Tuesday, January 1, 2019

ময়মনসিংহ (Mymensingh) জেলা

ময়মনসিংহ জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ মে ১৭৮৭।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ৪,৩৯৪.৫৭ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা, পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা, উত্তরে ভারতের মেঘালয় রাজ্য ও দক্ষিণে গাজীপুর জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১৩টি- ময়মনসিংহ সদর, ত্রিশাল, গৌরিপুর, মুক্তাগাছা, ফুলপুর, হালুয়াঘাট, ভালুকা, ফুলবাড়িয়া, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ধোবাউড়া ও তারাকান্দা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ১০টি- ত্রিশাল, গৌরীপুর, মুক্তাগাছা, গফরগাঁও, ভালুকা, ঈশ্বরগঞ্জ, ফুলপুর, নান্দাইল, ফুলবাড়িয়া ও হালুয়াঘাট।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ১৪৬টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,৬৯২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: জাগ্রত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পুরাতন ব্রহ্মপুত্র, বানার, শীতলক্ষ্যা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: নজরুলের স্মৃতিময় ত্রিশালের দরিরামপুর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গারো পাহাড়, চীনা মাটিতে সমৃদ্ধ বিজয়পুর প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরী (সাবেক রাষ্ট্রপতি), আবদুল জব্বার (ভাষা সৈনিক), আবুল কালাম শামসুদ্দীন (সাহিত্যিক), আবুল মনসুর আহমদ (সাহিত্যিক), ফজলুর রহমান খান (শিক্ষাবিদ), চলচ্চিত্রকার সত্যজিৎ রায় [জন্ম কলকাতা], নজরুল ইসলাম বাবু (গীতিকার), আবদুল করিম (সাবেক স্পিকার), চিত্রশিল্পী জয়নুল আবেদিন [জন্ম কিশোরগঞ্জ] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১১টি- ১৪৬. ময়মনসিংহ-১, ১৪৭. ময়মনসিংহ-২, ১৪৮. ময়মনসিংহ-৩. ১৪৯. ময়মনসিংহ-৪, ১৫০. ময়মনসিংহ-৫, ১৫১. ময়মনসিংহ-৬, ১৫২. ময়মনসিংহ-৭, ১৫৩. ময়মনসিংহ-৮, ১৫৪. ময়মনসিংহ-৯, ১৫৫. ময়মনসিংহ-১০ ও ১৫৬. ময়মনসিংহ-১১।

No comments:

Post a Comment