Tuesday, October 16, 2018

বাংলার প্রাচীন যুগ

বাংলার প্রাচীন যুগ

প্রশ্ন: কোন্ যুগে প্রাচীন বাংলার বুনিয়াদ গড়ে উঠেছিল?
উত্তর: আর্যপূর্ব যুগে।

প্রশ্ন: তিব্বতের রাজার অনুরোধে বৌদ্ধধর্মকে দুর্নীতিমুক্ত করার জন্য কোন্ বাঙালি সেখানে যান?
উত্তর: অতীশ দীপঙ্কর।

প্রশ্ন: হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তর: পুরু ও আলেকজান্ডারের মধ্যে।

প্রশ্ন: কত সালে হিদাসপিসের যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: জুন ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে।

প্রশ্ন: হিদাসপিসের যুদ্ধে কে পরাজিত হন?
উত্তর: পুরু (Porus)।

প্রশ্ন: দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে কোন্ পরিব্রাজক ভারতে আসেন?
উত্তর: চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন।

প্রশ্ন: নবরত্নের মধ্যে প্রখ্যাত জ্যোতির্বিদ কে ছিলেন?
উত্তর: বরাহমিহির।

প্রশ্ন: অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভব ও মেঘদূত কে লেখেন?
উত্তর: কালিদাস।

প্রশ্ন: হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন?
উত্তর: বাণভট্ট।

প্রশ্ন: চীন, জাপান ও কোরিয়ায় কে বৌদ্ধধর্ম প্রচার করেন?
উত্তর: কণিঙ্ক।

প্রশ্ন: আর্যদের সাহিত্য ও ধর্মগ্রন্থের মধ্যে কোনটি প্রাচীনতম?
উত্তর: ঋগ্বেদ।

প্রশ্ন: ভারতবর্ষের সর্বশেষ এবং সর্ববৃহৎ বৌদ্ধ বিহার কোনটি?
উত্তর: সোমপুর বিহার (নওগাঁ)।

প্রশ্ন: ‘দ্বার-ই-বঙ্গ’ বলাতে কোন্ স্থানকে বুঝাতো?
উত্তর: ত্রিহুত বা উত্তর বিহার।

প্রশ্ন: প্রাচীন ভারতীয় সভ্যতা গড়ে উঠেছিল কোন্ নদীর তীরে?
উত্তর: সিন্ধু।

প্রশ্ন: আরবরা কখন সিন্ধু অভিযান করে?
উত্তর: ৭১২ সালে।

প্রশ্ন: সিন্ধু অভিযানে আরবদের নেতৃত্ব দেন কে?
উত্তর: মুহম্মদ বিন কাসিম।

প্রশ্ন: ‘বেঘলপুর’ বা ‘বিদ্রোহের দেশ’ নামে পরিচিত কোন্ দেশ?
উত্তর: বাংলা।

প্রশ্ন: পদ্মা ও ভাগিরথীর মধ্যবর্তী অঞ্চলে কোন্ জাতির বাস ছিল?
উত্তর: গঙ্গারিডই বা গণ্ডরিকাই।

প্রশ্ন: চীনা বৌদ্ধ পণ্ডিত কোন্ রাজার আমলে ভারতবর্ষে আসেন?
উত্তর: হর্ষবর্ধন।

প্রশ্ন: কোন্ যুদ্ধের ভয়াবহ পরিণাম দেখে সম্রাট অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন?
উত্তর: কলিঙ্গের যুদ্ধ।


No comments:

Post a Comment