গণিত মডেল টেস্ট-৪
১) ৭২ এর মৌলিক গুণনীয় কোনগুলো?
ক) ২,২,২,৩,৩ খ) ২,২,২,২,৩ গ) ৩,৩,৩,৩,২ ঘ) ২,৩,৩,২,৪
২) নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ?
ক) ৩/৫ খ) ৫/৩ গ) ১(২/৩) ঘ) ৯/৮
৩) নিচের কোনটি একক অনুপাত?
ক) ১৫:১৫ খ) ৫:৭ গ) ২:৫ ঘ) ৩:৯
৪) নিচের কোনটি 4ab এর সূত্র?
ক) (a+b)2+(a-b)2 খ)(a+b)2-(a-b)2
গ) {(a+b)/2}2-{(a-b)/2}2 ঘ) (a-b)2-(a+b)2
৫) x4+1/x4 এর মান কত? (x+1/x = 2 হলে)
ক) 8 খ) 6 গ) 4 ঘ) 2
৬) দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল
4 হলে সংখ্যাটি নির্ণয় কর-
ক) 55 খ) 37 গ) 82 ঘ) 64
৭) ১,৩,৬,১০,১৫,২১,.... ধারাটির দশম পদ কত?
ক) ৪৫ খ) ৫৫ গ) ৬২ ঘ) ৬৫
৮) একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে.মি ছোট কিন্তু
অতিভুজ ভূমি অপেক্ষা ২ সে.মি. বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
ক) ১০ সে.মি. খ) ৮ সে.মি. গ) ৪ সে. মি. ঘ) ৬ সে.মি.
৯) ৩, ৯, ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
ক) ৪ খ) ১৪ গ) ১৬ ঘ) ১২
১০) log53√5 =
?
ক) ½ খ) 1/3 গ) 4 ঘ) 2
১১) ১ মি. = কত মিলি মিটার?
ক) ১০০০ খ) ১০০ গ) ১০ ঘ) ১০০০০
১২) একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক
বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
ক) ২৪ খ) ৩৬ গ) ৪৮ ঘ) ৫০
১৩) বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কী বলে?
ক) ব্যাস খ) ব্যাসার্ধ গ) বৃত্তচাপ ঘ) পরিধি
১৪) একটি ঘনক আকৃতি বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ২৪০০ বর্গসে.মি.
হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।
ক) ৩৪.৬৪১ সে.মি. খ) ৩৫ সে.মি. গ) ৪০.২৯ সে.মি. ঘ) ৩৪.৩৪ সে.মি.
১৫) Log28 = ?
ক) 4 খ) 3 গ) 2 ঘ) 1
১৬) একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
ক) ৩৪০ খ) ৩৪১ গ) ৩৪২ ঘ) ৩৪৪
১৭) কোন কোণকের উচ্চতা 9 cm. এর ব্যাসার্ধ π এর
সমান হলে তার আয়তন নিচের কোনটি?
ক) 3π ঘন একক খ) 3π2 ঘন
একক গ) 6π ঘন
একক ঘ) 3π3 ঘন একক
১৮) ৫০-৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
ক) ৮ খ) ৯ গ) ১০ ঘ) ১১
১৯) (a-b)(a2+ab+b2) = কত?
ক) a3-b3 খ) a3+b3
গ) (a-b)3 ঘ) a3-b3+3ab(a-b)
২০) একটি তালগাছের পাদবিন্দু থেকে 10 মিটার দূরবর্তী স্থান
থেকে গাছের শীর্ষের উন্নতি কোণ 600 হলে, গাছটির উচ্চতা নির্ণয় কর।
ক) 16.65 মি. খ) 17.72 মি. গ) 17.32 মি. ঘ) 13.75 মি.
উত্তর: ১. ক, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. ঘ, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯.
ঘ, ১০. খ, ১১. ক, ১২. গ, ১৩. ক, ১৪. ক, ১৫. খ, ১৬. খ, ১৭. ঘ, ১৮. খ, ১৯. ক, ২০. গ
No comments:
Post a Comment