শের শাহ্
প্রশ্ন: শের শাহ কবে জন্মগ্রহণ
করেন?
উত্তর: ১৪৭২ সালে। [সূত্র:
বাংলাপিডিয়া]।
প্রশ্ন: সম্রাট হওয়ার
পূর্বে শেরশাহ কার অধীনে চাকরি করতেন?
উত্তর: বাবরের অধীনে।
প্রশ্ন: শের শাহের প্রকৃত
নাম কি?
উত্তর: ফরিদ খান। তবে
তিনি শের খান নামেও পরিচিত ছিলেন।
প্রশ্ন: শের শাহের পিতার
নাম কি?
উত্তর: মিয়া হাসান খান
সুরী।
প্রশ্ন: বাহার খান শের
শাহকে কি উপাধিতে ভূষিত করেন?
উত্তর: শের খান।
প্রশ্ন: চৌসার যুদ্ধে
জয়লাভের পর শের খাঁ কোন্ উপাধি ধারণ করেন?
উত্তর: শের শাহ।
প্রশ্ন: শের শাহ তার সাম্রাজ্যকে
কতটি সরকার বা ভাগে বিভক্ত করেন?
উত্তর: ৪৭টি।
প্রশ্ন: ‘কবুলিয়ত’ ও
‘পাট্টা’ প্রথার প্রচলন করেন কে?
উত্তর: শের শাহ।
প্রশ্ন: দাম নামক মুদ্রার
প্রচলন করেন কে?
উত্তর: শের শাহ।
প্রশ্ন: ‘গ্রান্ড-ট্রাঙ্ক
রোড’ এর নির্মাতা কে?
উত্তর: শের শাহ।
প্রশ্ন: ‘গ্রান্ড-ট্রাঙ্ক
রোড’ কোন্ পর্যন্ত বিস্তৃত ছিল?
উত্তর: সোনারগাঁও থেকে
পাঞ্জাব পর্যন্ত।
প্রশ্ন: ‘গ্রান্ড-ট্রাঙ্ক
রোড’ অন্য কি নামে পরিচিত?
উত্তর: সড়ক-ই আজম।
প্রশ্ন: ভারতবর্ষে পুরোপুরি
‘ঘোড়ার ডাক’ ব্যবস্থার প্রচলন করেন কে?
উত্তর: শের শাহ।
প্রশ্ন: শের শাহ জাতিতে
কি ছিলেন?
উত্তর: পাঠান মুসলমান।
প্রশ্ন: শের শাহ কোন্
বংশের শাসক ছিলেন?
উত্তর: আফগান।
প্রশ্ন: কোন্ সম্রাট দিল্লি
থেকে ইংরেজদেরকে বিতাড়িত করেন?
উত্তর: শের শাহ। উল্লেখ্য,
১৫২৬ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত সুদীর্ঘকাল মুঘল শাসকগণ দিল্লি শাসন করলেও ১৫৪০ থেকে ১৫৪৫
সাল পর্যন্ত দিল্লি ছিল শূর শাসকদের অধীনে।
প্রশ্ন: শের শাহ কবে মৃত্যুবরণ
করেন?
উত্তর: ২২ মে ১৫৪৫।
মহামতি আকবর
প্রশ্ন: আকবর কবে জন্মগ্রহণ
করেন?
উত্তর: ১৫ অক্টোবর ১৫৪২।
প্রশ্ন: সম্রাট আকবরের
পুরো নাম কি?
উত্তর: জালালউদ্দিন মুহাম্মদ
আকবর।
প্রশ্ন: তার পিতা ও মাতার
নাম কি?
উত্তর: পিতা হুমায়ুন এবং
মাতা হামিদা বানু।
প্রশ্ন: আকবর গজনীর শাসনকর্তা
নিযুক্ত হন কবে?
উত্তর: ১৫৫১ সালে।
প্রশ্ন: আকবর কত বছর বয়সে
সিংহাসনে আরোহন করেন?
উত্তর: ১৪ বছর (১৫৫৬ সালে
তার পিতার মৃত্যুর পর)।
প্রশ্ন: কবে কোথায় আকবরের
অভিষেক ঘটে?
উত্তর: ১৪ ফেব্রুযারি
১৫৫৬ (পাঞ্চাবে)।
প্রশ্ন: পানিপথের দ্বিতীয়
যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তর: ৫ নভেম্বর ১৫৫৬,
আকবরের সেনাপতি বৈরাম খান ও হিমুর মধ্যে (হিমু পরাজিত হয়)।
প্রশ্ন: ‘বিক্রমাদিত্য’
উপাধি ছিল কার?
উত্তর: হিমুর।
প্রশ্ন: মুঘল যুগের শ্রেষ্ঠ
ঐতিহাসিক, বিগদ্ধ পণ্ডিত এবং সম্রাট আকবরের সচিব কে ছিলেন?
উত্তর: আবুল ফজল।
প্রশ্ন: কার নির্দেশে
বীরসিংহ বুন্দেলা আবুল ফজলকে হত্যা করেন?
উত্তর: যুবরাজ সেলিম
(১৬০২ সালে)।
প্রশ্ন: আকবরের আমলে কতটি
প্রদেশ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভূক্ত ছিল?
উত্তর: ১৮টি – দিল্লি,
আগ্রা, অযোধ্যা, এলাহাবাদ, আজমীর, গুজরাট, বাংলা, বিহার, উড়িষ্যা, মালব, সিন্ধু, মুলতান,
লাহোর, কাবুল, কাশ্মীর, খান্দেশ, আহম্মদনগর ও বরার।
প্রশ্ন: ‘দীন-ই-ইলাহী’
নামক একেশ্বরবাদী ধর্মমতের প্রবর্তন করেন কে?
উত্তর: আকবর (১৫৮১ সালে)।
প্রশ্ন: আকবর কবে হিন্দুদের
ওপর থেকে জিজিয়া কর উঠিয়ে দেন?
উত্তর: ১৫৬৪ সালে।
প্রশ্ন: আকবর কবে হিন্দুদের
ওপর থেকে তীর্থ কর উঠিয়ে দেন?
উত্তর: ১৫৬৩ সালে।
প্রশ্ন: আকবর কবে হিন্দু
যুদ্ধবন্দিদের ক্রীতদাসে পরিণত করার প্রথা বন্ধ করেন?
উত্তর: ১৫৬২ সালে।
প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের
শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কাকে?
উত্তর: সম্রাট আকবরকে।
প্রশ্ন: সম্রাট আকবর বাংলা
বিজয় করেন কবে?
উত্তর: ১৫৭৬ সালে।
প্রশ্ন: কোন্ মুঘল সম্রাটের
আমলে সমগ্র বঙ্গ দেশ ‘সুবা-ই-বাঙ্গালাহ’ নামে পরিচিত ছিল?
উত্তর: সম্রাট আকবরের
সময়।
প্রশ্ন: ‘মনসবদারী প্রথা’
কে প্রচলন করেন?
উত্তর: সম্রাট আকবর।
প্রশ্ন: ‘জিজিয়া কর’ ও
‘তীর্থ কর’ কে রহিত করেন?
উত্তর: সম্রাট আকবর।
প্রশ্ন: রাজপুত নীতির
প্রবর্তক কে?
উত্তর: সম্রাট আকবর।
প্রশ্ন: সম্রাট আকবরের
ভূমি ব্যবস্থাপনায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন কে?
উত্তর: টোডরমল।
প্রশ্ন: সম্রাট আকবরের
রাজস্ব মন্ত্রী কে ছিলেন?
উত্তর: টোডরমল।
প্রশ্ন: টোডরমলের নাম
কোন্ সংস্কারের সাথে জড়িত?
উত্তর: রাজস্ব।
প্রশ্ন: ফতেপুর সিক্রির
সাথে কোন্ মুঘল সম্রাটের নাম জড়িত আছে?
উত্তর: সম্রাট আকবরের।
প্রশ্ন: ‘বুলন্দ দরওয়াজা’
– এর নির্মাতা কে?
উত্তর: মুঘল সম্রাট আকবর
(গুজরাট রাজ্যজয় উপলক্ষে)।
প্রশ্ন: ‘অমৃতসর স্বর্ণমন্দির’
কে নির্মাণ করেন?
উত্তর: সম্রাট আকবর।
প্রশ্ন: সম্রাট আকবরের
রাজসভায় শ্রেষ্ঠ সংগীতজ্ঞ ছিলেন কে?
উত্তর: তানসেন।
প্রশ্ন: আকবরের রাজসভায়
বিখ্যাত কৌতুককারী ছিলেন কে?
উত্তর: বীরবল।
প্রশ্ন: বৈরাম খান কে
ছিলেন?
উত্তর: আবরের প্রধান সেনাপতি
ও তার ‘খান বাবা’।
প্রশ্ন: আকবর কখন গুজরাট
বিজয় করেন?
উত্তর: ১৫৭২-৭৩ সালে।
প্রশ্ন: আকবর কবে সিন্ধু
বিজয় করেন?
উত্তর: ১৫৯১ সালে।
প্রশ্ন: শাসন কার্য পরিচালনার
সুবিধার্থে তিনি রাজ্যকে কয়টি প্রদেশে ভাগ করেন?
উত্তর: ১৫টি।
প্রশ্ন: সম্রাট আকবর কবে
মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৬০৫ সালে।
প্রশ্ন: সম্রাট আকবরের
সমাধি কোথায় অবস্থিত?
উত্তর: সেকেন্দ্রায়।
প্রশ্ন: বাংলা সন কে প্রবর্তন
করেন?
উত্তর: সম্রাট আকবর; ১৫৮৪
সালে।
প্রশ্ন: প্রথমে বাংলা
বর্ষপঞ্জির নাম কি ছিল?
উত্তর: তারিখ-ই-এলাহী।
প্রশ্ন: আকবরের নির্দেশে
কে বাংলা সন উদ্বোধন করেন?
উত্তর: পণ্ডিত ফতেহ উল্লাহ
সিরাজী (হিজরির সাথে সামঞ্জস্য রেখে)।
প্রশ্ন: বাংলা সন গণনা
কার্যকর করা হয় কখন থেকে?
উত্তর: ৫ নভেম্বর ১৫৫৬
(হিজরি ৯৩৬)। [এই দিনে আকবর দ্বিতীয় পানিপথের যুদ্ধে হিমুকে পরাজিত করে সিংহাসনে বসেন]।
আকবরের প্রচারিত ধর্মের
অনুসারী
দীন-ই-ইলাহী ধর্মের প্রবর্তক
সম্রাট আকবর। এ ধর্মের অনুসারীর সংখ্যা ছিল ১৯ জন। তারা হলেন – বীরবল, শাহজাদা সেলিম,
আবুল ফজল ইবনে মোবারক, কাসিম খান, আজম খান, শেখ মোবারক, আবদুস সামাদ, মোল্লা শাহ মোহাম্মদ
শাহদাদ, সুফি আহমদ, মীর শরীফ আমল, সুলতান খাজা, মির্জা শরীফউদ্দিন, তকি শুস্তার, শেখজাদা
গোসালা বেনারসি, সরদার জাহান, সরদার জাহানের প্রথম পুত্র, সরদার জাহানের দ্বিতীয় পুত্র,
শেখ আবুল ফজল ফয়েজী ও জাফর বেগ।
No comments:
Post a Comment