Sunday, October 28, 2018

মুঘল আমল (চতুর্থ পর্ব)

মুঘল সাম্রাজ্যের পতন

প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের পতন হয় কত সালে?
উত্তর: ১৪ সেপ্টেম্বর ১৮৫৭।

প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের স্থিতিকাল কত?
উত্তর: ৩০ এপ্রিল ১৮৫৭।

প্রশ্ন: দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেয়া হয়?
উত্তর: ইয়াংগুনে (রেংগুন)

প্রশ্ন: পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
উত্তর: ১৭৬১ সালে।

প্রশ্ন: পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কার কার মধ্যে?
উত্তর: আহমদ শাহ আবদালী ও মারাঠা শক্তির মধ্যে।

প্রশ্ন: মীর জুমলা কে ছিলেন?
উত্তর: সম্রাট আওরঙ্গজেবের সেনাপতি।

প্রশ্ন: ওসমানী উদ্যানের সামনে রক্ষিত কামানটি কোন্ যুদ্ধে ব্যবহৃত হয়েছিল?
উত্তর: আসাম যুদ্ধে (ব্যবহার করেন মীর জুমলা)।


বাংলায় মুঘল আমল

প্রশ্ন: বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১২ জুলাই ১৫৭৬।

প্রশ্ন: কোন্ যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভূক্ত হয়?
উত্তর: রাজমহলের যুদ্ধ।

প্রশ্ন: রাজমহলের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ১৫৭৬ সালে (খান জাহান ও আফগান সুলতান দাউদ খানের মধ্যে)।

প্রশ্ন: সম্রাট জাহাঙ্গীরের সুবেদার ইসলাম খান চিশতি সমগ্র বাংলা (চট্টগ্রাম ব্যতীত) মুঘলদের কর্তৃত্বে আনেন কবে?
উত্তর: ১৬১২ সালে।

প্রশ্ন: কোন্ যুদ্ধে পরাজয়ের পর দাউদ খান কটকের সন্ধি করেন?
উত্তর: তুকারয়ের যুদ্ধ (১৫৭৫)।

প্রশ্ন: বাংলায় সুলতানি শাসনের অবসান ঘটে কবে?
উত্তর: ১২ জুলাই ১৫৭৬।

প্রশ্ন: কার বিচক্ষণতায় দাউদ কররানী মুঘল আক্রমণ থেকে রক্ষা পান?
উত্তর: উজির লোদীর।

প্রশ্ন: কোন্ জায়গা হস্তগত করার ফলে আকবরের পক্ষে পাটনা দুর্গ দখল সম্ভব হয়?
উত্তর: হাজীপুর।

প্রশ্ন: বিহারের কোন্ শাসনকর্তা খানজাহানকে বাংলা জয়ে সাহায্য করেন?
উত্তর: মুজাফফর খান তরবাতি।

প্রশ্ন: মুনিম খান কোন্ রোগে মারা যান?
উত্তর: প্লেগ রোগে।

প্রশ্ন: মুনিম খানের উপাধি কি ছিল?
উত্তর: খান-ই-খানান।

প্রশ্ন: কত সালে বার ভূইঁয়াদের নেতা ঈশা খা মুঘলদের বশ্যতা মেনে নেন?
উত্তর: ১৫৯৭ সালে।

প্রশ্ন: কোন্ মুঘল সম্রাটের সময়ে বার ভূইঁয়াদের দমন করা হয়?
উত্তর: সম্রাট জাহাঙ্গীরের সময়ে।

প্রশ্ন: মান সিংহ কে ছিলেন?
উত্তর: আকবরের সেনাপতি।

প্রশ্ন: তাণ্ডা থেকে রাজমহলে বাংলার রাজধানী স্থাপন করেন কে?
উত্তর: মান সিংহ।

প্রশ্ন: প্রতপাদিত্যের রাজধানী কোথায় ছিল?
উত্তর: ধুমঘাঁটি নামক স্থানে।

প্রশ্ন: কেদার রায় ও চাঁদ রায়ের জমিদারী অঞ্চল ও রাজধানীর নাম কি?
উত্তর: বিক্রমপুর, শ্রীপুর।

প্রশ্ন: প্রতাপাদিত্যকে কার সাথে তুলনা করা হয়?
উত্তর: রাজা প্রতাপ সিংহের সাথে।

প্রশ্ন: ইসলাম খানের আসল নাম কি?
উত্তর: মীর আবদুস সালাম।

প্রশ্ন: কে ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপন করেন?
উত্তর: ইসলাম খান।

প্রশ্ন: ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন?
উত্তর: ইসলাম খান।

প্রশ্ন: ইসলাম খান কতদিন যাবৎ বাংলার সুবাদার ছিলেন?
উত্তর: ১৬০৮-১৬১৩ সাল পর্যন্ত।

প্রশ্ন: ঢাকার আগে বাংলার রাজধানী ছিল কোথায়?
উত্তর: রাজমহলে?

প্রশ্ন: ত্রিপুরা রাজ্য জয় কার কৃতিত্ব?
উত্তর: ইব্রাহিম খান ফতেহ জঙ্গ।

প্রশ্ন: বাংলার সুবাদার ইব্রাহিম খানের সাথে দিল্লি রাজপ্রাসাদের কি সম্পর্ক ছিল?
উত্তর: ইব্রাহিম খান ছিলেন সম্রাজ্ঞী নূরজাহানের ভ্রাতা।

প্রশ্ন: পিতার রাজত্বকালে শাহজাহান কোথাকার শাসক ছিলেন?
উত্তর: দাক্ষিণাত্যের মুঘল প্রদেশগুলোর।

প্রশ্ন: যাত্রাপুর দুর্গ কোন্ নদীর তীরে অবস্থিত?
উত্তর: করতোয়া নদীর পূর্ব তীরে।

প্রশ্ন: কোন্ মুঘল সম্রাটের সময়ে কুচবিহার রাজ্য সর্বপ্রথম মুঘল সাম্রাজ্যভুক্ত হয়?
উত্তর: সম্রাট আওরঙ্গজেবের সময়।

প্রশ্ন: কার নামানুসারে কুচবিহারের রাজধানীর নাম রাখা হয় আলমগীরনগর?
উত্তর: সম্রাট আওরঙ্গজেবের।

প্রশ্ন: মীর জুমলা কোন্ সময়ে বাংলার সুবাদার ছিলেন?
উত্তর: ১৬৬০ – ১৬৬৩ খ্রিস্টাব্দ।

প্রশ্ন: কে লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন?
উত্তর: শাহজাদা আযম।

প্রশ্ন: শাহজাদা মুহাম্মদ আযম কে ছিলেন?
উত্তর: সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় সন্তান।

প্রশ্ন: কোন্ ইংরেজ চিকিৎসকের চিকিৎসায় শাহ সুজা সন্তুষ্ট হন?
উত্তর: জেব্রাইল ব্রাউটন।

প্রশ্ন: কোন্ সালে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন?
উত্তর: ১৫৭৬ সালে।


শায়েস্তা খান

প্রশ্ন: শায়েস্তা খানের আসল নাম কি?
উত্তর: মির্জা আবু তালিব।

প্রশ্ন: কে তাকে ‘শায়েস্তা খান’ উপাধিতে ভূষিত করেন?
উত্তর: সম্রাট জাহাঙ্গীর।

প্রশ্ন: শায়েস্তা খান, নূরজাহান, শাহজাহান ও মমতাজ বেগমের মধ্যকার পারস্পরিক সম্পর্ক কি?
উত্তর: শায়েস্তা খান ছিলেন নূরজাহান বেগমের (জাহাঙ্গীরের স্ত্রী) ভাই আসফ খানের পুত্র এবং মমতাজের (শাহজাহানের স্ত্রী) ভাই।

প্রশ্ন: চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে?
উত্তর: সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খান।

প্রশ্ন: চকবাজার মসজিদ ও সাত গম্বুজ মসজিদের সাথে কার নাম জড়িত?
উত্তর: শায়েস্তা খান।

প্রশ্ন: শায়েস্তা খান ঢাকার কোথায় বাস করতেন?
উত্তর: মিটফোর্ড হাসপাতাল প্রাঙ্গণে (বুড়িগঙ্গার তীরে)।

প্রশ্ন: শায়েস্তা খান কতদিন বাংলার সুবাদার ছিলেন?
উত্তর: ১৬৬৪-১৬৭৮ এবং ১৮৭৯-১৬৮৮ পর্যন্ত।

প্রশ্ন: লালবাগ কেল্লার প্রধান ফটকের সামনে এক গম্বুজবিশিষ্ট কারুকার্যমণ্ডিত স্থাপত্য নিদর্শনটি কি?
উত্তর: পরীবিবির মাজার।

প্রশ্ন: পরীবিবি কে ছিলেন?
উত্তর: শায়েস্তা খানের কন্যা।

প্রশ্ন: পরীবিবির মৃত্যু হয় কত সালে?
উত্তর: ১৬৮৪ সালে।

প্রশ্ন: পরীবিবির সমাধিসৌধ কে তৈরি করেন?
উত্তর: শায়েস্তা খান।

প্রশ্ন: লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের কন্যার আসল নাম কি?
উত্তর: ইরান দুখত।

প্রশ্ন: কার আক্রমণে শায়েস্তা খানের হাতের আঙ্গুল কেটে যায়?
উত্তর: শিবাজী ও তার অনুচরদের আক্রমণে।

প্রশ্ন: কোন্ মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
উত্তর: শায়েস্তা খান।

প্রশ্ন: শায়েস্তা খানের সময়ে চালের দাম ছিল কিরূপ?
উত্তর: টাকায় আট মণ।

প্রশ্ন: বিরান বিবি কে ছিলেন?
উত্তর: শায়েস্তা খানের বোন।


বারো ভুইঁয়া

প্রশ্ন: বারো ভুইঁয়া বলতে কি বোঝায়?
উত্তর: যারা মুঘলদের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন শুধু তারাই বারো ভুঁইয়া নামে পরিচিত। বারো ভুঁইয়া শব্দটির অর্থ বারোজন ভুঁইয়া।
অনেকের মতে, বারো ভুঁইয়া শব্দটি নির্ভুলভাবে বারোজন ভুঁইয়া বা প্রধানকে বোঝায় না; বহু সংখ্যক বুঝাতে এ শব্দটি ব্যবহৃত হয়েছে। [ সূত্র: বাংলাপিডিয়া]

প্রশ্ন: বারো ভুঁইয়াদের নেতা কে ছিলেন?
উত্তর: ঈসা খান।

প্রশ্ন: ঈসা খানের মসনদ-ই-আলা প্রতিষ্ঠিত ভাটি রাজ্যের রাজধানী কোথায়?
উত্তর: সোনারগাঁও (নারায়ণগঞ্জ)।

প্রশ্ন: ঈসা খান কবে কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৫২৯ সালে; ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে [মৃত্যু ১৫৯৯ সালে]।

প্রশ্ন: ঈসা খানের জীবদ্দশায় কোন্ সম্রাট পূর্ব বাংলার ভাটি অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি?
উত্তর: সম্রাট আকবর।

প্রশ্ন: কতটি পরগনা সরাসরি ঈসা খানের শাসনাধীন ছিল?
উত্তর: ২২টি।

প্রশ্ন: ঈসা খান কবে ‘মসনদ-ই-আলা’ উপাধি গ্রহণ করেন?
উত্তর: ১৫৮১-৮২ সালে (একই সাথে ভাটি অঞ্চলের অধিপতি হন)।

প্রশ্ন: ঈসা খানের পর বারো ভূঁইয়াদের নেতা কে ছিলেন?
উত্তর: মুসা খান।

প্রশ্ন: মুসা খানের সময় কোন্ মুঘল সম্রাট ছিলেন?
উত্তর: সম্রাট জাহাঙ্গীর। 

No comments:

Post a Comment