পরবর্তী ইলয়াস শাহী বংশের
শাসনামল
ক. নাসিরউদ্দিন মাহমুদ
শাহ (১৪৩৬-১৪৬০)
খ. রুকনুদ্দিন বরবক শাহ
(১৪৬০-১৪৭৪)
গ. শামসুদ্দিন ইউসুফ শাহ
(১৪৭৪-১৪৮১)
ঘ. জালালউদ্দিন ফতেহ শাহ
(১৪৮১-১৪৮৭)
প্রশ্ন: শামসুদ্দিন ইলিয়াস
শাহের বংশধর নাসিরউদ্দিন মাহমুদ শাহ কবে বাংলার সিংহাসনে বসেন?
উত্তর: ১৪৩৬ সালে।
প্রশ্ন: সুলতান নাসিরউদ্দিন
মাহমুদ শাহ কি উপাধি গ্রহণ করেন?
উত্তর: আবুল মুজাফফর মাহমুদ
শাহ।
প্রশ্ন: কার শাসনামলে
খানজাহান আলী খুলনা অঞ্চলে ইসলাম প্রচার করেন?
উত্তর: নাসিরউদ্দিন মাহমুদ
শাহের সময়ে।
প্রশ্ন: নাসিরউদ্দিনের
মৃত্যুর পর কে বাংলার সুলতান হয়?
উত্তর: তার পুত্র রুকনউদ্দিন
বরবক শাহ।
প্রশ্ন: বরবক শাহ কত বছর
ক্ষমতায় ছিলেন?
উত্তর: ১৪৬০-১৪৭৪ সাল
পর্যন্ত।
প্রশ্ন: বাংলার কোন শাসক
কবি মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দেন?
উত্তর: রুকনউদ্দিন বরবক
শাহ।
প্রশ্ন: কোন্ কোন্ কবি
বরবক শাহের পৃষ্ঠপোষক ছিলেন?
উত্তর: কৃত্তিবাস, মনসুর
সিরাজী।
প্রশ্ন: শামসুদ্দিন ইউসুফ
শাহের পর কে বাংলার সিংহাসনে বসেন?
উত্তর: তার দুই পুত্র
পর্যায়ক্রমে সিকান্দার শাহ ও ফতেহ শাহ।
প্রশ্ন: বরবক শাহের মৃত্যুর
পর বাংলার সিংহাসনে বসেন কে?
উত্তর: শামসুদ্দিন ইউসুফ
শাহ।
প্রশ্ন: ইলিয়াস শাহী বংশের
শেষ সুলতান কে?
উত্তর: জালালউদ্দিন ফতেহ
শাহ।
হাবশী (আবিসিনীয়) শাসনামল
প্রশ্ন: হাবশীরা বাংলায়
কি ছিল?
উত্তর: ক্রীতদাস।
প্রশ্ন: সুলতান জালালউদ্দিন
ফতেহ শাহকে হত্যা করে কবে কোন্ হাবশী ক্রীতদাস ক্ষমতা দখল করে?
উত্তর: বারবক শাহ শাহজাদা;
১৪৮৭ সালে।
প্রশ্ন: কতজন হাবশী শাসক
বাংলা শাসন করেন?
উত্তর: ৪ জন – বারবক শাহ
শাহজাদা, সাইফউদ্দিন ফিরুজ শাহ, দ্বিতীয় নাসিরউদ্দিন মাহমুদ শাহ ও শামসুদ্দিন মুজাফফর
শাহ।
প্রশ্ন: শাহজাদা কোন্
উপাধি গ্রহণ করেন?
উত্তর: বারবক শাহ।
প্রশ্ন: সর্বশেষ হাবশী
শাসক কে ছিলেন?
উত্তর: শামসুদ্দিন মুজাফফর
শাহ।
হোসেন শাহী বংশের শাসনামল
হোসেন শাহী বংশের শাসকগণ
ক. আলাউদ্দিন হোসেন শাহ
(১৪৯৩-১৫১৯)
খ. নাসিরউদ্দিন নুসরত
শাহ (১৫১৯-১৫৩২)
গ. আলাউদ্দিন ফিরোজ শাহ
(১৫৩২-১৫৩৩)
ঘ. গিয়াসউদ্দিন শাহমুদ
শাহ (১৫৩৩-১৫৩৮)
আলাউ্দ্দিন হোসেন শাহ
প্রশ্ন: হোসেন শাহী বংশের
প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আলাউদ্দিন হোসেন
শাহ।
প্রশ্ন: হোসেন শাহী বংশের
সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
উত্তর: আলাউদ্দিন হোসেন
শাহ।
প্রশ্ন: আলাউদ্দিন হোসেন
শাহ কত বছর রাজত্ব করেন?
উত্তর: ২৬ বছর।
প্রশ্ন: ছোট সোনা মসজিদের
নির্মাতা কে?
উত্তর: আলাউদ্দিন হোসেন
শাহ।
প্রশ্ন: হোসেন শাহ দিল্লির
কোন্ সুলতানের বাংলা অভিযান ব্যর্থ করে দেন?
উত্তর: সিকান্দার আলী।
প্রশ্ন: শামসুদ্দিন মুজাফফর
শাহকে হত্যা করে কাকে বাংলার সিংহাসনে বসানো হয়?
উত্তর: আলাউদ্দিন হোসেন
শাহ।
প্রশ্ন: কোন্ সুলতান চট্টগ্রাম
হতে আরাকানীদের বিতাড়িত করে চট্টগ্রাম পুনরাধিকার করেন?
উত্তর: আলাউদ্দিন হোসেন
শাহ।
প্রশ্ন: আলাউদ্দিন হোসেন
শাহ একমাত্র কোন্ অভিযানে ব্যর্থ হন?
উত্তর: আসাম অভিযান।
প্রশ্ন: আলাউদ্দিন হোসেন
শাহের রাজধানী ছিল কোথায়?
উত্তর: একডালা।
প্রশ্ন: বাংলা ভাষায় মহাভারতের
প্রথম অনুবাদ হয় কার শাসনামলে? এর লেখক কে ছিলেন?
উত্তর: আলাউদ্দিন হোসেন
শাহ। লেখক ছিলেন কবীন্দ্র পরমেশ্বর।
প্রশ্ন: কার শাসনামলে
শ্রীচৈতন্যদেব বৈষ্ণব ধর্ম প্রচার করেন?
উত্তর: আলাউদ্দিন হোসেন
শাহ।
প্রশ্ন: আলাউদ্দিন হোসেন
শাহকে কি উপাধি দেয়া হয়েছিল?
উত্তর: নৃপতি তিলক, জগৎভূষণ,
কৃষ্ণাবতার।
প্রশ্ন: আলাউদ্দিন হোসেন
শাহের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন কে?
উত্তর: মুকুন্দ দাস।
প্রশ্ন: বাংলার সুলতানদের
মধ্যে বা হোসেন শাহী বংশের সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
উত্তর: আলাউদ্দিন হোসেন
শাহ।
প্রশ্ন: আলাউদ্দিন হোসেন
শাহকে ‘নৃপতি তিলক’ ও ‘জগৎভূষণ’ ও ‘কৃষ্ণাবতার’ উপাধিতে ভূষিত করেন কারা?
উত্তর: হিন্দু লেখকগণ।
প্রশ্ন: ‘বাংলার আকবর’
বলা হয় কাকে?
উত্তর: আলাউদ্দিন হোসেন
শাহকে।
প্রশ্ন: কোন্ আমলে বাংলা
গজল ও সুফী সাহিত্য সৃষ্টি হয়?
উত্তর: হোসেন শাহী।
প্রশ্ন: বাংলা সাহিত্যের
পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক কে?
উত্তর: আলাউদ্দিন হোসেন
শাহ।
সুলতান নাসিরউদ্দিন নুসরত
শাহ
প্রশ্ন: আলাউদ্দিন হোসেন
শাহের মৃত্যুর পর কে বাংলার সুলতান হন?
উত্তর: সুলতান নাসিরউদ্দিন
নুসরত শাহ।
প্রশ্ন: দিল্লির কোন্
সম্রাটের সাথে নাসিরউদ্দিন নুসরত শাহ সন্ধি করতে বাধ্য হন?
উত্তর: মুঘল সম্রাট বাবর।
প্রশ্ন: কোন্ কবি নুসরত
শাহের একজন কর্মচারী ছিলেন?
উত্তর: কবি শেখর।
প্রশ্ন: ‘গৌড়ের বড় সোনা
মসজিদ’ ও ‘কদম রসুল মসজিদ’ কে নির্মাণ করেন?
উত্তর: নাসিরউদ্দিন নুসরত
শাহ্।
আলাউদ্দিন ফিরোজ শাহ
প্রশ্ন: নুসরত শাহের মৃত্যুর
পর বাংলার সুলতান হন কে?
উত্তর: তার পুত্র আলাউদ্দিন
ফিরোজ শাহ।
প্রশ্ন: আলাউদ্দিন ফিরোজ
শাহের উৎসাহে কোন্ কবি ‘বিদ্যাসুন্দর’ কাব্য রচনা করেন?
উত্তর: শ্রীধর।
গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
প্রশ্ন: গিয়াসউদ্দিন মাহমুদ
শাহ কে ছিলেন?
উত্তর: নাসিরউদ্দিন নুসরত
শাহের ছোট ভাই।
প্রশ্ন: শেরশাহ কত সালে
দৌড় দখল করেন?
উত্তর: ১৫৩৮ সালে।
প্রশ্ন: কার মৃত্যুর মধ্য
দিয়ে ২০০ বছরের স্বাধীন সুলতানি যুগের অবসান ঘটে?
উত্তর: গিয়াসউদ্দিন মাহমুদ
শাহ-এর।
প্রশ্ন: তিনি কাকে হত্যা
করে ক্ষমতায় বসেন?
উত্তর: ভাইয়ের ছেলে আলাউদ্দিন
ফিরোজ শাহকে।
প্রশ্ন: কোন্ আফগান নেতার
সাথে তার সংঘর্ষ বাঁধে?
উত্তর: শেরশাহ শূর।
বাংলায় আফগান শাসন
প্রশ্ন: কোন্ সময়কাল পর্যন্ত
বাংলা আফগান শাসনাধীন ছিল?
উত্তর: ১৫৩৯-৭৬ সাল পর্যন্ত।
প্রশ্ন: কররানী কাদের
শাখা ছিল?
উত্তর: পাঠান।
প্রশ্ন: আফগানিস্তানে
কররানীরা কি নামে পরিচিত ছিল?
উত্তর: করলানীস।
প্রশ্ন: কররানী রাজবংশের
প্রতিষ্ঠাতা কে?
উত্তর: তাজ কররানী।
প্রশ্ন: কে, কবে বাংলার
সুলতান তৃতীয় গিয়াসউদ্দিন বাহাদুর শাহকে পরাজিত ও হত্যা করে বাংলার সিংহাসন দখল করেন?
উত্তর: তাজ কররানী, ১৫৬৪
সালে।
প্রশ্ন: কোন্ সুলতানের
আমলে সম্রাট আকবর বাংলা জয় করেন?
উত্তর: দাউদ খান কররানী।
প্রশ্ন: শের শাহ কার আদেশ
অনুযায়ী সাসারামের জায়গীর লাভ করেন?
উত্তর: দিল্লির সুলতান
ইব্রাহীম লোদীর।
প্রশ্ন: চৌসার যুদ্ধ হয়
কত সালে?
উত্তর: ১৫৩৯ সালে।
প্রশ্ন: কনৌজের যুদ্ধের
(মে, ১৫৪০) গুরুত্ব কি?
উত্তর: এ যুদ্ধে শের শাহ
দিল্লির সম্রাট হুমায়ূনকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেন।
প্রশ্ন: শের শাহের পর
কে দিল্লির সম্রাট হন?
উত্তর: তার পুত্র ইসলাম
শাহ (১৫৪৫-৫৩)
প্রশ্ন: কনৌজের যুদ্ধে
কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য শের শাহ তাজ খান ও সুলায়মান খানকে কোন্ অঞ্চলের জায়গীর দান
করেন?
উত্তর: দক্ষিণ বিহারের
খাসপুর তাণ্ডায়।
প্রশ্ন: কটকের সন্ধি
(১৫৭৫) কার কার মধ্যে সংঘটিত হয়?
উত্তর: দাউদ খান কররানী
ও মুনিম খানের মধ্যে।
প্রশ্ন: ‘কবুলিয়ত’ ও
‘পাট্টা’ প্রথার প্রচলন করেন কে?
উত্তর: শের শাহ।
No comments:
Post a Comment