ইলিয়াস শাহী শাসন
ইলিয়াস শাহী বংশের সুলতানগণ
ক. শাসমুদ্দিন ইলিয়াস
শাহ (১৩৪২-১৩৫৭)
খ. সিকান্দার শাহ (১৩৫৭-১৩৯৩)
গ. গিয়াসউদ্দিন আজম শাহ
(১৩৯৩-১৪৪১)
ঘ. সাইফুদ্দিন হামজা শাহ
(১৪১১-১৪১২)
শামসুদ্দিন ইলিয়াস শাহ
প্রশ্ন: কোন্ মুসলমান
সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন?
উত্তর: ইলিয়াস শাহ।
প্রশ্ন: সোনারগাঁও-এ কত
সাল পর্যন্ত স্বাধীন শাসন চলেছিল?
উত্তর: ১৩৫২ সাল পর্যন্ত
(শাসক ছিল ইখতিয়ার উদ্দিন গাজী শাহ)।
প্রশ্ন: ইলিয়াস শাহী বংশের
প্রতিষ্ঠাতা কে?
উত্তর: শামসুদ্দিন ইলিয়াস
শাহ।
প্রশ্ন: ইলিয়াস শাহ কত
সালে লখনৌতির (পাণ্ডুয়ার) সিংহাসনে বসেন?
উত্তর: ১৩৪২ সালে।
প্রশ্ন: ইলিয়াস শাহ কত
সালে দিল্লির শাসনাবসান ঘটিয়ে সাতগাঁও অধিকার করে নেয়?
উত্তর: ১৩৪৫ সালের শেষের
দিকে।
প্রশ্ন: স্বাধীন সোনাওগাঁও
দখলের মধ্য দিয়ে ইলিয়াস শাহ কবে সমগ্র বাংলা তার অধিকারে নিয়ে আসেন?
উত্তর: ১৩৫২ সালে।
প্রশ্ন: ইলিয়াস শাহ কোথায়
আশ্রয় নিয়ে দিল্লির সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করেন?
উত্তর: একডালা দূর্গে।
প্রশ্ন: ইলিয়াস শাহ কি
উপাধি ধারণ করেন?
উত্তর: শাহ-ই-বাঙ্গালাহ্।
প্রশ্ন: দিল্লির কোন্
সুলতান ইলিয়াস শাহের বিরুদ্ধে যুদ্ধ করে ব্যর্থ হয়, পরে জয়লাভ করে?
উত্তর: ফিরোজ শাহ তুঘলক।
প্রশ্ন: কোন্ শাসকের সময়
থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ্ নামে?
উত্তর: শামসুদ্দিন ইলিয়াস
শাহ।
প্রশ্ন: শাহ্-ই-বাঙ্গালাহ
অথবা শাহ্-ই-বাঙালিয়ান বাংলার কোন্ মুসলিম সুলতানের উপাধি ছিল?
উত্তর: শামসুদ্দিন ইলিয়াস
শাহ।
প্রশ্ন: প্রাচীন বাংলার
সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে?
উত্তর: সুলতান শামসুদ্দিন
ইলিয়াস শাহ।
প্রশ্ন: বাংলার প্রথম
মুসলমান সুলতান কে ছিলেন?
উত্তর: শামসুদ্দিন ইলিয়াস
শাহ।
প্রশ্ন: সমগ্র বাংলার
প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন কোন্ সুলতান?
উত্তর: শামসুদ্দিন ইলিয়াস
শাহ।
প্রশ্ন: ‘শাহ-ই-বাঙালা’
কার উপাধি?
উত্তর: শামসুদ্দিন ইলিয়াস
শাহ।
প্রশ্ন: ‘বাঙ্গালাহ’ নামের
প্রচলন করেন কে?
উত্তর: ইলিয়াস শাহ।
সিকান্দার শাহ
প্রশ্ন: শামসুদ্দিন ইলিয়াস
শাহের মৃত্যুর পর কে বাংলার সিংহাসনে বসেন?
উত্তর: তার পুত্র সুলতান
সিকান্দার শাহ।
প্রশ্ন: দিল্লির সুলতান
ফিরোজ শাহ তুঘলক পুনরায় (দ্বিতীয়বার) কবে বাংলা আক্রমণ করে ব্যর্থ হন?
উত্তর: সুলতান সিকান্দার
শাহের সময়।
প্রশ্ন: সিকান্দার শাহ
কোথায় অবস্থান করে ফিরোজ শাহের বিরুদ্ধে যুদ্ধ করেন?
উত্তর: একডালা দূর্গে।
প্রশ্ন: পাণ্ডুয়ার বিখ্যাত
আদিনা মসজিদ নির্মাণ করেন কে?
উত্তর: সিকান্দার শাহ।
প্রশ্ন: গৌড়ের কোতওয়ালী
দরওয়াজা কে তৈরি করেন?
উত্তর: সিকান্দার শাহ।
গিয়াসউদ্দিন আযম শাহ
প্রশ্ন: সিকান্দার শাহের
মৃত্যুর পর কে বাংলার সিংহাসনে বসেন?
উত্তর: তার পুত্র গিয়াসউদ্দিন
আযম শাহ।
প্রশ্ন: কোন্ সুলতান বিখ্যাত
সুফী নূর কুতুব আলমের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিলেন?
উত্তর: গিয়াসউদ্দিন আযম
শাহ।
প্রশ্ন: ‘ইউসুফ জোলেখা’
কাব্য কার আমলে রচিত?
উত্তর: গিয়াসউদ্দিন আযম
শাহের আমলে।
প্রশ্ন: পারস্যের কোন্
কবিকে গিয়াসউদ্দিন আযম শাহ বাংলায় আসার আমন্ত্রণ জানান?
উত্তর: বিখ্যাত কবি হাফিজকে।
প্রশ্ন: ইরানের কবি হাফিজের
সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন্ সুলতানের?
উত্তর: গিয়াসউদ্দিন আযম
শাহ।
রাজা গণেশের শাসন
ক. রাজা গণেশ (১৪১৪-১৪১৫)
খ. জালালউদ্দিন মাহমুদ
শাহ (১৪১৫-১৪১৬)
গ. রাজা গণেশ (১৪১৬-১৪১৮)
ঘ. জালালউদ্দিন মাহমুদ
শাহ (১৪১৮-১৪৩৩)
ঙ. শামসুদ্দিন আহমদ শাহ
(১৪৩৫-১৪৩৬)
রাজা গণেশ
প্রশ্ন: গণেশ কে ছিলেন?
উত্তর: তৎকালীন রাজশাহীর
ভাতুরিয়া ও দিনাজপুরের হিন্দু জমিদার।
প্রশ্ন: গণেশের ছেলে যদু
ইসলাম ধর্ম গ্রহণ করে কি নাম ধারণ করেন?
উত্তর: জালালউদ্দিন মাহমুদ
শাহ।
প্রশ্ন: জৌনপুরের কোন্
সুলতান রাজা গণেশের অত্যাচারের জন্য বাংলা আক্রমণ করে?
উত্তর: ইব্রাহীম শর্কী।
প্রশ্ন: রাজা গণেশ যদুকে
মুসলিম বানিয়ে কবে তাকে ক্ষমতায় বসান?
উত্তর: ১৪১৫ সালে।
প্রশ্ন: রাজা গণেশ প্রথম
কবে বাংলার সিংহাসন দখল করেন?
উত্তর: ১৪১৪ সালে।
প্রশ্ন: রাজা গণেশ কবে
দ্বিতীয়বার ক্ষমতা দখল করে?
উত্তর: ১৪১৬ সালে (তার
পুত্র যদুকে ক্ষমতাচ্যুত করে)।
জালালউদ্দিন শাহমুদ শাহ
প্রশ্ন: রাজা গণেশের মৃত্যুর
পর কে দ্বিতীয়বারের মতো বাংলার সিংহাসনে বসেন?
উত্তর: জালালউদ্দিন মাহমুদ
শাহ।
প্রশ্ন: জালালউদ্দিন মাহমুদ
শাহের রাজধানী ছিল কোথায়?
উত্তর: গৌড়ে (তিনি পাণ্ডুয়া
হতে গৌড়ে নিয়ে আসেন)।
প্রশ্ন: কে তার মুদ্রায়
নিজেকে খলিফাতুল্লাহ বা আল্লাহর খলিফা বলে উল্লেখ করেন?
উত্তর: জালালউদ্দিন মাহমুদ
শাহ।
প্রশ্ন: জালালউদ্দিন মাহমুদ
শাহের পর কে বাংলার সিংহাসনে বসেন?
উত্তর: তার পুত্র শামসুদ্দিন
আহমদ শাহ।
প্রশ্ন: অত্যাচারী শামসুদ্দিন
আহমদ শাহকে হত্যা করেন কে?
উত্তর: তার ক্রীতদাস নাসির
খান ও সাদী খান।
প্রশ্ন: রাজা গণেশের বংশের
শাসনের অবসান ঘটে কবে?
উত্তর: ১৪৩৬ সালে।
No comments:
Post a Comment