বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা
প্রশ্ন: বাংলায় মুসলিম
শাসনের প্রাক্কালে বাংলায় প্রবেশের একমাত্র পথ ছিল কোনটি?
উত্তর: তেলিয়াগর্হির গিরিপথ।
প্রশ্ন: লক্ষ্মণ সেন পালিয়ে
কোথায় আশ্রয় নেন?
উত্তর: পূর্ববঙ্গের বিক্রমপুরে।
প্রশ্ন: বখতিয়ার কর্তৃক
বাংলা আক্রমণকালে লক্ষ্মণ সেন কোথায় অবস্থান করছিলেন?
উত্তর: রাজধানী নদীয়ায়।
প্রশ্ন: বখতিয়ার খলজি
গৌড় জয় করেন কবে?
উত্তর: ১২০৪ সালে (তখন
গৌড়ের রাজধানী ছিল লক্ষ্মণাবতী)।
প্রশ্ন: বখতিয়ার খলজি
বাংলা জয় করেন কোন্ সালে?
উত্তর: ১২০৪ সালে।
প্রশ্ন: মুসলিম শাসনামলে
বাংলার রাজধানীর নাম কি?
উত্তর: লখনৌতি।
প্রশ্ন: লক্ষ্মণাবতীর
নাম কে ‘লখনৌতি’ করেন?
উত্তর: বখতিয়ার খলজি।
প্রশ্ন: বখতিয়ার খলজি
কাকে পরাজিত করে বাংলা জয় করেন?
উত্তর: লক্ষ্মণ সেন।
প্রশ্ন: বখতিয়ার খলজি
কোন্ দেশের অধিবাসী ছিলেন?
উত্তর: আফগানিস্তান।
প্রশ্ন: কোন্ শাসনের অবসান
ঘটিয়ে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন?
উত্তর: সেন শাসন।
প্রশ্ন: বখতিয়ার খলজি
কে ছিলেন?
উ্ত্তর: আফগানিস্তানের
তুর্কী সেনাপতি।
প্রশ্ন: বখতিয়ার খলজির
কোন্ অভিযান ব্যর্থ হয়?
উত্তর: তিব্বত অভিযান।
প্রশ্ন: বখতিয়ার খলজি
মারা যান কবে?
উত্তর: ১২০৬ সালে দেবকোটে।
প্রশ্ন: বাংলায় মুসলিম
আধিপত্য বিস্তারের সূচনা করেন কে?
উত্তর: ইখতিয়ারউদ্দীন
মুহাম্মদ বখতিয়ার খলজি।
প্রশ্ন: বাংলার মুসলিম
শাসনামলে ‘আব্ওয়াব’ শব্দটি কোন্ ক্ষেত্রে ব্যবহৃত হতো?
উত্তর: খাজনা।
প্রশ্ন: বাংলায় স্বাধীন
সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: ফখরুদ্দিন মোবারক
শাহ।
প্রশ্ন: মোঙ্গল আক্রমণ
প্রতিহত করে জনপ্রিয়াতা অর্জন করেছেন কে?
উত্তর: গিয়াস উদ্দিন তুঘলক।
প্রশ্ন: কোন্ শাসনামলে
সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল ‘বাঙ্গালা’ নামে অভিহিত হয়?
উত্তর: মুসলিম।
বাংলায় স্বাধীন সুলতানি
যুগ
প্রশ্ন: বাংলায় স্বাধীন
সুলতানি যুগের সূচনা হয় কবে?
উত্তর: ১৩৩৮ সালে।
প্রশ্ন: বাংলায় প্রথম
স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে?
উত্তর: ফখরুদ্দিন মোবারক
শাহ।
প্রশ্ন: কে সোনারগাঁওয়ে
প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের রাজধানী স্থাপন করেন?
উত্তর: ফখরুদ্দিন মোবারক
শাহ।
প্রশ্ন: বাহরাম খান কর্তৃক
সোনারগাঁও শাসিত হয় কোন্ সময়কাল পর্যন্ত?
উত্তর: ১৩২৮-১৩৩৮ সাল
পর্যন্ত।
প্রশ্ন: ফখরুদ্দিন মোবারক
শাহ কোন্ স্থান দখল করে স্বাধীনতা ঘোষণা করেন?
উত্তর: সোনারগাঁও।
প্রশ্ন: বাংলার প্রথম
স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠা কে?
উ্ত্তর: ফখরুদ্দিন মোবারক
শাহ (তার রাজধানী ছিল সোনারগাঁও)।
প্রশ্ন: বাংলায় স্বাধীন
সুলতানি যুগের সময়কাল ছিল কোন্ পর্যন্ত?
উত্তর: ১৩৩৮-১৫৩৮ সাল।
প্রশ্ন: বাংলায় স্বাধীন
সালতানাতের অবসান ঘটে কবে?
উত্তর: ১৫৩৮ সালে।
প্রশ্ন: বাংলার শেষ স্বাধীন
সুলতান কে ছিলেন?
উত্তর: গিয়াসউদ্দিন মাহমুদ
শাহ।
প্রশ্ন: সোনারগাঁয়ের শাসনকর্তা
বাহরাম খানের মৃত্যু হয় কবে?
উত্তর: ১৩৩৮ সালে।
প্রশ্ন: সোনারগাঁওয়ের
বাইরে কোথায় কোথায় দিল্লির গভর্নরগণ শাসন করছিল?
উত্তর: লখনৌতি ও সাতগাঁও।
প্রশ্ন: লখনৌতি ও সাতগাঁও-এর
শাসনকর্তা কে ছিলেন?
উত্তর: যথাক্রমে কদর খান
ও ইজ্জতউদ্দীন ইয়াহিয়া।
প্রশ্ন: কারা মিলিতভাবে
ফখরুদ্দিন মোবারক শাহকে সোনারগাঁও-এ আক্রমণ করেন?
উত্তর: লখনৌতির শাসনকর্তা
কদর খান ও ইজ্জতউদ্দীন ইয়াহিয়া।
প্রশ্ন: ফখরুদ্দিন মোবারক
শাহ সোনারগাঁও-এর রাজত্ব করেন কবে?
উত্তর: ১৩৩৮-১৩৪৯ সাল
পর্যন্ত।
প্রশ্ন: ফখরুদ্দিন মোবারক
শাহের পর কে স্বাধীন সুলতান হিসেবে সিংহাসনে বসেন?
উত্তর: তার পুত্র ইখতিয়ার
উদ্দিন গাজী শাহ (১৩৫২ পর্যন্ত রাজত্ব করেন)।
প্রশ্ন: কোন্ সুলতান চাঁদপুর
পর্যন্ত রাজপথ তৈরি করেন?
উত্তর: ফখরুদ্দিন মোবারক
শাহ।
প্রশ্ন: বাংলাকে ‘দোযখ-ই-পুর-আজ
নিয়ামত’ বা ‘প্রাচুর্যপূর্ণ নরক’ বলে অভিহিত করেন কে?
উত্তর: ইবনে বতুতা।
প্রশ্ন: ইবনে বতুতার কোন্
গ্রন্থে বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায়?
উত্তর: ‘কিতাবুল রেহলা’
গ্রন্থে।
No comments:
Post a Comment