সুনামগঞ্জ জেলা |
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।
প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৩,৭৪৭.১৮ বর্গকিলোমিটার।
প্রশ্ন: সীমা কি?
উত্তর: সুনামগঞ্জ জেলার উত্তরে ভারতের খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়, দক্ষিণে হবিগঞ্জ
ও কিশোরগঞ্জ জেলা, পূর্বে সিলেট ও পশ্চিমে নেত্রকোনা জেলা।
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১১টি- সুনামগঞ্জ সদর, দিরাই, ছাতক, জামালগঞ্জ, ধর্মপাশা, জগন্নাথপুর, তাহিরপুর,
শাল্লা, দোয়ারাবাজার, বিশ্বম্বরপুর ও দক্ষিণ সুনামগঞ্জ।
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- সুনামগঞ্জ, ছাতক, দিরাই ও জগন্নাথপুর।
প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৮৭টি।
প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,৮৮৭টি।
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: আলোর দিশারী।
প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: সরমা, কালনী, মহাসিংহ, খাজাঞ্চী প্রভৃতি।
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: হাইল হাওর, দুর্লভ সেন্ত এক্সপোর্ট এরিয়া, শাহ আরেফিনের মাজার, টেকেরঘাট
খনি প্রকল্প, যাদুকাটা নদী, ফাজিলপুর সেন্ত এরিয়া, শনির হাওর, সুখাইড় বাবু বাড়ি, দিরাই
জমিদার বাড়ি, গৌরাবং জমিদার বাড়ি, নারায়ণ তলা, বিশ্বযুদ্ধ সমাধি, খ্রিস্টান গির্জা,
ওলুবা মসজিদ, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, ছাতক পেপার মিল।
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: শাহ আবদুল করিম (বাউলসাধক), দেওয়ান মোহাম্মদ আজরফ, হাসন রাজা (মরমি কবি),
অক্ষয় কুমার দাস, রায় বাহাদুর, আব্দুস সামাদ আজাদ (সাবেক পররাষ্ট্রমন্ত্রী) প্রমুখ।
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ২২৪. সুনামগঞ্জ-১, ২২৫. সুনামগঞ্জ-২, ২২৬. সুনামগঞ্জ-৩, ২২৭. সুনামগঞ্জ-৪
ও ২২৮. সুনামগঞ্জ-৫।
No comments:
Post a Comment