Thursday, October 18, 2018

প্রাচীন বাংলায় বিভিন্ন শাসনামল (প্রথম পর্ব)

প্রশ্ন: ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি?
উত্তর: মৌর্য সাম্রাজ্য।

প্রশ্ন: বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি?
উত্তর: পাল বংশ।

প্রশ্ন: কোন্ বংশ প্রায় চারশ’ বছরের মতো বাংলা শাসন করেছে?
উত্তর: পাল বংশ।

প্রশ্ন: বাংলার প্রথম স্বাধীন রাজা কে?
উত্তর: শশাঙ্ক।

প্রশ্ন: ‘মহাসামন্ত’ কার উপাধি ছিল?
উত্তর: শশাঙ্ক।

প্রশ্ন: ‘কৌলীন্য’ প্রথা বাংলায় কে প্রবর্তন করেন?
উত্তর: বল্লাল সেন।

প্রশ্ন: কোন্ যুগ প্রাচীন ভারতে স্বর্ণযুগ হিসেবে পরিচিত?
উত্তর: মৌর্য যুগ।

প্রশ্ন: গুপ্তযুগে প্রচলিত ‘চতুরঙ্গ’ খেলার বর্তমান নাম কি?
উত্তর: দাবা।


মৌর্য শাসন
প্রশ্ন: মৌর্য সাম্রাজ্যের রাজত্বকাল কত?
উত্তর: ৩২৪-১৮৬ খ্রিস্টপূর্ব।

প্রশ্ন: কে গ্রিসের অধিপতি সেলুকাস রাজদূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগমন করেন?
উত্তর: মেগাস্থিনিস।

প্রশ্ন: মেগাস্থিনিস কবে ভারতে আসেন?
উত্তর: খ্রিস্টপূর্ব ৩০২-২৮৮ অব্দে (মতান্তরে, খ্রিস্টপূর্ব ৩০২ অব্দের বহু আগে)।

প্রশ্ন: চাণক্য বা কৌটিল্য কার মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন?
উত্তর: চন্দ্রগুপ্তের।

প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্য কখন সিংহাসনে আরোহণ করেন?
উত্তর: খ্রিস্টপূর্ব ৩২৮ অব্দে।

প্রশ্ন: প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য রাষ্ট্র স্থাপন করেন?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।

প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে সিংহাসনে আরোহণ করেন?
উত্তর: বিন্দুসার।

প্রশ্ন: বিন্দুসার কত বছর ক্ষমতায় ছিলেন?
উত্তর: প্রায় ২৭ বছর (খ্রিস্টপূর্ব ৩০০-২৭৩ অব্দ পর্যন্ত)।

প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতবর্ষে কয়টি প্রদেশ ছিল?
উত্তর: ৪টি-উত্তরাপথ, দক্ষিণাপথ, প্রাচ্য ও অবন্তী।

প্রশ্ন: আর্যদের আগমনের পূর্বে বাংলায় কাদের রাজত্ব ছিল?
উত্তর: মৌর্যদের।

প্রশ্ন: সঞ্চারা কি?
উত্তর: মৌর্যযুগে গুপ্তচরকে ‘সঞ্চরা’ নামে ডাকা হতো।

প্রশ্ন: মৌর্য বংশের রাজা ‘বিন্দুসার’ আরব বিশ্বের কোন্ দেশের রাজার সাথে চিঠিপত্র আদান-প্রদান করতেন?
উত্তর: সিরিয়ার।

প্রশ্ন: প্রাচীন পুণ্ড্ররাজ্যের স্বাধীন সত্তা কখন বিলুপ্ত হয়?
উত্তর: সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে।

প্রশ্ন: মৌর্য বংশের পতনের পর কোন্ বংশের উদ্ভব ঘটে?
উত্তর: কম্ব।


সম্রাট অশোক
প্রশ্ন: অশোক কখন সিংহাসনে আরোহণ করেন?
উত্তর: খ্রিস্টপূর্ব ২৭৩ অব্দে।

প্রশ্ন: অশোকের পিতার নাম কি?
উত্তর: বিন্দুসার।

প্রশ্ন: অশোকের মাতার নাম কি?
উত্তর: সুভ্রদ্রাঙ্গী; ধর্মা ও জনপদকল্যাণী নামেরও পরিচিত।

প্রশ্ন: কত বছর বয়সে অশোক প্রথমে উজ্জ্বয়িনী ও পরে তক্ষশীলার শাসনকর্তা নিযুক্ত হন?
উত্তর: ১৮ বছর।

প্রশ্ন: অশোক কবে উড়িষ্যার কলিঙ্গ জয় করেন?
উত্তর: খ্রিস্টপূর্ব ২৬০ অব্দে।

প্রশ্ন: অশোক কার কাছে বৌদ্ধধর্মে দীক্ষিত হন?
উত্তর: উপগুপ্ত নামের এক সন্ন্যাসীর কাছে।

প্রশ্ন: কে সর্বপ্রথম রাজকীয় কর্তব্যকে প্রজাদের প্রতি ঋণ পরিশোধ হিসেবে গ্রহণ করেন?
উত্তর: অশোক।

প্রশ্ন: ‘ধর্ম বিজয়ই হলো একমাত্র শ্রেষ্ঠ বিজয়’ – উক্তিটি কার?
উত্তর: অশোক।

প্রশ্ন: প্রথম জীবনে অশোক ছিলেন কি?
উত্তর: শিবে উপাসক।

প্রশ্ন: ধর্ম প্রচারের লক্ষ্যে অশোক তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘামিত্রকে দূত হিসেবে কোথায় প্রেরণ করেন?
উত্তর: সিংহল।

প্রশ্ন: খরোষ্ঠী ও ব্রাহ্মী লেখার প্রচলন শুরু হয় কার রাজত্বকালে?
উত্তর: অশোক।

প্রশ্ন: সর্বপ্রথম হস্তলিপির প্রচলন হয় কার আমলে?
উত্তর: অশোক।

প্রশ্ন: বিন্দুসারের মৃত্যুর পর কে ক্ষমতায় আরোহণ করেন?
উত্তর: তার পুত্র অশোক।

প্রশ্ন: কোন্ সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসেবে স্বীকৃতি পায়?
উত্তর: সম্রাট অশোকের।

প্রশ্ন: সম্রাট অশোকের রাজত্বকাল ছিল কত বছর?
উত্তর: খ্রিস্টপূর্ব ২৭৩ – ২৩২ অব্দ পর্যন্ত।

প্রশ্ন: কোন্ যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন?
উ্ত্তর: কলিঙ্গ যুদ্ধ।

প্রশ্ন: সম্রাট অশোক তার সাম্রাজ্যকে কয় ভাগে বিভক্ত করেন?
উত্তর: পাঁচ ভাগে।

প্রশ্ন: কার প্রচেষ্টায় বৌদ্ধধর্ম বিশ্ব ধর্মের মর্যাদা পায়?
উত্তর: অশোকের।

প্রশ্ন: তিব্বতের রাজার অনুরোধে বৌদ্ধধর্মকে দুর্নীতিমুক্ত করার জন্য সেখানে কোন্ বাঙালি যান?
উত্তর: অতীশ দীপঙ্কর।

No comments:

Post a Comment