জামালপুর জেলা |
প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৬ ডিসেম্বর ১৯৭৮ (দেশের ২০তম জেলা)।
প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,১১৫.১৬ বর্গকিলোমিটার।
প্রশ্ন: সীমা কি?
উত্তর: জামালপুর জেলার পূর্বে ময়মনসিংহ ও শেরপুর জেলা, পশ্চিমে যমুনা নদী ও বগুড়া
জেলা, উত্তরে শেরপুর ও কুড়িগ্রাম জেলা এবং দক্ষিণে টাঙ্গাইল জেলা অবস্থিত।
প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- জামালপুর সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি, মেলান্দহ, বকশীগঞ্জ
ও মাদারগঞ্জ।
প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৭টি- জামালপুর, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, ইসলামপর, মেলান্দহ, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ।
প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৬৮টি।
প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ১,৩৬১টি।
প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উদ্ভাসিত।
প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র, বানার প্রভৃতি।
প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: যমুনা সার কারখানা, শাহ জামালের মাজার, দয়াময়ী মন্দির প্রভৃতি।
প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: মেজর খালেদ মোশাররফ (২নং সেক্টর কমান্ডার), কবি আজিজুল হক, আনোয়ার হোসেন
(অভিনেতা), আবদুল্লাহ আল মামুন (অভিনেতা ও নাট্যকার), হাসান হাফিজুর রহমান (কবি ও সাংবাদিক)
প্রমুখ।
প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ১৩৮. জামালপুর-১, ১৩৯. জামালপুর-২, ১৪০. জামালপুর-৩, ১৪১. জামালপুর-৪
ও ১৪২. জামালপুর-৫।
No comments:
Post a Comment