Thursday, October 18, 2018

প্রাচীন বাংলায় বিভিন্ন শাসনামল (তৃতীয় পর্ব)

গৌড় শাসন

প্রশ্ন: হর্ষবর্ধন সিংহাসনে আরোহণ করেন কবে?
উত্তর: ৬০৬ সালে।

প্রশ্ন: কে, কবে হর্ষ সম্বৎ প্রচলন করেন?
উত্তর: হর্ষবর্ধন, ৬০৬ সালে।

প্রশ্ন: হর্ষবর্ধন কবে ‘রাজপুত্র’ উপাধি গ্রহণ করেন?
উত্তর: ৬১২ সালে।

প্রশ্ন: হর্ষবর্ধনের রাজধানীর নাম কি?
উত্তর: কনৌজ।

প্রশ্ন: কবে, কার সাথে যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হন?
উত্তর: ৬৩৪ সালে, দক্ষিণ ভারতের চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সাথে।

প্রশ্ন: হর্ষবর্ধন কবে মগধ নিজ সাম্রাজ্যভূক্ত করেন?
উত্তর: ৬৩৭ সালে।

প্রশ্ন: হর্ষবর্ধনকে পরাজিত করে দ্বিতীয় পুলকেশী কোন্ উপাধি গ্রহণ করেন?
উত্তর: পরমেশ্বর।

প্রশ্ন: হর্ষবর্ধন কি নামে অভিহিত হন?
উত্তর: উত্তরাপথের সর্বাধিনায়ক।

প্রশ্ন: গৌড় রাজ্য ধ্বংস হয় কাদের দ্বারা?
উত্তর: হর্ষবর্ধন ও ভাস্কর বর্মন।

প্রশ্ন: হর্ষবর্ধনের রাজত্বকালে কত প্রকারের কর প্রচলিত ছিল?
উত্তর: ৩ – ‘ভাগ, ‘হিরণ্য’ ও ‘বলি’।

প্রশ্ন: কৃষক ও বণিকদের দেয়া করকে কি বলা হতো?
উত্তর: হিরণ্য।

প্রশ্ন: ভূমি রাজস্বকে কি বলা হতো?
উত্তর: ভাগ।

প্রশ্ন: চৈনিক পরিব্রাজক ‘হিউয়েন সাং’ কার রাজত্বকালে ভারতে আসেন?
উত্তর: হর্ষবর্ধন।

প্রশ্ন: চৈনিক পরিব্রাজক ‘ইৎসিং’ কবে ভারত পরিভ্রমণ করেন?
উত্তর: ৬৭২ ও ৬৮৮ সালে।

প্রশ্ন: ‘আর্যদেশ’ ও ‘মধ্যদেশ’ নামে পরিচিত ছিল কোন্ দেশ?
উত্তর: ভারত।

প্রশ্ন: হর্ষবর্ধন কবে মারা যান?
উত্তর: ৬৪৭ সালে।

প্রশ্ন: হর্ষবর্ধনের কাছে প্রেরিত চীনের রাজদূতের নাম কি?
উত্তর: ওয়াং হিউয়েন সি।

শশাঙ্ক

প্রশ্ন: বাঙালি রাজাদের মধ্যে সার্বভৌম নরপতি কে?
উত্তর: শশাঙ্ক।

প্রশ্ন: শশাঙ্কের অপর নাম কি ছিল?
উত্তর: নরেন্দ্রগুপ্ত।

প্রশ্ন: শশাঙ্ক কবে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন?
উত্তর: ৬০৬ সালে।

প্রশ্ন: শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল?
উত্তর: কর্ণসুবর্ণ।

প্রশ্ন: বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে?
উত্তর: রাজা শশাঙ্ক।

প্রশ্ন: সপ্তম শতকে কাকে গৌড়রাজ বলা হতো?
উত্তর: শশাঙ্ক।

প্রশ্ন: শশাঙ্ক কত সাল পর্যন্ত প্রবল প্রতাপের সঙ্গে গৌড়রাজ্যে রাজত্ব করেছিলেন?
উত্তর: ৬১৯ সাল পর্যন্ত।

প্রশ্ন: রাজা শশাঙ্কের সময়কালে উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন?
উত্তর: হর্ষবর্ধন।

প্রশ্ন: কোন গৌড় রাজার মৃত্যুর পর গৌড় ও বঙ্গ এক মস্ত বড় বিপর্যয়ের কবলে পড়ে?
উত্তর: শশাঙ্ক।

পাল শাসন
প্রশ্ন: ৬৩৮ সালে হিউয়েন সাং বাংলা পরিভ্রমণকালে কতটি স্বাধীন রাজ্যের উল্লেখ করেছেন?
উত্তর: ৪টি – পুণ্ড্রবর্ধন (উত্তরবঙ্গ), কর্ণসুবর্ণ (পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল), সমতট (দক্ষিণ-পূর্ববঙ্গ) ও তাম্রলিপ্ত (তমলুক)।

প্রশ্ন: পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গোপাল।

প্রশ্ন: গোপালের পিতার নাম কি?
উত্তর: বপ্যট।

প্রশ্ন: দেবপালের পিতার নাম কি?
উত্তর: ধর্মপাল।

প্রশ্ন: পাল বংশের রাজা রাজাগণ বাংলায় কত বছর রাজত্ব করেছেন?
উত্তর: প্রায় চারশো বছর।

প্রশ্ন: পাল রাজারা কোন্ ধর্মাবলম্বী ছিলেন?
উত্তর: বৌদ্ধ।

প্রশ্ন: গোপাল আনুমানিক কত দিন রাজত্ব করেছেন?
উত্তর: ৭৫৬ থেকে ৭৮১ সাল পর্যন্ত ২৫ বছর।

প্রশ্ন: নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহারের’ প্রতিষ্ঠাতা কে?
উত্তর: রাজা ধর্মপাল।

প্রশ্ন: কবে পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে?
উত্তর: ১১৪৩ সালে। [সূত্র: বাংলাপিডিয়া]

প্রশ্ন: কার সময়ে পাল রাজ্য ছিন্ন ভিন্ন হয়ে পড়ে?
উত্তর: তৃতীয় বিগ্রহপালের সময়।


ধর্মপাল
প্রশ্ন: ধর্শপালের পিতার নাম কি?
উত্তর: গোপাল।

প্রশ্ন: ধর্মপাল কোন্ ধর্মাবলম্বী ছিলেন?
উত্তর: বৌদ্ধ।

প্রশ্ন: ধর্মপালের দ্বিতীয় নাম কি?
উত্তর: বিক্রমশীল।


দেব শাসন
প্রশ্ন: দেব রাজবংশের রাজাদের রাজধানীর নাম কি ছিল?
উত্তর: দেবপর্বত।

প্রশ্ন: দেবপর্বত কোথায় অবস্থিত ছিল?
উত্তর: কুমিল্লার ময়নামতি পাহাড়ের দক্ষিণাংশে।

প্রশ্ন: দেববংশের রাজত্বকাল কখন ছিল বলে অনুমান করা হয়?
উত্তর: ৭৪০ থেকে ৮৯৯ খ্রিস্টাব্দ।


চন্দ্র শাসন
প্রশ্ন: চন্দ্র বংশের রাজারা কোন্ রাজ্যের শাসক ছিলেন?
উত্তর: পূর্ব ও দক্ষিণবঙ্গের।

প্রশ্ন: চন্দ্র বংশের শাসনকাল কত পর্যন্ত বিস্তৃত?
উত্তর: দশম-একাদশ শতক।

প্রশ্ন: চন্দ্র বংশের প্রথম শক্তিশালী রাজা কে ছিলেন?
উত্তর: ত্রৈলোক্যচন্দ্র।

প্রশ্ন: ত্রৈলোক্যচন্দ্র আনুমানিক কত সময় রাজত্ব করেছেন?
উত্তর: ৯০০ – ৯৩০ খ্রিস্টাব্দ।

প্রশ্ন: ‘পরমেশ্বর’, ‘পরম ভট্টারক’, ‘মহারাজাধিরাজ’ উপাধি কার?
উত্তর: শ্রীচন্দ্রের।

প্রশ্ন: শ্রীচন্দ্র কোন্ সময় থেকে কোন্ সময় পর্যন্ত রাজত্ব করেছেন?
উত্তর: ৯৩০ – ৯৭৫ খ্রিস্টাব্দ।

প্রশ্ন: চন্দ্রবংশীয় কোন্ রাজা মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলার রাজধানী স্থাপন করেন?
উত্তর: শ্রীচন্দ্র।


সেন শাসন
প্রশ্ন: সেন রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: হেমন্ত সেন।

প্রশ্ন: বিজয় সেনের পিতার নাম কি?
উত্তর: হেমন্ত সেন।

প্রশ্ন: সেন বংশের প্রথম স্বাধীন রাজা কে?
উত্তর: বিজয় সেন।

প্রশ্ন: ‘দানসাগর’ ও ‘অদ্ভুত সাগর’ গ্রন্থের লেখক কে?
উত্তর: বল্লাল সেন।

প্রশ্ন: লক্ষ্মণ সেন কবে সিংহাসন আরোহণ করেন?
উত্তর: ১১৭৯ সালে।

প্রশ্ন: ‘তবকাতে নাসিরী’ গ্রন্থের লেখক কে?
উত্তর: মিনহাজ-উল-সিরাজ।

প্রশ্ন: কার নামানুসারে রাজধানী গৌড়ের নাম হয় লক্ষ্মণাবর্তী?
উত্তর: লক্ষ্মণ সেন।

প্রশ্ন: সর্বপ্রথম ‘গৌড়েশ্বর’ উপাধি ধারণ করেন কে?
উত্তর: লক্ষ্মণ সেন।

প্রশ্ন: লক্ষ্মণ সেনের অস্থায়ী রাজধানীর নাম কি ছিল?
উত্তর: নদীয়া।

প্রশ্ন: লক্ষ্মণ সেন কবে মারা যান?
উত্তর: ১২০৬ সালে।

প্রশ্ন: সেন রাজাদের পূর্বপুরুষরা কোন্ বংশের অধিবাসী ছিলেন?
উত্তর: দাক্ষিণাত্যের কর্ণটক।

প্রশ্ন: কার শাসনামলে বাংলা সর্বপ্রথম িএক শাসনাধীনে আসে?
উত্তর: বিজয় সেনের।

প্রশ্ন: লক্ষ্মণ সেন কোন্ ধর্মাবলম্বী ছিলেন?
উত্তর: বৈষ্ণব।

প্রশ্ন: ‘অরিরাজ-বৃষভশংকর’ নামে পরিচিত কে?
উত্তর: বিজয় সেন।

প্রশ্ন: ব্রহ্মক্ষত্রিয় বলা হয় কাদের?
উত্তর: যে বংশের লোকেরা প্রথমে ব্রাহ্মণ থাকে এবং পরে পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হয় তাদেরকে ব্রহ্মক্ষত্রিয় বলা হয়।

বাংলায় আগমনকারী পরিব্রাজক
প্রশ্ন: ইবনে বতুতা কোন্ দেশের অধিবাসী?
উত্তর: মরক্কো।

প্রশ্ন: চতুর্দশ শতকে কোন্ বিদেশি পর্যটক বাংলাদেশে আসেন?
উত্তর: ইবনে বতুতা।

প্রশ্ন: বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে?
উত্তর: ফা হিয়েন।

No comments:

Post a Comment