Friday, October 19, 2018

উপমহাদেশে ইসলামের অভ্যুদয় (প্রথম পর্ব)

প্রশ্ন: উমাইয়া খলিফা আল-ওয়ালিদের অনুমতিক্রমে কে সিন্ধু অভিযান শুরু করেন?
উত্তর: হাজ্জাজ-বিন-ইউসুফ; ৬১০ সালে (কিন্তু তিনি ব্যর্থ হন)।

প্রশ্ন: ৭১১ সালে হাজ্জাজ-বিন-ইউসুফ কাকে সিন্ধু অভিযানে প্রেরণ করেন?
উত্তর: স্বীয় ভ্রাতুষ্পুত্র ও জামাতা মুহাম্মদ বিন কাসিমকে।

প্রশ্ন: আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা কে ছিলেন?
উত্তর: ব্রাহ্মণ রাজা দাহির।

প্রশ্ন: সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি কে ছিলেন?
উত্তর: মুহম্মদ বিন কাসিম।

প্রশ্ন: মুহাম্মদ-বিন-কাসিম সিন্ধু জয় করেন কবে?
উত্তর: ৭১২ সালে (পরে মুলতানও দখন করেন)।

প্রশ্ন: কত শেতকে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ত্রয়োদশ শতকে।

গজনী বংশ
প্রশ্ন: সুলতান মাহমুদ কখন সিংহাসনে আরোহন করেন?
উত্তর: ৯৯৭ সালে।

প্রশ্ন: সুলতান মাহমুদের অভিযানসমূহের মূল কারণ কি ছিল?
উত্তর: ধর্ম প্রচার, প্রচুর সম্পদ সংগ্রহ।

প্রশ্ন: কত বছর বয়সে তিনি গজনির শাসনকর্তা হন?
উত্তর: ২৭ বছর বয়সে।

প্রশ্ন: সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমর্ণ করেন?
উত্তর: ১৭ বার (১০০০ – ১০২৭ সাল পর্যন্ত)।

প্রশ্ন: সুলতান মাহমুদ কোথাকার শাসনকর্তা ছিলেন?
উত্তর: গজনীর (আফগানিস্তান)।

প্রশ্ন: সুলতার মাহমুদ কত সালে ‘সোমনাথ মন্দির’ আক্রমণ করেন?
উত্তর: ১০২৬ সালে।

প্রশ্ন: সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের গুজরাটের কাথিয়াবাড়ের সমুদ্র তীরে।

প্রশ্ন: সুলতার মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কি ছিল?
উত্তর: ভারতের প্রচুর ধনসম্পদ সংগ্রহ।

প্রশ্ন: সুলতান মাহমুদের প্রথম অভিযানের উদ্দেশ্য কি ছিল?
উত্তর: ১০০০ সালে সীমান্তবর্তী দুর্গ দখল।

প্রশ্ন: সুলতান মাহমুদ থানেশ্বর অভিযান করেন কখন?
উত্তর: ১০১৪ সালে।

প্রশ্ন: সুলতান মাহমুদের সভাকবি ছিলেন কে?
উত্তর: মহাকবি ফেরদৌসী।

প্রশ্ন: ফেরদৌসীকে কি বলা হয়?
উত্তর: প্রাচ্যের হোমার।

প্রশ্ন: ফেরদৌসীর রচিত অমর কাব্যগ্রন্থের নাম কি?
উত্তর: শাহনামা।

প্রশ্ন: সুলতান মাহমুদের রাজ্যসভায় নামকরা দার্শনিক ও জ্যোতির্বিদ হিসেবে কর্মরত ছিলেন কে?
উত্তর: আল বেরুনী।

প্রশ্ন: সুলতান মাহমুদের মৃত্যু হয় কখন?
উত্তর: ১০৩০ সালে গজনীতে।

ঘুরী বংশ
প্রশ্ন: মুহাম্মদ ঘুরী কখন গজনীর শাসনভার গ্রহণ করেন?
উত্তর: ১১৭৩ সালে।

প্রশ্ন: মুহাম্মদ ঘুরীর প্রকৃত নাম কি?
উত্তর: মুঈজ-উদ-দীন মোহাম্মদ বিন সাম।

প্রশ্ন: তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তর: মুহাম্মদ ঘুরী ও দিল্লির চৌহান রাজা পৃথ্বিরাজ চৌহানের মধ্যে।

প্রশ্ন: তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেন কে?
উত্তর: মুহাম্মদ ঘুরী।

প্রশ্ন: তরাইনের প্রথম যুদ্ধ হয় কত সালে?
উত্তর: ১১৯১ সালে; জয়ী হন পৃথ্বিরাজ চৌহান।

প্রশ্ন: তরাইনের দ্বিতীয় যুদ্ধ ঘুরী ও পৃথ্বিরাজ-এর মধ্যে কবে সংঘটিত হয়?
উত্তর: ১১৯২ সালে।

প্রশ্ন: ভারতে আফগান রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করেন কে?
উত্তর: মুহাম্মদ ঘুরী।

প্রশ্ন: ভারতীয় উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য স্থাপন করেন কে?
উত্তর: মুহাম্মদ ঘুরী।

প্রশ্ন: মুহাম্মদ ঘুরীর শাসনকালে বাংলার শাসনকর্তা ছিলেন কে?
উত্তর: লক্ষ্মণ সেন।

প্রশ্ন: মুহাম্মদ ঘুরী কার হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আফগানিস্তানে ফিরে যান?
উত্তর: তুর্কী সেনাপতি কুতুবউদ্দীন আইবেক।

প্রশ্ন: মুহাম্মদ ঘুরীর প্রধান সেনাপতি ছিলেন কে?
উত্তর: কুতুবউদ্দীন আইবেক।

দিল্লির সুলতানি সাম্রাজ্য
প্রশ্ন: দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: কুতুবউদ্দীন আইবেক।

প্রশ্ন: কত সালে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা হয়?
উত্তর: ১২০৬ সালে।

প্রশ্ন: দাস বংশের স্থায়িত্বকাল কত?
উত্তর: ১২০৬ খ্রিস্টাব্দ হতে ১২৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত।

প্রশ্ন: ভারতে দাস বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: কুতুবউদ্দীন আইবেক।

প্রশ্ন: দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে?
উত্তর: কুতুবউদ্দীন আইবেক।

প্রশ্ন: ভারতে তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর: কুতুবউদ্দীন আইবেক।

প্রশ্ন: ‘কুতুব মিনার’ কে নির্মাণ করেন?
উত্তর: কুতুবউদ্দীন আইবেক।

প্রশ্ন: ‘কুতুব মিনার’ কোথায় অবস্থিত?
উত্তর: দিল্লি (ভারত)।

প্রশ্ন: ‘লাখ বখশ’ বলা হতো কাকে?
উত্তর: কুতুবউদ্দীন আইবেককে; দানশীলতার জন্য।

প্রশ্ন: নাসির উদ্দিন মাহমুদের শাসনকাল কত?
উত্তর: ১২৪৬ – ১২৬৫ সাল।

শামসুদ্দিন ইলতুতমিশ
প্রশ্ন: শামসুদ্দিন ইলতুতমিশ কত সালে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন?
উত্তর: ১২১১ সালে।

প্রশ্ন: দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ।

প্রশ্ন: ইলতুতমিশের রাজত্বকাল ছিল কত বছর?
উত্তর: ১২১১-১২৩৬ খ্রিস্টাব্দ পর্যন্ত।

প্রশ্ন: ইলতুতমিশের উপাধি কি ছিল?
উত্তর: সুলতান-ই-আযম।

সুলতানা রাজিয়া
প্রশ্ন: দিল্লির সিংহাসনে আসীন প্রথম মুসলিম নারী কে?
উত্তর: সুলতানা রাজিয়া।

প্রশ্ন: সুলতানা রাজিয়া কে ছিলেন?
উত্তর: সুলতান ইলতুতমিশের কন্যা।

প্রশ্ন: সুলতানা রাজিয়া কখন সিংহাসনে আরোহণ করেন?
উত্তর: ১২৩৬ সালে (স্থায়িত্বকাল ১২৩৬-৪০ খ্রি. পর্যন্ত)।

প্রশ্ন: সুলতানা রাজিয়ার পর কে কে দিল্লির শাসনভার গ্রহণ করেন?
উত্তর: বাহরাম শাহ (১২৪০-৪২) এবং আলাউদ্দিন মাসুদ শাহ (১২৪২-১২৪৬)।

গিয়াসউদ্দিন বলবন
প্রশ্ন: গিয়াসউদ্দিন বলবন ক্ষমতা লাভ করেন কবে?
উত্তর: ১২৬৫ সালে।

প্রশ্ন: গিয়াসউদ্দিন বলবনের মৃত্যু হয় কবে?
উত্তর: ১২৮৭ সালে।

প্রশ্ন: গিয়াসউদ্দিন বলবনের পূর্ব নাম কি ছিল?
উত্তর: বাহাউদ্দিন।

প্রশ্ন: ‘রক্তপাত ও কঠোর নীতি’ কার শাসনের বৈশিষ্ট্য ছিল?
উত্তর: গিয়াসউদ্দিন বলবন।

No comments:

Post a Comment