স ভারতবর্ষে কবে, কোন্ পদে নিযুক্ত হন?
উত্তর: ১৭৮৩ সালে; কলকাতা সুপ্রিম কোর্টের বিচারক।

প্রশ্ন: কোন্ গভর্নর জেনারেল সর্বপ্রথম গুরুত্বপূর্ণ পদ থেকে ভারতীয়দের অপসারণ করে প্রশাসনকে শ্বেতাঙ্গীকরণ করেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস (১৭৮০ সালে)।

প্রশ্ন: ‘আইন-ই-আকবরী’ গ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য প্রথম উদ্যোগ নেন কোন্ গভর্নর জেনারেল?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।

No comments:

Post a Comment