Wednesday, January 2, 2019

শেরপুর (Sherpur) জেলা

শেরপুর জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ১,৩৬৪.৬৭ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: পূর্বে ময়মনসিংহ জেলা, পশ্চিমে জামালপুর জেলা, উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে ময়মনসিংহ ও জামালপুর জেলা অবস্থিত।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- শেরপুর সদর, ঝিনাইগাতি, শ্রীবর্দি, নালিতাবাড়ি ও নকলা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৪টি- শেরপুর, নকলা, নালিতাবাড়ি ও শ্রীবর্দি।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৫২টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ৬৯৫টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: প্রস্ফুটিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: পুরাতন ব্রহ্মপুত্র, মৃগী, মালিঝি, কংস প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: শের আলী গাজীর মাজার, পানিহাটা দীঘি, গজনী অবকাশ কেন্দ্র, কাচবালি ও সিলিকা ক্ষেত্র।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: রবি নিয়োগী (বিপ্লবী), আবুল কাশেম (ভাষা সৈনিক) হযরত শাহ কামান (র), বজলুর রহমান (সাংবাদিক), মতিয়া চৌধুরী (রাজনীতিবিদ) প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৩টি- ১৪৩. শেরপুর-১, ১৪৪. শেরপুর-২ ও ১৪৫. শেরপুর-৩।

No comments:

Post a Comment