Sunday, February 17, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: সাধারণ জ্ঞান মডেল টেস্ট-৬

সাধারণ জ্ঞান মডেল টেস্ট-৬ 



১) বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল কারা?
ক) ইংরেজরা খ) ফরাসিরা গ) ওলন্দাজরা ঘ) পর্তুগীজরা

২) ‘রাজতরঙ্গিনী’ ইতিহাস গ্রন্থের রচয়িতা কে?
ক) হিরোডেটাস খ) কলহন গ) আবুল ফজল ঘ) জিয়াউদ্দীন বারানী

৩) কোন্ প্রত্নতাত্ত্বিক স্থানটি কুমিল্লায় অবস্থিত?
ক) কান্তজী মন্দির খ) সত্যপীরের ভিটা গ) ভাসু বিহার ঘ) আনন্দ বিহার

৪) জিজিয়া কী?
ক) বাণিজ্য কর খ) অমুসলমানদের উপর ধর্ম ভূমি কর গ) উৎসব কর ঘ) অমুসলমানদের উপর ধার্য সামরিক কর

৫) বাংলাদেশে জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক) কামরুল হাসান খ) জয়নুল আবেদিন গ) হাসেম খান ঘ) হামিদুর রহমান

৬) জলবায়ু পরিবর্তন ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান-
ক) প্রথম খ) পঞ্চম গ) দ্বিতীয় ঘ) ষষ্ঠ

৭) ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন-
ক) মওলানা ভাসানী খ) কমরেড মুজাফফর আহমদ গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ) সোহরাওয়ার্দী

৮) বাংলাদেশ ও মায়ানমারের মধ্যদিয়ে প্রবাহিত নদীর নাম কী?
ক) নাফ খ) সাঙ্গু গ) সুরমা ঘ) কর্ণফুলী

৯) বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধন করা হয়েছে?
ক) ১৪ বার খ) ১৫ বার গ) ১৬ বার ঘ) ১৩ বার

১০) বাংলাদেশে জাতীয় পতাকার মাপ কত?
ক) ৯:৫ খ) ১০:৬ গ) ৯:৭ ঘ) ১০:৭

১১) ‘গ্রেট-হল’ কোথায় অবস্থিত?
ক) ব্রিটেন খ) যুক্তরাষ্ট্র গ) চীন ঘ) রাশিয়া

১২) সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে-
ক) নয়াদিল্লি খ) কাঠমুণ্ডু গ) ঢাকা ঘ) ইসলামাবাদ

১৩) ফ্রাঙ্কফুট শহরটি কি জন্য বিখ্যাত?
ক) আইস হকি খ) বই মেলা গ) ঔষধ পণ্য ঘ) কৃষি পণ্য

১৪) মাইকেল এঞ্জোলো কোন্ ভাস্কর্যের শ্রষ্ঠা?
ক) মোজেঝ খ) হেরমেস গ) লেডি জাস্টিস ঘ) দি থিংকার

১৫) কে লৌহ-মানবী বলে পরিচিত?
ক) ইন্দিরা গান্ধী খ) বেগম খালেদা জিয়া গ) অং সান সুচি ঘ) মার্গারেট থ্যাচার

১৬) স্টিফেন হকিং একজন অতিশয় বিখ্যাত-
ক) দার্শনিক খ) পদার্থবিদ গ) কবি ঘ) রসায়নবিদ

১৭) পৃথিবীর অর্ধেক পাট উৎপন্ন হয়-
ক) ভারতে খ) বাংলাদেশে গ) চীনে ঘ) রাশিয়ায়

১৮) ‘ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণির সমাধিক্ষেত্র’ উক্তিটি কার?
ক) প্লেটো খ) এরিস্টটল গ) হবস ঘ) প্যারেটো

১৯) ‘লজিক’ বা ‘তর্কশাস্ত্রের’ জন্ম হয়েছে-
ক) পোল্যান্ড খ) ইংল্যান্ড গ) জার্মানি ঘ) গ্রীস

২০) গ্রীনপিস কোন্ ধরনের সংগঠন?
ক) নারীবাদী খ) সামরিক গ) অর্থনৈতিক ঘ) পরিবেশবাদী



উত্তর: ১. ঘ, ২. খ, ৩. ঘ, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. গ, ৮. ক, ৯. গ, ১০. খ, ১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. খ, ১৭. ক, ১৮. খ, ১৯. ঘ, ২০. ঘ

No comments:

Post a Comment