গুপ্ত শাসন
প্রথম চন্দ্রগুপ্ত
প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা
কে?
উত্তর: প্রথম চন্দ্রগুপ্ত।
প্রশ্ন: প্রথম চন্দ্রগুপ্তের পিতার নাম
কি?
উত্তর: ঘটোৎকচ।
প্রশ্ন: প্রথম চন্দ্রগুপ্ত কবে সিংহাসনে
আরোহণ করেন?
উত্তর: ৩২০ সালে।
প্রশ্ন: গুপ্ত রাজাদের মধ্যে সর্বপ্রথম
‘মহারাজাধিরাজ’ উপাধি গ্রহণ করেন কে?
উত্তর: প্রথম চন্দ্রগুপ্ত।
প্রশ্ন: গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী
রাজা কে ছিলেন?
উত্তর: প্রথম চন্দ্রগুপ্ত।
সমুদ্রগুপ্ত
প্রশ্ন: সমুদ্রগুপ্তের পিতার নাম কি?
উত্তর: প্রথম চন্দ্রগুপ্ত।
প্রশ্ন: সমুদ্রগুপ্ত কবে সিংহাসনে আরোহণ
করেন?
উত্তর: ৩২৫ সালে (ড. মজুমদারের মতে, ৩৪০
ও ৪৫০ সালের মধ্যে)।
প্রশ্ন: সমুদ্রগুপ্ত কবে মারা যান?
উত্তর: ৩৮০ সালে।
প্রশ্ন: ‘ভারতের নেপোলিয়ন’ হিসেবে অভিহিত
হন কে?
উত্তর: সমুদ্রগুপ্ত (ইতিহাসবিদ ভিনসেন্ট
স্মিথ তাকে এ উপাধিতে অভিহিত করেন)।
প্রশ্ন: ‘চন্দ্রবর্মণ’ কোন্ রাজ্যের অধিপতি
ছিলেন?
উত্তর: সুশুনিয়া (পশ্চিমবঙ্গ)।
প্রশ্ন: আর্যাবর্তের প্রায় সকল রাজ্যই গুপ্ত
সাম্রাজ্যভুক্ত করে সমুদ্রগুপ্ত কোন্ উপাধি গ্রহণ করেন?
উত্তর: ‘সর্বরাজ্যোচ্ছেত্তা’।
প্রশ্ন: সমুদ্রগুপ্ত কোন্ ধর্মাবলম্বী ছিলেন?
উ্ত্তর: ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী।
প্রশ্ন: সমুদ্র গুপ্তের আমলে বাংলার কোন্
জনপদ ছাড়া আর সকল জনপদ গুপ্ত সাম্রাজ্যের অধীন ছিল?
উত্তর: সমতট।
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
প্রশ্ন: দ্বিতীয় চন্দ্রগুপ্তের পিতার নাম
কি?
উত্তর: সমুদ্রগুপ্ত।
প্রশ্ন: রামচন্দ্র গুণাচন্দ্র কর্তৃক রচিত
নাটকের নাম কি?
উত্তর: নাট্য দর্পণ।
প্রশ্ন: দ্বিতীয় চন্দ্রগুপ্ত কো্ন্ ধর্মের
অনুরাগী ছিলেন?
উত্তর: ব্রাহ্মণ্যধর্মের।
প্রশ্ন: দ্বিতীয় চন্দ্রগুপ্ত কবে সিংহাসনে
আরোহণ করেন?
উত্তর: ৩৮০ সালে।
প্রশ্ন: দ্বিতীয় চন্দ্রগুপ্তের অস্থায়ী
রাজধানী ছিল কোনটি?
উত্তর: উজ্জ্বয়নী।
প্রশ্ন: কার রাজত্বকালে চৈনিক পরিব্রাজক
‘ফা-হিয়েন’ ভারতে আসেন?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
প্রশ্ন: ফা-হিয়েন কোন্ সময় পর্যন্ত ভারতে
অবস্থান করেন?
উত্তর: ৪০৫-৪১১ খ্রিস্টাব্দ।
প্রশ্ন: দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র কুমারগুপ্ত
কবে সিংহাসনে আরোহণ করেন?
উত্তর: ৪১৪ সালে (রাজত্ব করেন ৪৫৫ খ্রিস্টাব্দ
পর্যন্ত)।
প্রশ্ন: কুমারগুপ্তের উপাধি কি?
উত্তর: মহেন্দ্রাদিত্য।
প্রশ্ন: দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি
ছিল?
উত্তর: বিক্রমাদিত্য ও সিংহ বিক্রম।
প্রশ্ন: অজন্তার গুহাচিত্র কোন্ যুগের সৃষ্টি?
উত্তর: গুপ্ত যুগের।
প্রশ্ন: কালিদাস কোন্ যুগের সভাকবি ছিলেন?
উ্ত্তর: গুপ্ত যুগ।
প্রশ্ন: কালিদাস কার সভাকবি ছিলেন?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
প্রশ্ন: কোন্ যুগকে প্রাচীন ভারতীয় উপমহাদেশের
স্বর্ণযুগ বলা হয়?
উত্তর: গুপ্ত যুগকে।
প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয় কোন্
শক্তির হাতে?
উত্তর: হুন।
কতিপয় প্রাচীন গ্রন্থ ও প্রণেতা
বেদ – ঈম্বর
মহাভারত – বেদব্যাস
রামায়ণ (সংস্কৃত) – বাল্মীকি
চতুর্যাম – পার্শ্বনাথ
কিতাবুল রেহলা – ইবনে বতুতা
বিদ্যাসুন্দর – শ্রীধর
রিয়াজ-উস-সালাতীন – গোলাম হোসেন সলিম
রামায়ণ (বাংলা) – কৃত্তিবাস
অর্থশাস্ত্র – কৌটিল্য
ইণ্ডিকা – মেগাস্থিনিস
দান সাগর ও অদ্ভুত সাগর – রাজা বল্লাল সেন
চারুদণ্ড – ভাস
রামচরিতম – সন্ধ্যাকর নন্দি
হর্ষচরিত – বানভট্ট
মহাভাষ্য – পতঞ্জলি
বৃহৎসংহিতা – বরাহ মিহির
কামসূত্র – বাৎসায়ন
রঘুবংশ – কালিদাস
মেঘদূত – কালিদাস
অভিজ্ঞান শকুন্তলম – কালিদাস
দেবীচন্দ্র গুপ্তম – বিশাখাদত্ত
ভারতবর্ষ সম্পর্কে চীনা পর্যটকদের রচিত
গ্রন্থ
সি ইউ কি – হিউয়েন সাং
ফো-কুয়ো-কিং – ফা-হিয়েন
সিকি – সুমাতিয়েন
হৌ-হান-শু – ফ্যান-ই
সিয়েন-হান-শু – প্যান-কু
No comments:
Post a Comment