Sunday, October 14, 2018

বাংলার প্রাচীন জনপদ

প্রাচীন বাংলার জনপদ


প্রশ্ন: বাংলার প্রাচীন জনপদসমূহ কি কি?
উত্তর: গৌড়, বঙ্গ, পুণ্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র, আম্রলিপ্ত, চন্দ্রদ্বীপ, উত্তর রাঢ়, দক্ষিণ রাঢ়, বাংলা বা বাঙলা, দণ্ডভুক্তি প্রভৃতি। [ সূত্র: মাধ্যমিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা; নবম ও দশম শ্রেণী]

প্রশ্ন: সাতশতকের দিকে কে রাজা হয়ে মুর্শিদাবাদ হতে উৎকল (উত্তর উড়িষ্যা) পর্যন্ত এলাকাকে সংঘবদ্ধ করেন?
উত্তর: শশাঙ্ক।

প্রশ্ন: শশাঙ্কের সংঘবদ্ধের পর বাংলা কোন্ তিনটি জনপদে পরিচিত ছিল?
উত্তর: পুণ্ড্রবর্ধন, গৌড় ও বঙ্গ (বাকি জনপদগুলো তিনটির সাথে বিলীন হয়)।

প্রশ্ন: ‘মাৎস্যন্যায়’ বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
উত্তর: ৭ম-৮ম শতক।

প্রশ্ন: বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন্ গ্রন্থে উল্লেখ আছে?
উত্তর: আইন-ই-আকবরী।

প্রশ্ন: প্রাচীনকালে রাজশাহী কোন্ জনপদের আওতাভুক্ত ছিল?
উত্তর: পুণ্ড্র ও বরেন্দ্র উভয় জনপদে।

প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
উত্তর: দ্রাবিড়।

প্রশ্ন: প্রাচীন বাংলায় পুণ্ড্র নামটি কিসের ছিল?
উত্তর: জনপদের।

প্রশ্ন: বাংলার আদি জনগোষ্ঠী কোন্ ভাষাভাষী ছিল?
উত্তর: অস্ট্রিক।

প্রশ্ন: চীনা পর্যটক হিউয়েন সাঙ সপ্তম শতকের মাঝামাঝি কোন্ জনপদটি ভ্রমণ করে একটি বিবরণী লিখেন?
উত্তর: সমতট।

প্রশ্ন: মহাস্থানগড় এবং প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরী যে একই এটা শনাক্তকরণ করেন কে?
উত্তর: স্যার আলেকজান্ডার কানিংহাম।

প্রশ্ন: প্রাচীনকালে ‘গঙ্গারিডই’ নামে শক্তিশালী রাজ্যটি কোথায় অবস্থিত?
উত্তর: অনুমান করা হয় গঙ্গা নদীর তীরে।

প্রশ্ন: কবে, কোন শাসক কি নামে প্রাচীন জনপদগুলোকে একত্রিত করেন?
উত্তর: সপ্তম শতাব্দীতে রাজ্য শশাঙ্ক বাংলার প্রাচীন জনপদগুলো একত্রিত করে নাম দেন ‘গৌড়’।

প্রশ্ন: রাজা শশাঙ্কের শাসনামলের পরে ‘বঙ্গদেশ’ কয়টি জনপদে বিভক্ত ছিল?
উত্তর: ৩টি – পুণ্ড্র, গৌড় ও বঙ্গ।

প্রশ্ন: কোন্ শতকে বঙ্গ ও গৌড় নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়?
উত্তর: ষষ্ঠ শতকে।

প্রশ্ন: রাঢ় জনপদের লোকের প্রকৃতি ছিল কেমন?
উত্তর: অত্যন্ত নিষ্ঠুর ও রূঢ়।

প্রশ্ন: কোটিবর্ষ কোথায়?
উত্তর: দিনাজপুর জেলার ‘বাণগ্রাম’ নামক গ্রাম।

প্রশ্ন: প্রাচীন কোন্ কোন্ গ্রন্থে বাংলাদেশের নাম উল্লেখ পাওয়া যায়?
উত্তর: ঋগ্বেদের ‘ঐতরেয় আরণ্যকে’র শ্লোকে (২-১-১), মহাভারতে, পতঞ্জলির ভাষ্যে, ওভেদী, টলেমির লেখায়, কালিদাশের ‘রঘুবংশে’ এবং আবুল ফজলের ‘আইন-ই-আকবরী’ গ্রন্থে।

প্রশ্ন: প্রাচীন রাঢ় জনপদ কোথায় অবস্থিত?
উত্তর: বর্ধমান। 

No comments:

Post a Comment