Wednesday, October 17, 2018

বাংলার আর্যজাতি ও বৈদিক যুগের ধর্মের বিকাশ

বাংলার আর্যজাতি ও বৈদিক যুগের ধর্মের বিকাশ 


আর্যজাতি

প্রশ্ন: ‘আর্য’ শব্দের অর্থ কি?
উত্তর: সৎ বংশজাত ব্যক্তি।

প্রশ্ন: আর্যদের ধর্মগ্রন্থের নাম কি?
উত্তর: বেদ।

প্রশ্ন: বাঙালি জাতি মূলত কোন্ শাখার বংশধর রূপে পরিচিত?
উত্তর: আর্যদের শাখার।

প্রশ্ন: আর্যরা ভারতবর্ষে কখন আসে?
উত্তর: খ্রিস্টপূর্ব ১৪০০ বা ১৫০০ অব্দে।

প্রশ্ন: আর্যজাতি কোন্ দেশ থেকে এসেছিল?
উত্তর: ইরান।

প্রশ্ন: আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
উত্তর: ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে।

প্রশ্ন: আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল কোথায়?
উত্তর: উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে।

প্রশ্ন: আর্য যুগকে কি বলা হয়?
উত্তর: বৈদিক যুগ।

প্রশ্ন: বেদের রচয়িতা কে?
উত্তর: ঈশ্বর।

প্রশ্ন: মহাভারত এর রচয়িতা কে?
উত্তর: বেদব্যাস।

প্রশ্ন: আর্য সাহিত্যকে কি বলা হয়?
উত্তর: বৈদিক সাহিত্য।

প্রশ্ন: আর্যদের প্রাচীনতম সাহিত্য কোনটি?
উত্তর: বেদ।

প্রশ্ন: রামায়ণের রচয়িতা কে?
উত্তর: বাল্মীকি।

প্রশ্ন: আর্যদের পবিত্র গ্রন্থের নাম কি?
উত্তর: ঋগ্বেদ।

প্রশ্ন: আর্যদের রাজনৈতিক জীবন কিরূপ ছিল?
উত্তর: পরিবার কেন্দ্রিক।

প্রশ্ন: আর্যদের ধর্মের রক্ষাকর্তা কে ছিলেন?
উত্তর: পুরোহিতগণ।

প্রশ্ন: আর্যদের আদি বাসস্থান কোথায়?
উত্তর: দক্ষিণ-পূর্ব ইউরোপ।

প্রশ্ন: আর্যরা কাদের পরাজিত করে নিজেদের আধিপত্য বিস্তার করে?
উত্তর: দ্রাবিড় ও অন্যান্য অনার্য জাতিকে।

প্রশ্ন: আর্য সমাজ কয় শ্রেণীতে বিভক্ত ছিল?
উত্তর: ৪ শ্রেণীতে – ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।


বৈদিক যুগের ধর্মের বিকাশ
প্রশ্ন: বৌদ্ধ ধর্মের উদ্ভব হয় কখন?
উত্তর: বৈদিক যুগে ব্রাহ্মণদের আধিপত্য ও পুরোহিতদের একনায়কতন্ত্রের ফলে জনসাধারণের জীবন হয়ে উঠে খুবই দুর্বিষহ। ফলে ধর্ম বিপ্লব হয় এবং জৈন ও বৌদ্ধধর্মের উদ্ভব হয়।

প্রশ্ন: কেন বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভব হয়?
উত্তর: আধিপত্যবাদী ব্রাহ্মণদের প্রতিবাদ স্বরূপ।

প্রশ্ন: মহাবীর জন্মগ্রহণ করেন কখন?
উত্তর: ৪০০ খ্রি. পূর্বাব্দে।

প্রশ্ন: জৈন ধর্মের মূলনীতি কয়টি?
উত্তর: ৪টি – অহিংসা, সত্যবাদিতা, চুরি না করা ও অনাসক্তি।

প্রশ্ন: জৈন ধর্মের মূলতন্ত্রের নাম কি?
উত্তর: চতুর্যাম।

প্রশ্ন: চতুর্যাম কে রচনা করেন?
উত্তর: পার্শ্বনাথ।

প্রশ্ন: কখন ধর্মবিপ্লব সাধিত হয়?
উত্তর: খ্রিস্টপূর্ব ৭ম শতকে।

প্রশ্ন: জৈন ধর্মের প্রবর্তক কে?
উত্তর: ঋষভদেব।

প্রশ্ন: বৌদ্ধধর্মের প্রবর্তক কে?
উত্তর: গৌতম বুদ্ধ।

প্রশ্ন: গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?
উত্তর: লুম্বিনী (নেপাল)।

প্রশ্ন: গৌতম বুদ্ধের মৃত্যুস্থান কোথায়?
উত্তর: কুশীনগরে (নেপাল)।

প্রশ্ন: গৌতম বুদ্ধের উপদেশ কোন্ গ্রন্থে আছে?
উত্তর: ত্রিপিটক।

প্রশ্ন: গৌতম বুদ্ধের বাল্য নাম কি?
উত্তর: সিদ্ধার্থ।

প্রশ্ন: বৌদ্ধদের ধর্ম গ্রন্থের নাম কি?
উত্তর: ত্রিপিটক।

প্রশ্ন: কত বছর বয়সে তিনি দিব্যজ্ঞান লাভ করেন?
উত্তর: ৩৫ বছর বয়সে।

প্রশ্ন: গৌতম বুদ্ধ যে বৃক্ষের নিচে দিব্যজ্ঞান লাভ করেন তার নাম কি?
উত্তর: বোধি বৃক্ষ।

প্রশ্ন: জৈন ধর্মের প্রচারক কে?
উত্তর: মহাবীর।

No comments:

Post a Comment