Saturday, October 27, 2018

মুঘল আমল (তৃতীয় পর্ব)


সম্রাট জাহাঙ্গীর

প্রশ্ন: জাহাঙ্গীরের পিতার নাম কি?
উত্তর: আকবর।

প্রশ্ন: জাহাঙ্গীর কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ৩১ আগস্ট ১৫৬৯।

প্রশ্ন: আকবর জাহাঙ্গীরের নাম কি রাখেন?
উত্তর: সেলিম।

প্রশ্ন: সেলিম কখন নুরউদ্দীন মুহম্মদ জাহাঙ্গীর নাম ধারণ করেন?
উত্তর: আকবরের মৃত্যুর পর।

প্রশ্ন: জাহাঙ্গীর কবে সিংহাসনে অধিষ্ঠিত হন?
উত্তর: ২৪ অক্টোবর ১৬০৫।

প্রশ্ন: নূরজাহানের পিতারনাম কি?
উত্তর: মির্জা গিয়াস বেগ (ইরান)।

প্রশ্ন: নূরজাহান কে ছিলেন?
উত্তর: সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী।

প্রশ্ন: কোন্ সম্রাট নিজের নামে মুদ্রা প্রচলন করেন?
উত্তর: সম্রাট জাহাঙ্গীর।

প্রশ্ন: আগ্রার দুর্গ নির্মাণ করেন কে?
উত্তর: সম্রাট জাহাঙ্গীর।

প্রশ্ন: নূরজাহানের প্রথম বিয়ে হয় কার সাথে?
উত্তর: আলীকুলী বেগ।

প্রশ্ন: জাহাঙ্গীর কবে নূরজাহানকে বিয়ে করেন?
উত্তর: ১৬১১ সালে।

প্রশ্ন:সম্রাজ্ঞী নূরজাহানের প্রকৃত নাম কি?
উত্তর: মেহেরুন্নিসা।

প্রশ্ন: নূরজাহান কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৬৪৫ সালে।

প্রশ্ন: বাদশাহ বেগম বা সাম্রাজ্যের প্রথম নারী সম্মানে অলঙ্কৃত হয়েছিলেন কে?
উত্তর: নূরজাহান।

প্রশ্ন: জাহাঙ্গীরের রাজত্বকালে কোন্ জাতি ভারতে আগমন করে?
উত্তর: পর্তুগিজ, ওলন্দাজ ও ইংরেজ।

প্রশ্ন: পর্তুগিজরা কোথায় বাণিজ্যকেন্দ স্থাপন করে?
উত্তর: সাতগাঁ।

প্রশ্ন: জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: ৭ নভেম্বর ১৬২৭ (সমাধি-লাহোর)।


ইংরেজদের সাথে জাহাঙ্গীরের সম্পর্ক

প্রশ্ন: বাণিজ্যিক সুযোগ-সুবিধা লাভের জন্য ক্যাপ্টেন হকিন্স কবে, কার অনুরোধপত্র নিয়ে জাহাঙ্গীরের রাজসভায় আসেন?
উত্তর: ১৬০৮ সালে; ইংল্যান্ডের রাজা প্রথম জেমস (প্রথমে সুবিধা পেলে পরে পর্তুগিজদের প্ররোচনায় বাতিল করা হয়)।

প্রশ্ন: দ্বিতীয়বার কে প্রথম জেমসের অনুরোধ পত্র নিয়ে জাহাঙ্গীরের কাছে আসেন?
উত্তর: এডওয়ার্ড (কিন্তু তিনি ব্যর্থ হন)।

প্রশ্ন: তৃতীয়বার কে, কবে প্রথম জেমসের রাষ্ট্রদূত হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় আগমন করেন?
উত্তর: স্যার টমাস রো; ১৬১৫ সালে।

প্রশ্ন: স্যার টমাস-এর প্রচেষ্টায় ইংরেজ বণিকরা কোথায় স্থায়ী কুঠি স্থাপন করে?
উত্তর: সুরাট।


শাহজাহান

প্রশ্ন: সম্রাট শাহজাহান কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ৫ জানুয়ারি ১৫৯২, লাহোরে।

প্রশ্ন: শাহজাহানের পিতার নাম কি?
উত্তর: জাহাঙ্গীর।

প্রশ্ন: সম্রাট শাহজাহান কবে মমতাজকে বিবাহ করেন?
উত্তর: ১৬১২ সালে।

প্রশ্ন: মমতাজ কার কন্যা?
উত্তর: আসফ খাঁ (নূরজাহানের ভ্রাতা)।

প্রশ্ন: শাহজাহানের বাল্যনাম কি ছিল?
উত্তর: খুররম।

প্রশ্ন: যুবরাজ খুররম কবে শাহজাহান উপাধিতে ভূষিত হন?
উত্তর: ১৬১৬ সালে।

প্রশ্ন: গুজরাট ও দাক্ষিণাত্যে দুর্ভিক্ষ দেখা দেয় কখন?
উত্তর: ১৬৩০ সালে।

প্রশ্ন: ফরাসি চিকিৎসক ও পর্যটক বার্নিয়ার কার আমলে ভারত পরিভ্রমণে আসেন?
উত্তর: শাহজাহান।

প্রশ্ন: কে বাংলাদেশকে ‘ভারতের শস্যভাণ্ডার’ (Grannary of India) বলে বর্ণনা করেছিলেন?
উত্তর: বার্নিয়ার।

প্রশ্ন: তাকে কে ‘শাহজাহান’ উপাধি দেন?
উত্তর: পিতা সম্রাট জাহাঙ্গীর।

প্রশ্ন: সম্রাট শাহজাহান কবে ক্ষমতায় আসেন?
উত্তর: ১৬২৭ সালে।

প্রশ্ন: ‘আগ্রার তাজমহল’ কে নির্মাণ করেন?
উত্তর: সম্রাট শাহজাহান।

প্রশ্ন: তাজমহল কোথায় অবস্থিত?
উত্তর: আগ্রার যমুনা নদীর তীরে।

প্রশ্ন: কোন্ মুঘল সম্রাট ‘Prince of Builders’ নামে খ্যাত?
উত্তর: সম্রাট শাহজাহান।

প্রশ্ন: সম্রাট শাহজাহানের নির্মিত সিংহাসনের নাম কি?
উত্তর: ময়ূর সিংহাসন।

প্রশ্ন: নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কবে?
উত্তর: ১৭৩৯ সালে।

প্রশ্ন: কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন কে লুণ্ঠন করেন?
উত্তর: পারস্যের সম্রাট নাদির শাহ।

প্রশ্ন: ‘ময়ূর সিংহাসন’ বর্তমানে কোথায় আছে?
উত্তর: ইরানে।

প্রশ্ন: শাহজাহান মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: ১৬৬৬ সালে।

আওরঙ্গজেব

প্রশ্ন: আওরঙ্গজেব কবে সিংহাসনে আরোহণ করেন?
উত্তর: ২১ জুলাই ১৬৫৮ (১৬৫৯ সালে অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়)।

প্রশ্ন: ‘আলমগীর বাদশাহ গাজী’ কার উপাধি?
উত্তর: আওরঙ্গজেব।

প্রশ্ন: আওরঙ্গজেবের পিতার নাম কি?
উত্তর: শাহজাহান।

প্রশ্ন: শিয়া সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান নওরোজ (নতুন বর্ষ) কে নিষিদ্ধ করেছিলেন?
উত্তর: আওরঙ্গজেব।

প্রশ্ন: সুন্নি মুসলমানরা কাকে ‘জিন্দপীর’ (Living Saint) বলে মনে করতেন?
উত্তর: আওরঙ্গজেবকে।

প্রশ্ন: ‘ফতোয়া-ই-আলমগীরী’ রচনা করেন কে?
উত্তর: সম্রাট আওরঙ্গজেব।

প্রশ্ন: আওরঙ্গজেবের শাসনামলে বাংলার শাসনকর্তা ছিলেন কে?
উত্তর: শায়েস্তা খান।

প্রশ্ন: বার ভূঁইয়াদের প্রধান ছিলেন কে?
উত্তর: ঈসা খাঁ।

প্রশ্ন: আওরঙ্গজেব কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৭০৭ সালে।

No comments:

Post a Comment