Monday, February 11, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: সাধারণ জ্ঞান মডেল টেস্ট-৫


সাধারণ জ্ঞান মডেল টেস্ট-৫ 



১) বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
ক) কর্ওয়ালিস খ) ক্লাইভ গ) মেয়ার ঘ) ওয়ারেন হেস্টিংস

২) বাংলাদেশে শীতল পানির ঝরণা কোন জেলায় অবস্থিত?
ক) কক্সবাজার খ) খাগড়াছড়ি গ) রাঙ্গামাটি ঘ) বান্দরবান

৩) গোল আলু সবজি কোন দেশ থেকে এসেছে?
ক) ইউরোপের হল্যান্ড খ) দ. আমেরিকার পেরু-চিলি গ) আফ্রিকার মিশর ঘ) এশিয়ার থাইল্যান্ড

৪) পাটের জীবনরহস্য উদ্ভাবনকারী দলের নেতা-
ক) মো. জলিল খ) কুদরত-ই-খুদা গ) মাকসুদুল আলম ঘ) নুরুল আলম

৫) কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
ক) রাজশাহী খ) ফরিদপুর গ) রংপুর ঘ) যশোর

৬) ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে কবে?
ক) ৬ ডিসেম্বর ১৯৯৭ সালে খ) ৬ নভেম্বর ১৯৯৭ সালে গ) ৫ ডিসেম্বর ১৯৯৬ সালে ঘ) ৪ অক্টোবর ১৯৯৬ সালে

৭) সেমুতাং গ্যাসক্ষেত্র অবস্থিত-
ক) বান্দরবনে খ) খাগড়াছড়িতে গ) সুনামগঞ্জে ঘ) রাঙামাটিতে

৮) বাংলাদেশে চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক) দিনাজপুর খ) রংপুর গ) ঈশ্বরদী ঘ) যশোর

৯) বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস-
ক) খনিজ তেল খ) প্রাকৃতিক গ্যাস গ) খরস্রোতা নদী ঘ) সবকটি

১০) বাঁধের পুরো নাম কি?
ক) ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা খ) ঢাকা-নাটোর-দিনাজপুর গ) ঢাকা-নরসিংদী-ডিমলা ঘ) ঢাকা-নড়াইল-দিনাজপুর

১১) ‘টেস্ট টিউব বেবি’ পদ্ধতির জনক-
ক) ইগর কুজনেতসভ খ) উচিতা ও’হারা গ) রবার্ট এডওয়ার্ডস ঘ) নাইজেল ম্যাক্লিনান

১২) কোথায় দিন রাত্রি সর্বত্র সমান?
ক) মেরু অঞ্চল খ) নিরক্ষরেখা গ) উঃ পোলার্ড ঘ) দঃ গোলার্ধ

১৩) ‘ইমবেডেড জার্নালিজম’ কোন অপারেশনের সাথে যুক্ত?
ক) অপারেশন ইরাকি সিনড্রম খ) অপারেশন ডেজার্ট লডর্স গ) অপারেশন রেড ডন ঘ) অপারেশন লিপ ফরওয়ার্ড

১৪) ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি?
ক) সাতটি খ) ছয়টি গ) পাঁচটি ঘ) আটটি

১৫) ‘অস্কার’ পুরস্কারের অন্য নাম-
ক) গ্র্যামি খ) এমি গ) একাডেমি ঘ) টনি

১৬) ভলি শব্দটি কোন্ খেলায় ব্যবহৃত হয়?
ক) ক্রিকেট খ) গলফ গ) লন টেনিস ঘ) ভলিবল

১৭) মার্কিন ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় যে রাষ্ট্র-
ক) যুক্তরাজ্য খ) ফ্রান্স গ) জাপান ঘ) জার্মান

১৮) ‘উত্তমাশা’ হল একটি-
ক) হ্রদ খ) অন্তরীপ গ) দ্বীপ ঘ) নাটক

১৯) ‘আইফেল টাওয়ার’ কোথায় অবস্থিত?
ক) লন্ডন খ) মিউনিখ গ) হংকং ঘ) প্যারিস

২০) অনুরাধাপুর কোথায় অবস্থিত?
ক) ভুটান খ) বাংলাদেশ গ) শ্রীলংকা ঘ) ভারত


  
উত্তর: ১. ক, ২. ক, ৩. ক, ৪. গ, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ঘ, ১০. ক, ১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. গ, ১৬. গ, ১৭. খ, ১৮. খ, ১৯. ঘ, ২০. গ

No comments:

Post a Comment