Thursday, October 25, 2018

মুঘল আমল (প্রথম পর্ব)

মুঘল আমল 

প্রশ্ন: সর্বপ্রথম ভারতে মুঘল সাম্রাজ্যের সূত্রপাত করেন কে?
উত্তর: তৈমুর লং।

প্রশ্ন: তৈমুর লং ভারত আক্রমণ করে দিল্লিতে প্রবেশ করেন কবে?
উত্তর: ১৩৯৮ সালে।

প্রশ্ন: মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৫২৬ সালে।

প্রশ্ন: ‘বুলবুল-ই-হিন্দ’ বলা হয় কাকে?
উত্তর: তানসেনকে।

প্রশ্ন: কার আমলে বাংলাদেশে বার ভূঁইয়ার অভ্যুত্থান ঘটে?
উত্তর: মুঘল সম্রাট আকবরের।

প্রশ্ন: কোন্ যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূত্রপাত হয়?
উত্তর: ১৫২৬ সালে ইব্রাহীম লোদীর সাথে অনুষ্ঠিত পানিপথের প্রথম যুদ্ধে বিজয়ের মাধ্যমে।

প্রশ্ন: কোন্ মুঘল সম্রাট রেঙ্গুনে নির্বাসিত হন?
উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ।

প্রশ্ন: শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
উত্তর: ইয়াঙ্গুন (মিয়ানমার)।

প্রশ্ন: ‘মনসব’ শব্দের অর্থ কি?
উত্তর: পদমর্যাদা।

প্রশ্ন: বাংলার স্বাধীন শাসনকর্তা খিজির খান ওরফে গিয়াসউদ্দিন বাহাদুর শাহ ছিলেন কোন্ বংশের?
উত্তর: মুঘল বংশের।

প্রশ্ন: ভারত ভূমিতে জন্মগ্রহণকারী প্রথম মুঘল সম্রাট কে?
উত্তর: সম্রাট আকবর।

প্রশ্ন: কে বাংলাকে দোজখপুর নিয়ামত বলে অভিহিত করেন?
উত্তর: ইবনে বতুতা।

প্রশ্ন: ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয় কার আমলে?
উত্তর: মুঘল আমলে।

প্রশ্ন: দেশবাচক ‘বাংলা’ শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন্ গ্রন্থে?
উত্তর: আইন-ই-আকবরী।

প্রশ্ন: মুঘল আমলে প্রাদেশিক রাজধানীর দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তিকারী প্রধান বিচারপতির উপাধি নিচের কোনটি ছিল?
উত্তর: কাজীউল কুজাতে।

জহির উদ্দিন মুহম্মদ বাবর

প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: জহিরউদ্দিন মুহম্মদ বাবর।

প্রশ্ন: বাবর জাতিতে কি ছিলেন?
উত্তর: তুর্কি (মুসলমান)।

প্রশ্ন: বাবর কার বংশধর?
উত্তর: তৈমুর লং।

প্রশ্ন: ‘বাবর’ শব্দের অর্থ কি?
উত্তর: বাঘ।

প্রশ্ন: জহির উদ্দিন মুহম্মদ বাবর কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৪৮৩ সালে।

প্রশ্ন: বাবর মাতার দিক দিয়ে কার বংশধর ছিলেন?
উত্তর: চেঙ্গিস খাঁ (পিতার দিক দিয়ে তৈমুরের)।

প্রশ্ন: বাবরের পিতার নাম ছিল?
উত্তর: আমর শেখ মীর্জা (ফারগানার অধিপতি)।

প্রশ্ন: বাবরের মাতার নাম কি?
উত্তর: কুতলুঘ নিগার খানম।

প্রশ্ন: বাবরের কতজন পুত্র ছিল?
উত্তর: ৪ জন – হুমায়ুন, কামরান, হিন্দাল ও আসকরী।

প্রশ্ন: কত বছর বয়সে বাবর ফারগানার সিংহাসনে আরোহণ করেন?
উত্তর: ১২ বছর।

প্রশ্ন: বাবর সমরখন্দ দখল করেন কবে?
উ্ত্তর: ১৪৯৭ সালে।

প্রশ্ন: বাবর কবে আর্চিয়ানের যুদ্ধে পরাজিত হন?
উত্তর: ১৫০৩ সালে।

প্রশ্ন: বাবর কাবুল দখল করেন কবে?
উত্তর: ১৫০৪ সালে (১৫২৬ সাল পর্যন্ত এখানে রাজত্ব করেন)।

প্রশ্ন: বাবর কান্দাহার জয় করেন কবে?
উত্তর: ১৫২২ সালে।

প্রশ্ন: প্রথম পানিপথের যুদ্ধ সংঘটিত হয় কবে?
উত্তর: ২১ এপ্রিল ১৫২৬।

প্রশ্ন: প্রথম পানিপথের যুদ্ধ সংঘটিত হয় কাদের মধ্যে?
উত্তর: বাবর ও আফগান সুলতান ইব্রাহীম লোদীর মধ্যে (যুদ্ধে বাবর জয়লাভ করেন)।

প্রশ্ন: খানুয়ার যুদ্ধ সংঘটিত হয় কবে?
উত্তর: ১৫২৭ সালে।

প্রশ্ন: খানুয়ার যুদ্ধ সংঘটিত হয় কাদের মধ্যে?
উত্তর: বাবর ও রানা সংগ্রাম সিংহের (বাবর জয়লাভ করেন)।

প্রশ্ন: বাবর কখন চা্ন্দেরী দূর্গ জয় করেন?
উত্তর: ১৫২৮ সালে।

প্রশ্ন: ঘর্ঘরার যুদ্ধ সংঘটিত হয় কবে?
উত্তর: ১৫২৬ সালে।

প্রশ্ন: তুর্কী ভাষায় রচিত বাবরের জীবনস্মৃতি বা আত্মজীবনী গ্রন্থের নাম কি?
উত্তর: ‘তুযুক-ই-বাবর’ বা বাবরনামা (রচয়িতা বাবর)।

প্রশ্ন: মুঘল সম্রাট বাবরের পৈতৃক নিবাস কোথায় ছিল?
উত্তর: রুশ-তুর্কিস্তানের অন্তর্গত ফারগানায়, বর্তমান আফগানিস্তান।

প্রশ্ন: বাবর শব্দটি কোন্ ভাষার এবং এর অর্থ কি?
উত্তর: ফারসি ভাষার; বাঘ বা সিংহের মতো। [সূত্র: বাংলা একাডেমি অভিধান]।

প্রশ্ন: কোন্ যুদ্ধে প্রথমবারের মতো কামান বা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়?
উত্তর: পানিপথের যুদ্ধে।

প্রশ্ন: পানিপথ নামক স্থানটি বর্তমানে কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের উত্তর প্রদেশের হরিয়ানা নামক স্থানে (দিল্লি ও আগ্রার মধ্যবর্তী যমুনা নদীর তীরে)।

প্রশ্ন: বাবর কবে মৃত্যুবরণ করেন?
উ্ত্তর: ২৬ ডিসেম্বর ১৫৩০।

প্রশ্ন: বাবরকে কোথায় সমাহিত করা হয়?
উত্তর: আফাগানিস্তানের কাবুলে।


হুমায়ুন

প্রশ্ন: হুমায়ুনের পিতার নাম কি?
উত্তর: বাবর।

প্রশ্ন: হুমায়ুন কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৫০৮ সালে।

প্রশ্ন: হুমায়ুনের মাতার নাম কি?
উত্তর: মহিম বেগম।

প্রশ্ন: হুমায়ুন ক্ষমতা লাভ করেন কত সালে?
উত্তর: ৩০ ডিসেম্বর ১৫৩০।

প্রশ্ন: হুমায়ুন কখন সিংহাসনচ্যুত হন?
উত্তর: ১৭ মে ১৫৪০।

প্রশ্ন: কত বছর পর তিনি পুনরায় সিংহাসন পুনরুদ্ধার করেন?
উত্তর: ১৫ বছর পর।

প্রশ্ন: হুমায়ুন কত বছর বয়সে বাদাকশানের শাসনকর্তা নিযুক্ত হন?
উত্তর: ২০ বছর।

প্রশ্ন: শের খাঁ কবে বাংলার সুলতান মামুদ শাহকে পরাজিত করেন?
উত্তর: ১৫৩৪ সালে।

প্রশ্ন: হুমায়ুন ও শের খাঁর মধ্যে চৌসার যুদ্ধ সংঘটিত হয় কবে?
উত্তর: ১৫৩৯ সালে (হুমায়ুন পরাজিত হন)।

প্রশ্ন: হুমায়ুন ও শের খাঁর মধ্যে কনৌজ যুদ্ধ সংঘটিত হয় কবে?
উত্তর: ১৫৪০ সালে।

প্রশ্ন: কোন্ মুঘল সম্রাট বাংলাকে ‘জান্নাতাবাদ’ বলে ঘোষণা করেন?
উত্তর: সম্রাট হুমায়ুন।

প্রশ্ন: কোন্ মুঘল সম্রাট গ্রন্থাগারের সিঁড়ি হতে পড়ে মারা যান?
উত্তর: সম্রাট হুমায়ুন।

প্রশ্ন: সম্রাট হুমায়ুন কখন মৃত্যুবরণ করেন?
উত্তর: ২৪ জানুয়ারি ১৫৫৬।

No comments:

Post a Comment