Monday, October 15, 2018

বাংলার প্রাচীন বিভিন্ন জনপদ

প্রাচীন বাংলার বিভিন্ন জনপদ


বঙ্গ
প্রশ্ন: প্রাচীন পুঁথিতে কোন্ জনপদকে মগধ ও কলিঙ্গ জনপদের প্রতিবেশী বলা হয়?
উত্তর: বঙ্গ জনপদ।

প্রশ্ন: গঙ্গা ও ভাগীরথী নদীর মাঝখানের অঞ্চলকে কি বলা হয়?
উত্তর: বঙ্গ।

প্রশ্ন: একাদশ শতকে পাল বংশের শেষ পর্যায়ে বঙ্গ কি নামে বিভক্ত হয়?
উত্তর: উত্তর এবং দক্ষিণ বঙ্গ।

প্রশ্ন: সেন আমলে বঙ্গ কি নামে বিভক্ত ছিল?
উত্তর: ‘বিক্রমপুর’ ও ‘নাব্য’।

প্রশ্ন: বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন্ জনপদের অন্তর্ভূক্ত ছিল?
উত্তর: বঙ্গ।

প্রশ্ন: কৌটিল্যের ‘অর্থশাস্ত্রে’ সর্বপ্রাচীন ভৌগলিক ইউনিট হিসেবে উল্লেখ রয়েছে কোনটি?
উত্তর: বঙ্গ।

প্রশ্ন: প্রাচীনকালে এ দেশের নাম কি ছিল?
উত্তর: বঙ্গ।

প্রশ্ন: বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন্ জনপদের অন্তর্ভূক্ত ছিল?
উত্তর: বঙ্গ।

প্রশ্ন: বর্তমান ঢাকা প্রাচীন বাংলার কোন্ জনপদের অন্তর্গত ছিল?
উত্তর: বঙ্গ।

প্রশ্ন: বঙ্গ জনপদের উৎপত্তি কিভাবে?
উত্তর: বঙ্গ নামের একটি জাতি থেকে।

প্রশ্ন: বর্তমান বাংলাদেশের কোন্ দিকে বঙ্গ জনপদ গড়ে উঠেছিল?
উত্তর: পূর্ব ও দক্ষিণ-পূর্ব।

প্রশ্ন: প্রাচীন শিলালিপিতে বঙ্গের কতটি অঞ্চলের নাম পাওয়া যায়?
উত্তর: ২টি – বিক্রমপুর ও নাব্য।

প্রশ্ন: ‘বঙ্গ’ নামে দেশের উল্লেখ কত বছর আগে পাওয়া যায়?
উত্তর: খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে।

প্রশ্ন: কোন্ গ্রন্থে সর্বপ্রথম ‘বঙ্গ’ দেশের নাম পাওয়া যায়?
উত্তর: ঋগ্বেদের ‘ঐতরেয় আরণ্যক’-এ।

প্রশ্ন: সুপ্রাচীন বঙ্গ দেশের সীমা কোন্ গ্রন্থে উল্লেখ আছে?
উত্তর: ড. নীহাররঞ্জন রায়ের ‘বাঙালির ইতিহাস’ গ্রন্থে।


গৌড়
প্রশ্ন: কার গ্রন্থে সর্বপ্রথম গৌড়ের উল্লেখ পাওয়া যায়?
উত্তর: পাণিনি।

প্রশ্ন: সপ্তম শতকে গৌড়রাজ শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উ্তর: কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদ জেলা)।

প্রশ্ন: কাকে গৌড়রাজ বলা হতো?
উত্তর: শশাঙ্ককে।

প্রশ্ন: কোন্ রাজাদের আমলে গৌড়ের নাম-ডাক সবচেয়ে বেশি ছিল?
উত্তর: পাল রাজাদের।

প্রশ্ন: মালদহ জেলার কোন্ স্থানচক্রে গৌড় বলা হতো?
উত্তর: লক্ষ্ণণাবতী।


হরিকেল
প্রশ্ন: প্রাচীন বাংলার হরিকেল জনপদ বর্তমান বাংলাদেশের কোন্ কোন্ অঞ্চল নিয়ে বিস্তৃত ছিল?
উত্তর: সিলেট (শ্রীহট্ট) ও চট্টগ্রামের অংশ বিশেষ।

প্রশ্ন: সিলেট জেলা প্রাচীনকালে কোন্ জনপদে অন্তর্ভূক্ত ছিল?
উত্তর: হরিকেল।


সমতট
প্রশ্ন: বর্তমান কুমিল্লার প্রাচীন নাম কি?
উত্তর: সমতট।

প্রশ্ন: সমতটের রাজধানী কোথায় ছিল?
উত্তর: কামতা।

প্রশ্ন: প্রাচীনকালে সমতট বলতে বোঝায় কোন্ স্থানকে?
উত্তর: কুমিল্লা ও নোয়াখালী।

প্রশ্ন: হিউয়েন সাঙ-এর বিবরণ অনুসারে কামরূপে কোন্ জনপদ ছিল?
উত্তর: সমতট।

প্রশ্ন: সমতট রাজ্যের কেন্দ্রস্থল কোথায় ছিল?
উত্তর: কুমিল্লা জেলার বড়কামতা।


পুণ্ড্র
প্রশ্ন: বাংলার প্রাচীনতম শহর কোনটি?
উত্তর: পুণ্ড্র।

প্রশ্ন: পুণ্ড্রনগরের নাম পরবর্তীতে কি হয়?
উত্তর: মহাস্থানগড়।

প্রশ্ন: প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ কোনটি?
উত্তর: পুণ্ড্র।

প্রশ্ন: পুণ্ড্র জনপদের রাজধানী কোথায় ছিল?
উত্তর: পুণ্ড্রনগর (পরবর্তীকালে এর নাম হয় পুণ্ড্রবর্ধন)।

প্রশ্ন: বাংলার জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ ছিল কোনটি?
উত্তর: পুণ্ড্র।

প্রশ্ন: বাংলাদেশে পাওয়া প্রাচীন লিপি পাওয়া যায় কোথায়?
উত্তর: পুণ্ড্র জনপদে।


বরেন্দ্র
প্রশ্ন: বরেন্দ্র বলতে কি বোঝায়?
উত্তর: উত্তরবঙ্গ।

প্রশ্ন: বরেন্দ্র জনপদ অন্য কি নামে পরিচিত?
উত্তর: রবেন্দ্রী বা বেরন্দ্রভূমি।

প্রশ্ন: উত্তরবঙ্গ কোন্ জনপদের অন্তর্ভূক্ত ছিল?
উত্তর: বরেন্দ্র।

প্রশ্ন: বাংলাদেশের কোন্ বিভাগে ‘বরেন্দ্রভূমি’ অবস্থিত?
উত্তর: রাজশাহী।

প্রশ্ন: বরেন্দ্র বলতে কোন্ এলাকাকে বুঝায়?
উত্তর: উত্তর-পশ্চিমবঙ্গ।

প্রশ্ন: ‘বরেন্দ্র’ বলতে বর্তমান কোন্ অঞ্চলকে বোঝায়?
উত্তর: রাজশাহী।


চন্দ্রদ্বীপ
প্রশ্ন: চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র ছিল কোন্ জেলা?
উত্তর: বরিশাল।

প্রশ্ন: কোন্ জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে ছিল?
উত্তর: চন্দ্রদ্বীপ।

No comments:

Post a Comment